Ajker Patrika

রাজনৈতিক উত্তেজনার মধ্যেই ত্রিপুরায় পৌরসভার ভোটের তারিখ ঘোষণা

কলকাতা প্রতিনিধি
আপডেট : ২২ অক্টোবর ২০২১, ২১: ৫৯
রাজনৈতিক উত্তেজনার মধ্যেই ত্রিপুরায় পৌরসভার ভোটের তারিখ ঘোষণা

ভারতের ত্রিপুরা রাজ্যে প্রচারণায় বেরিয়ে হামলার শিকার হয়েছেন সাংসদ সুস্মিতা দেব। তৃণমূলের অভিযোগ, এই হামলার সঙ্গে বিজেপি জড়িত। বিজেপি অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। আজ শুক্রবার রাজনৈতিক উত্তেজনার মধ্যেই ত্রিপুরার পৌরসভার নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। 

আগরতলা পুরনিগম ছাড়াও রাজ্যের ১৩টি পৌরসভা এবং নয়টি নগর পঞ্চায়েতে নির্বাচন আগামী ২৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। ভোট গণনা ২৮ নভেম্বর। মোট ৩৩৪ আসনে পাঁচ লাখ ৯৪ হাজার ৭৭২ জন ভোটার তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। 

পশ্চিমবঙ্গে তৃতীয়বারের মতো জয়লাভের পর বাংলাভাষী ত্রিপুরা রাজ্যেও নিজেদের আধিপত্য ধরে রাখতে মরিয়া তৃণমূল। আজ শুক্রবার প্রচারণায় নেমেই হামলার শিকার হন তৃণমূলের নেতারা। তৃণমূলের অভিযোগ, সাংসদ সুস্মিতা দেবের গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে আমতলি থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। 

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাতিজা অভিষেক ব্যানার্জি অভিযোগ করেছেন, মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব রাজ্যে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। তাই ত্রিপুরায় নারী সাংসদের ওপরেও হামলা চালানো হচ্ছে। 

তবে তৃণমূলের এসব অভিযোগ অস্বীকার করেছেন ত্রিপুরা বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। তিনি পাল্টা অভিযোগ করে বলেছেন, 'ত্রিপুরায় অশান্তির সৃষ্টির পাঁয়তারা করছে তৃণমূল। রাজ্যবাসীকে শান্ত থাকার অনুরোধ করছি।'      

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত