ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রেখে পশ্চিমবঙ্গের বিধানসভায় একটি বিল পাস হয়েছে। গতকাল মঙ্গলবার সর্বসম্মতিক্রমে ‘দ্য অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিল ২০২৪’ (ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল ল’জ অ্যামেন্ডমেন্ট বিল) শীর্ষক বিলটি পাস হয়। এর মধ্য দিয়ে ভারতের প্রথম কোনো রাজ্য হিসেবে এ-সংক্রান্ত কেন্দ্রীয় আইনে সংশোধনীর উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ।
বিধানসভায় পাস হওয়ায় বিলটি এখন গভর্নর তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে পাঠানো হবে। তাঁর অনুমোদনের পর বিলটি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠানো হবে। রাষ্ট্রপতির চূড়ান্ত অনুমোদন পেলে বিলটি আইনে পরিণত হবে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এ বিলের মধ্য দিয়ে আমরা কেন্দ্রীয় আইনের ফাঁকফোকরগুলো বন্ধের চেষ্টা করেছি। তবে ধর্ষণের মতো অপরাধ ঠেকাতে সামাজিক সংস্কার প্রয়োজন।’
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়াল জানিয়েছে, এদিন বিলের মূল বিষয়গুলোও তুলে ধরেন মমতা। এতে বলা হয়েছে, ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর মৃত্যু হলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। ধর্ষণ ও দলবদ্ধ ধর্ষণের ঘটনায় দোষীদের আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড। ঘটনা গুরুতর হলে শাস্তি মৃত্যুদণ্ড ও জরিমানা।
দ্রুত বিচারের ব্যবস্থা রাখা হয়েছে এই বিলে। এফআইআর হওয়ার পর যত দ্রুত তদন্তকাজ শেষ করতে হবে। তদন্তকাজ ২১ দিনের মধ্যে শেষ করতে হবে। এর আগে এ সময়সীমা ছিল দুই মাস। তবে পুলিশ সুপার অথবা সমপদমর্যাদার কেউ লিখিতভাবে যুক্তিযুক্ত কারণ দর্শালে তদন্তের মেয়াদ ১৫ দিন পর্যন্ত বাড়ানো যেতে পারে।
জেলা পর্যায়ে স্পেশাল টাস্কফোর্স গঠন করা হবে। নাম হবে অপরাজিতা টাস্কফোর্স। নেতৃত্বে থাকবেন ডেপুটি পুলিশ সুপার। এ ছাড়াও ধর্ষণের মামলার দ্রুত বিচারের জন্য বিশেষ আদালত ও তদন্ত দল গঠন করা হবে। ৫২টি বিশেষ আদালত গঠনের প্রস্তাব করেছে রাজ্য সরকার। অ্যাসিড আক্রান্তের ঘটনায়ও আমৃত্যু যাবজ্জীবন, ক্ষেত্রবিশেষে মৃত্যুদণ্ডের কথা হয়েছে। যেসব ক্ষেত্রে মেয়েদের রাতের শিফটে কাজ করতে হয়, সেখানে তাঁদের পূর্ণ নিরাপত্তার ওপর জোর দেওয়া হয়েছে।
বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিজেপি বলেছে এভাবে ভারতীয় ন্যায় সংহিতার ধারা সংশোধন করা যায় না; কিন্তু একদিন না একদিন সব রাজ্য আমাদের অনুসরণ করবে।’
ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রেখে পশ্চিমবঙ্গের বিধানসভায় একটি বিল পাস হয়েছে। গতকাল মঙ্গলবার সর্বসম্মতিক্রমে ‘দ্য অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিল ২০২৪’ (ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল ল’জ অ্যামেন্ডমেন্ট বিল) শীর্ষক বিলটি পাস হয়। এর মধ্য দিয়ে ভারতের প্রথম কোনো রাজ্য হিসেবে এ-সংক্রান্ত কেন্দ্রীয় আইনে সংশোধনীর উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ।
বিধানসভায় পাস হওয়ায় বিলটি এখন গভর্নর তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে পাঠানো হবে। তাঁর অনুমোদনের পর বিলটি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠানো হবে। রাষ্ট্রপতির চূড়ান্ত অনুমোদন পেলে বিলটি আইনে পরিণত হবে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এ বিলের মধ্য দিয়ে আমরা কেন্দ্রীয় আইনের ফাঁকফোকরগুলো বন্ধের চেষ্টা করেছি। তবে ধর্ষণের মতো অপরাধ ঠেকাতে সামাজিক সংস্কার প্রয়োজন।’
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়াল জানিয়েছে, এদিন বিলের মূল বিষয়গুলোও তুলে ধরেন মমতা। এতে বলা হয়েছে, ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর মৃত্যু হলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। ধর্ষণ ও দলবদ্ধ ধর্ষণের ঘটনায় দোষীদের আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড। ঘটনা গুরুতর হলে শাস্তি মৃত্যুদণ্ড ও জরিমানা।
দ্রুত বিচারের ব্যবস্থা রাখা হয়েছে এই বিলে। এফআইআর হওয়ার পর যত দ্রুত তদন্তকাজ শেষ করতে হবে। তদন্তকাজ ২১ দিনের মধ্যে শেষ করতে হবে। এর আগে এ সময়সীমা ছিল দুই মাস। তবে পুলিশ সুপার অথবা সমপদমর্যাদার কেউ লিখিতভাবে যুক্তিযুক্ত কারণ দর্শালে তদন্তের মেয়াদ ১৫ দিন পর্যন্ত বাড়ানো যেতে পারে।
জেলা পর্যায়ে স্পেশাল টাস্কফোর্স গঠন করা হবে। নাম হবে অপরাজিতা টাস্কফোর্স। নেতৃত্বে থাকবেন ডেপুটি পুলিশ সুপার। এ ছাড়াও ধর্ষণের মামলার দ্রুত বিচারের জন্য বিশেষ আদালত ও তদন্ত দল গঠন করা হবে। ৫২টি বিশেষ আদালত গঠনের প্রস্তাব করেছে রাজ্য সরকার। অ্যাসিড আক্রান্তের ঘটনায়ও আমৃত্যু যাবজ্জীবন, ক্ষেত্রবিশেষে মৃত্যুদণ্ডের কথা হয়েছে। যেসব ক্ষেত্রে মেয়েদের রাতের শিফটে কাজ করতে হয়, সেখানে তাঁদের পূর্ণ নিরাপত্তার ওপর জোর দেওয়া হয়েছে।
বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিজেপি বলেছে এভাবে ভারতীয় ন্যায় সংহিতার ধারা সংশোধন করা যায় না; কিন্তু একদিন না একদিন সব রাজ্য আমাদের অনুসরণ করবে।’
সৌভাগ্য কাকে বলে, তারই যেন প্রমাণ পেলেন বাংলাদেশি তরুণ মোহাম্মদ খোরশেদ আলম। সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় লটারি বিগ টিকিটে প্রথমবার অংশ নিয়েই জিতে নিয়েছেন ৫০ হাজার দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় ১৬ লাখ টাকারও বেশি। আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগেমিশিগানের ট্র্যাভার্স সিটিতে একটি ওয়ালমার্ট স্টোরে ছুরিকাঘাতে অন্তত ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে শহরটির কর্তৃপক্ষ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় গতকাল শনিবার বলেছেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই বিবদমান প্রতিবেশী কম্বোডিয়া ও থাইল্যান্ডের নেতারা অবিলম্বে দেখা করে আলোচনার মাধ্যমে দ্রুত যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে একমত হয়েছেন। ৩ দিন ধরে চলা সীমান্ত সংঘাতের পর শান্তি স্থাপনে মধ্যস্থতা করার চেষ্টার অংশ হি
২ ঘণ্টা আগেদখলদার ইসরায়েল চলতি বছরের মার্চ থেকে গাজায় আক্ষরিক অর্থেই ত্রাণ প্রবেশ বন্ধ করে রেখেছে। ইসরায়েলের এই অমানবিক কর্মকাণ্ডের কারণে অঞ্চলটিতে ক্ষুধা-অনাহার থাকা মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে। এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় অনাহার-অপুষ্টিতে অন্তত আরও ৫ জন মারা গেছে। এই অবস্থায় গাজায় ত্রাণ সহায়তা নিয়ে প্রবেশের...
২ ঘণ্টা আগে