Ajker Patrika

বিবিসির দিল্লি-মুম্বাই কার্যালয়ে ভারতের আয়কর কর্মকর্তাদের অভিযান

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৫: ৪৮
বিবিসির দিল্লি-মুম্বাই কার্যালয়ে ভারতের আয়কর কর্মকর্তাদের অভিযান

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিবিসির তথ্যচিত্র প্রকাশের কয়েক সপ্তাহ পর আজ মঙ্গলবার গণমাধ্যমটির দিল্লি ও মুম্বাই কার্যালয়ে অভিযান চালিয়েছেন ভারতের আয়কর কর্মকর্তারা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নাম প্রকাশ না করে একটি সূত্রের বরাত দিয়ে এনডিটিভি বলেছে, আন্তর্জাতিক কর ও অর্থ স্থানান্তরে অনিয়মের অভিযোগে কর কর্মকর্তারা এই অভিযান চালিয়েছেন। মুম্বাইয়ে বিবিসির স্টুডিওতে অন্তত ২০ জন কর্মকর্তা অভিযান চালিয়েছেন। এ সময় তাঁরা বেশ কিছু নথি জব্দ করেছেন এবং বিবিসির সাংবাদিকদের ফোন ও ল্যাপটপ জব্দ করেছেন। 

তবে কর কর্মকর্তারা এটিকে অভিযান বা তল্লাশি বলতে নারাজ। তাঁরা বলেছেন, এটি একটি সার্ভে বা জরিপ ছিল। জরিপের অংশ হিসেবে ফোনগুলো জব্দ করা হয়েছে। পরে ফেরত দেওয়া হবে। 

ভারতীয় কর কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, আমাদের কর্মকর্তারা একটি সমীক্ষা চালাচ্ছেন। সেই উদ্দেশ্যেই বিবিসি কার্যালয়ে অ্যাকাউন্ট বই পরীক্ষা করতে গিয়েছিলেন। এটি তল্লাশি বা অভিযান নয়। 

এনডিটিভির সূত্র বলেছে, কর কর্মকর্তারা বিবিসির অর্থ বিভাগের কাছে ব্যালান্সশিট ও অ্যাকাউন্টের ব্যাপারে বিস্তারিত জানতে চেয়েছেন। 

২০০২ সালের গুজরাট দাঙ্গায় নরেন্দ্র মোদির ভূমিকা নিয়ে ‘ইন্ডিয়া: দ্য মোদি কোশ্চেন’ নামে একটি তথ্যচিত্র তৈরি করেছে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি)। গত ১৭ জানুয়ারি দুই পর্বের তথ্যচিত্রটির প্রথম পর্ব লন্ডনে প্রকাশ করেছে বিবিসি। এরপর ২৪ জানুয়ারি দেখানো হয়েছে দ্বিতীয় পর্ব। 

‘ইন্ডিয়া: দ্য মোদি কোশ্চেন’ তথ্যচিত্রের প্রথম পর্ব প্রকাশের পর ২১ জানুয়ারি তথ্যপ্রযুক্তি আইনের অধীনে জরুরি ক্ষমতা ব্যবহার করে সরকার এই তথ্যচিত্রের ভিডিও লিংক ব্লক করার জন্য ইউটিউব ও টুইটারকে নির্দেশ দেয়। 

এরপর গোটা ভারত উত্তাল হয়ে ওঠে। দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে প্রদর্শিত হতে থাকে তথ্যচিত্রটি। এর প্রদর্শনী বন্ধ করতে পুলিশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চড়াও হয়। আটক করে অনেক শিক্ষার্থীকে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত