কলকাতা সংবাদদাতা
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যা মামলার অন্যতম আসামি সিয়াম হোসেনকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন বারাসাত স্পেশাল কোর্ট। আগামী ৫ জুলাই পরবর্তী হাজিরার দিন ধার্য করা হয়েছে।
আজ শনিবার ১৪ দিনের রিমান্ড শেষে (সিআইডি হেফাজত) সিয়ামকে বারাসাত স্পেশাল কোর্টে হাজির করা হলে, সিআইডি কাছে তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চান স্পেশাল কোর্টের বিচারপতি। সবকিছু শোনার পর বিচারক কারাগারে পাঠানো নির্দেশ দেন। তদন্তের স্বার্থে প্রয়োজনে জেলে গিয়ে সিয়ামকে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিআইডি।
৭ জুন পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চল বনগাঁ এলাকা থেকে সিয়ামকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি। সিয়ামের বাড়ি বাংলাদেশের ভোলা জেলার বুরহাদ উদ্দিন গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে। তাঁর বাবা আলাউদ্দিন বালি।
৮ জুন কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সিয়ামকে উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত জেলা ও দায়রা আদালতে তোলা হয়। মামলাটি ওঠে আদালতের ভারপ্রাপ্ত মুখ্য বিচারক সংগীতা লেটের এজলাসে। তদন্তের অগ্রগতির জন্য বিচারপতি ১৪ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেন।
অভিযুক্ত সিয়ামের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৬৪ (হত্যার উদ্দেশ্যে অপহরণ), ৩০২ (অপরাধমূলক নরহত্যা), ২০১ (তথ্যপ্রমাণ লোপাট) এবং ৩৪ (সংঘবদ্ধভাবে অপরাধমূলক কাজ সংঘটিত করা)—এই চার জামিন অযোগ্য ধারায় মামলা দেওয়া হয়েছে।
এর আগে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জিহাদ হাওলাদার নামে একজনকে গ্রেপ্তার করে সিআইডি।
গত ১৩ মে সঞ্জীবা গার্ডেনে এমপি আনারকে খুন করা হয়েছিল বলে অভিযোগ। মনে করা হচ্ছে, সংসদ সদস্য খুন ও লাশ গুমের কাজে যুক্ত ছিলেন এই সিয়াম। নিউ টাউনের অভিজাত ওই সঞ্জীবা গার্ডেনের যে সিসিটিভি ফুটেজ সামনে আসে, সেটিতেও সিয়ামকে দেখা যায়। এই ঘটনায় বাংলাদেশ পুলিশের হাতে গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ করেও সিয়ামের বিষয়টি সামনে আসে।
এই সম্পর্কিত আরও পড়ুন:
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যা মামলার অন্যতম আসামি সিয়াম হোসেনকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন বারাসাত স্পেশাল কোর্ট। আগামী ৫ জুলাই পরবর্তী হাজিরার দিন ধার্য করা হয়েছে।
আজ শনিবার ১৪ দিনের রিমান্ড শেষে (সিআইডি হেফাজত) সিয়ামকে বারাসাত স্পেশাল কোর্টে হাজির করা হলে, সিআইডি কাছে তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চান স্পেশাল কোর্টের বিচারপতি। সবকিছু শোনার পর বিচারক কারাগারে পাঠানো নির্দেশ দেন। তদন্তের স্বার্থে প্রয়োজনে জেলে গিয়ে সিয়ামকে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিআইডি।
৭ জুন পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চল বনগাঁ এলাকা থেকে সিয়ামকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি। সিয়ামের বাড়ি বাংলাদেশের ভোলা জেলার বুরহাদ উদ্দিন গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে। তাঁর বাবা আলাউদ্দিন বালি।
৮ জুন কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সিয়ামকে উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত জেলা ও দায়রা আদালতে তোলা হয়। মামলাটি ওঠে আদালতের ভারপ্রাপ্ত মুখ্য বিচারক সংগীতা লেটের এজলাসে। তদন্তের অগ্রগতির জন্য বিচারপতি ১৪ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেন।
অভিযুক্ত সিয়ামের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৬৪ (হত্যার উদ্দেশ্যে অপহরণ), ৩০২ (অপরাধমূলক নরহত্যা), ২০১ (তথ্যপ্রমাণ লোপাট) এবং ৩৪ (সংঘবদ্ধভাবে অপরাধমূলক কাজ সংঘটিত করা)—এই চার জামিন অযোগ্য ধারায় মামলা দেওয়া হয়েছে।
এর আগে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জিহাদ হাওলাদার নামে একজনকে গ্রেপ্তার করে সিআইডি।
গত ১৩ মে সঞ্জীবা গার্ডেনে এমপি আনারকে খুন করা হয়েছিল বলে অভিযোগ। মনে করা হচ্ছে, সংসদ সদস্য খুন ও লাশ গুমের কাজে যুক্ত ছিলেন এই সিয়াম। নিউ টাউনের অভিজাত ওই সঞ্জীবা গার্ডেনের যে সিসিটিভি ফুটেজ সামনে আসে, সেটিতেও সিয়ামকে দেখা যায়। এই ঘটনায় বাংলাদেশ পুলিশের হাতে গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ করেও সিয়ামের বিষয়টি সামনে আসে।
এই সম্পর্কিত আরও পড়ুন:
ইসরায়েলি হামলায় যখন গাজায় প্রতিদিন পাখির মতো মানুষ মরছে, তখন এমন দাবি করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, শনিবার ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফের হামলায় কমপক্ষে ৫৪ ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে প্রায় দ্বিগুণ। হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি বলে আশঙ্কা কর
২২ মিনিট আগেভারতের উত্তর প্রদেশের আলিগড়ে কিছুদিন আগে ঘটেছিল এক অদ্ভুত ঘটনা। মেয়ের সঙ্গে বিয়ের সবকিছু ঠিক। অনুষ্ঠানের ১০ দিন আগে মেয়ের জামাইয়ের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন মেয়ের মা। এবার ঘটল আরেক ঘটনা। মেয়ের সঙ্গে বিয়ের কথা থাকলেও বিয়ে হলো মায়ের সঙ্গে।
৪৪ মিনিট আগেপাকিস্তানে বসবাসরত অবৈধ বা অনথিভুক্ত আফগান নাগরিকদের দেশত্যাগে সময়সীমা বেঁধে দেওয়ার পর বহু আফগান দেশে ফিরে যেতে বাধ্য হয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৩০ এপ্রিলের সময়সীমা শেষ হওয়ার আগেই চলতি মাসে ১৯ হাজার ৫০০ জনের বেশি আফগানকে পাকিস্তান থেকে ফেরত পাঠানো হয়েছে।
১১ ঘণ্টা আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার সানডে উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। রুশ টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি এ কথা জানান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১৪ ঘণ্টা আগে