Ajker Patrika

ধনী দেশের নাগরিকত্ব নেওয়ায় শীর্ষে ভারতীয়রা, বেশির ভাগই যুক্তরাষ্ট্রে

আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ১৯: ৪৬
ধনী দেশের নাগরিকত্ব নেওয়ায় শীর্ষে ভারতীয়রা, বেশির ভাগই যুক্তরাষ্ট্রে

অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) ধনী দেশগুলোর নাগরিকত্ব নেওয়ার দিক থেকে প্রথম স্থানে চলে এসেছে ভারত। এর সঙ্গে তাল মিলিয়ে একের পর এক ধনী দেশের নাগরিকত্ব নেওয়ায় এগিয়ে আছেন কানাডার নাগরিকেরাও। 

আজ মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্যারিস ইন্টারন্যাশনাল মাইগ্রেশন আউটলুক: ২০২৩-এ প্রকাশিত ওইসিডির এক প্রতিবেদন অনুসারে, ধনী দেশগুলোর নাগরিকত্ব নেওয়ার দিক থেকে তালিকার শীর্ষে রয়েছেন ভারতীয়রা। এ ছাড়া ২০২১ ও ২০২২ সালে ধনী দেশের নাগরিকত্ব নেওয়া ১৭৪ শতাংশ বৃদ্ধির রেকর্ড করেছে কানাডা। 

গত বছরেও সদস্যবহির্ভূত দেশের নাগরিকদের ওইসিডি দেশগুলোর নাগরিকত্ব নেওয়ার সংখ্যা সর্বোচ্চ ছিল। এ সময় ২০২১ সালের তুলনায় ২৫ শতাংশ বেড়ে প্রায় ২৮ লাখ বিদেশি নাগরিক ওইসিডি দেশের নাগরিকত্ব নেন। 

প্রতিবেদনটিতে ২০২২ সালের ডেটার উৎস দেশ সম্পর্কে কোনো তথ্য দেওয়া না থাকলেও, ২০১৯ সাল থেকে ওইসিডিভুক্ত দেশের নাগরিকত্ব নেওয়া বিদেশিদের মধ্যে ভারতীয়রা সর্বোচ্চ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

 ২০২১ সালে প্রায় ১ দশমিক ৩ লাখ ভারতীয় ওইসিডিভুক্ত দেশের নাগরিকত্ব নেন। ২০১৯ সালে এ সংখ্যা ছিল ১ দশমিক ৫ লাখ। ২০২১ সালে এ প্রতিযোগিতায় চীন পঞ্চম স্থান দখল করে। ওই বছর ৫৭ হাজার চীনা ওইসিডি দেশের নাগরিকত্ব নেন। 

৩৮ সদস্যবিশিষ্ট ওইসিডি দেশের মধ্যে যে তিনটি দেশ ভারতীয় অভিবাসীদের সর্বাধিক নাগরিকত্ব দিয়েছে, সেগুলো হলো যুক্তরাষ্ট্র (৫৬ হাজার), অস্ট্রেলিয়া (২৪ হাজার) ও কানাডা (২১ হাজার)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত