অনলাইন ডেস্ক
ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রেখে পশ্চিমবঙ্গের বিধানসভায় একটি বিল পাস হয়েছে। গতকাল মঙ্গলবার সর্বসম্মতিক্রমে ‘দ্য অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিল ২০২৪’ (ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল ল’জ অ্যামেন্ডমেন্ট বিল) শীর্ষক বিলটি পাস হয়। এর মধ্য দিয়ে ভারতের প্রথম কোনো রাজ্য হিসেবে এ-সংক্রান্ত কেন্দ্রীয় আইনে সংশোধনীর উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ।
বিধানসভায় পাস হওয়ায় বিলটি এখন গভর্নর তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে পাঠানো হবে। তাঁর অনুমোদনের পর বিলটি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠানো হবে। রাষ্ট্রপতির চূড়ান্ত অনুমোদন পেলে বিলটি আইনে পরিণত হবে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এ বিলের মধ্য দিয়ে আমরা কেন্দ্রীয় আইনের ফাঁকফোকরগুলো বন্ধের চেষ্টা করেছি। তবে ধর্ষণের মতো অপরাধ ঠেকাতে সামাজিক সংস্কার প্রয়োজন।’
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়াল জানিয়েছে, এদিন বিলের মূল বিষয়গুলোও তুলে ধরেন মমতা। এতে বলা হয়েছে, ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর মৃত্যু হলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। ধর্ষণ ও দলবদ্ধ ধর্ষণের ঘটনায় দোষীদের আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড। ঘটনা গুরুতর হলে শাস্তি মৃত্যুদণ্ড ও জরিমানা।
দ্রুত বিচারের ব্যবস্থা রাখা হয়েছে এই বিলে। এফআইআর হওয়ার পর যত দ্রুত তদন্তকাজ শেষ করতে হবে। তদন্তকাজ ২১ দিনের মধ্যে শেষ করতে হবে। এর আগে এ সময়সীমা ছিল দুই মাস। তবে পুলিশ সুপার অথবা সমপদমর্যাদার কেউ লিখিতভাবে যুক্তিযুক্ত কারণ দর্শালে তদন্তের মেয়াদ ১৫ দিন পর্যন্ত বাড়ানো যেতে পারে।
জেলা পর্যায়ে স্পেশাল টাস্কফোর্স গঠন করা হবে। নাম হবে অপরাজিতা টাস্কফোর্স। নেতৃত্বে থাকবেন ডেপুটি পুলিশ সুপার। এ ছাড়াও ধর্ষণের মামলার দ্রুত বিচারের জন্য বিশেষ আদালত ও তদন্ত দল গঠন করা হবে। ৫২টি বিশেষ আদালত গঠনের প্রস্তাব করেছে রাজ্য সরকার। অ্যাসিড আক্রান্তের ঘটনায়ও আমৃত্যু যাবজ্জীবন, ক্ষেত্রবিশেষে মৃত্যুদণ্ডের কথা হয়েছে। যেসব ক্ষেত্রে মেয়েদের রাতের শিফটে কাজ করতে হয়, সেখানে তাঁদের পূর্ণ নিরাপত্তার ওপর জোর দেওয়া হয়েছে।
বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিজেপি বলেছে এভাবে ভারতীয় ন্যায় সংহিতার ধারা সংশোধন করা যায় না; কিন্তু একদিন না একদিন সব রাজ্য আমাদের অনুসরণ করবে।’
ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রেখে পশ্চিমবঙ্গের বিধানসভায় একটি বিল পাস হয়েছে। গতকাল মঙ্গলবার সর্বসম্মতিক্রমে ‘দ্য অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিল ২০২৪’ (ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল ল’জ অ্যামেন্ডমেন্ট বিল) শীর্ষক বিলটি পাস হয়। এর মধ্য দিয়ে ভারতের প্রথম কোনো রাজ্য হিসেবে এ-সংক্রান্ত কেন্দ্রীয় আইনে সংশোধনীর উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ।
বিধানসভায় পাস হওয়ায় বিলটি এখন গভর্নর তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে পাঠানো হবে। তাঁর অনুমোদনের পর বিলটি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠানো হবে। রাষ্ট্রপতির চূড়ান্ত অনুমোদন পেলে বিলটি আইনে পরিণত হবে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এ বিলের মধ্য দিয়ে আমরা কেন্দ্রীয় আইনের ফাঁকফোকরগুলো বন্ধের চেষ্টা করেছি। তবে ধর্ষণের মতো অপরাধ ঠেকাতে সামাজিক সংস্কার প্রয়োজন।’
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়াল জানিয়েছে, এদিন বিলের মূল বিষয়গুলোও তুলে ধরেন মমতা। এতে বলা হয়েছে, ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর মৃত্যু হলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। ধর্ষণ ও দলবদ্ধ ধর্ষণের ঘটনায় দোষীদের আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড। ঘটনা গুরুতর হলে শাস্তি মৃত্যুদণ্ড ও জরিমানা।
দ্রুত বিচারের ব্যবস্থা রাখা হয়েছে এই বিলে। এফআইআর হওয়ার পর যত দ্রুত তদন্তকাজ শেষ করতে হবে। তদন্তকাজ ২১ দিনের মধ্যে শেষ করতে হবে। এর আগে এ সময়সীমা ছিল দুই মাস। তবে পুলিশ সুপার অথবা সমপদমর্যাদার কেউ লিখিতভাবে যুক্তিযুক্ত কারণ দর্শালে তদন্তের মেয়াদ ১৫ দিন পর্যন্ত বাড়ানো যেতে পারে।
জেলা পর্যায়ে স্পেশাল টাস্কফোর্স গঠন করা হবে। নাম হবে অপরাজিতা টাস্কফোর্স। নেতৃত্বে থাকবেন ডেপুটি পুলিশ সুপার। এ ছাড়াও ধর্ষণের মামলার দ্রুত বিচারের জন্য বিশেষ আদালত ও তদন্ত দল গঠন করা হবে। ৫২টি বিশেষ আদালত গঠনের প্রস্তাব করেছে রাজ্য সরকার। অ্যাসিড আক্রান্তের ঘটনায়ও আমৃত্যু যাবজ্জীবন, ক্ষেত্রবিশেষে মৃত্যুদণ্ডের কথা হয়েছে। যেসব ক্ষেত্রে মেয়েদের রাতের শিফটে কাজ করতে হয়, সেখানে তাঁদের পূর্ণ নিরাপত্তার ওপর জোর দেওয়া হয়েছে।
বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিজেপি বলেছে এভাবে ভারতীয় ন্যায় সংহিতার ধারা সংশোধন করা যায় না; কিন্তু একদিন না একদিন সব রাজ্য আমাদের অনুসরণ করবে।’
সীমান্তবর্তী এলাকার কৃষকদের পাট বা ভুট্টা জাতীয় উঁচু ফসল চাষ না করার অনুরোধ জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ)। বিএসএফের পূর্বাঞ্চলীয় কমান্ড সীমান্তবর্তী জেলার জেলা প্রশাসকদের এ সংক্রান্ত চিঠি দিয়েছে। বিএসএফের
৭ ঘণ্টা আগে২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়ায় প্রায় ৫ লাখ মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ। বাস্তুচ্যুত এসব মানুষের অর্ধেকেরও বেশি বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন। এমন হাজারো বাস্তুচ্যুত শরণার্থীদের মধ্যে একজন মাহা জানুদ। যিনি সিরিয়ার প্রথম নারী ফুটবল কোচ
৭ ঘণ্টা আগেসামনে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সম্মেলনকে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দেশটির এ অবস্থান তুলে ধরেন। ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ৫৫ তম বিজিবি–বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন।
৭ ঘণ্টা আগেপ্রথম ট্রান্সজেন্ডার অভিনেত্রী হিসেবে এবার অস্কারে মনোনয়ন পেয়েছেন কার্লা সোফিয়া গাসকন। এরপরই তাঁর পুরোনো ও বিতর্কিত কয়েকটি টুইট নিয়ে শোরগোল শুরু হয়েছে। ওই টুইটগুলোতে তিনি ধর্ম, ইসলাম, জর্জ ফ্লয়েড, কোভিড-১৯ ভ্যাকসিন এবং অস্কারের বৈচিত্র্য নীতি নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন।
৮ ঘণ্টা আগে