অনলাইন ডেস্ক
ভারতের কিছু নাগরিক রুশ সেনাবাহিনীতে সহায়তামূলক চাকরির জন্য নিবন্ধিত হয়েছিল বলে নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ শুক্রবার দিল্লি বলেছে যে, ভারতীয় নাগরিকদের রুশ সেনাবাহিনী থেকে দ্রুত মুক্তি দেওয়া এবং তাদের ইউক্রেন যুদ্ধ থেকে দূরে রাখার ব্যাপারে মস্কোর কাছে আহ্বান জানান হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
ভারতের গণমাধ্যম দ্য হিন্দু গত বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে বলেছিল যে, ২০২৩ সালে কমপক্ষে এক বছর স্থায়ী চুক্তির অধীনে প্রায় ১০০ ভারতীয়কে নিয়োগ করা হয়েছিল রুশ সেনাবাহিনীতে। ভারতের প্রতিবেশী নেপালসহ অনেক দেশের নাগরিকেরা রাশিয়ান সেনাবাহিনীতে কাজ করার সুযোগ চেয়েছিল।
সেখানে আরও বলা হয়, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হয়ে রণক্ষেত্রে লড়ছে ভারতীয়রা। সীমান্তের বিভিন্ন শহরে আটকা পড়ে আছে প্রায় ১৮ জন ভারতীয়। এর মধ্যে অন্তত ৩ ভারতীয়কে রুশ বাহিনীর হয়ে যুদ্ধ করার জন্য বাধ্য করা হয়েছিল।
এই প্রতিবেদন প্রকাশের পরই সংবাদটি নিশ্চিত করে বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে তাদের বিবৃতিতে রুশ সেনাবাহিনীতে কতজন ভারতীয় কর্মরত আছেন সে সংখ্যা বলা হয়নি।
বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘আমরা অবগত আছি যে, কয়েকজন ভারতীয় নাগরিক রাশিয়ান সেনাবাহিনীতে সহায়তামূলক কাজের জন্য নিবন্ধন করেছেন। ভারতীয় দূতাবাস তাদের দ্রুত মুক্তি দেওয়ার জন্য রুশ কর্তৃপক্ষের কাছে বিষয়টি তুলেছে। আমরা সকল ভারতীয় নাগরিকদের যথাযথ সতর্কতা অবলম্বন করতে এবং এই সংঘাত থেকে দূরে থাকার আহ্বান জানাই।’
দ্য হিন্দুর প্রতিবেদনে আরও বলা হয়, দুবাইভিত্তিক নিয়োগকারীরা বেশি বেতন এবং রুশ পাসপোর্টের প্রতিশ্রুতি দিয়ে ভারতীয়দের সঙ্গে প্রতারণা করেছে। ভারতীয় নাগরিকেরা মস্কোতে পৌঁছানোর পর তাদের অস্ত্র ও গোলাবারুদ চালনার প্রশিক্ষণ দেয় রুশ সেনাবাহিনী। এরপর চলতি বছরের জানুয়ারিতে তাদের পাঠানো হয় যুদ্ধক্ষেত্রে।
নয়াদিল্লিতে রুশ দূতাবাস এখনো এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। দুই দেশের মধ্যে রয়েছে ঘনিষ্ঠ প্রতিরক্ষা ও বাণিজ্য সম্পর্ক।
দ্য হিন্দুর প্রতিবেদনটিতে এ রকম এক ভারতীয়র কথা প্রকাশ করা হয়েছে—যিনি প্রত্যাবাসনের জন্য বারবার আবেদন করলেও মস্কোয় ভারতীয় দূতাবাস তাতে কোনো সাড়া দেয়নি।
রুশ সেনাবাহিনীতে কাজ করার সময় কমপক্ষে ১০ জন নেপালি সৈন্য নিহত হওয়ার পর নেপাল গত মাসে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার নাগরিকদের রাশিয়া ও ইউক্রেনে কাজের অনুমতি দেওয়া বন্ধ করেছে।
ভারতের কিছু নাগরিক রুশ সেনাবাহিনীতে সহায়তামূলক চাকরির জন্য নিবন্ধিত হয়েছিল বলে নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ শুক্রবার দিল্লি বলেছে যে, ভারতীয় নাগরিকদের রুশ সেনাবাহিনী থেকে দ্রুত মুক্তি দেওয়া এবং তাদের ইউক্রেন যুদ্ধ থেকে দূরে রাখার ব্যাপারে মস্কোর কাছে আহ্বান জানান হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
ভারতের গণমাধ্যম দ্য হিন্দু গত বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে বলেছিল যে, ২০২৩ সালে কমপক্ষে এক বছর স্থায়ী চুক্তির অধীনে প্রায় ১০০ ভারতীয়কে নিয়োগ করা হয়েছিল রুশ সেনাবাহিনীতে। ভারতের প্রতিবেশী নেপালসহ অনেক দেশের নাগরিকেরা রাশিয়ান সেনাবাহিনীতে কাজ করার সুযোগ চেয়েছিল।
সেখানে আরও বলা হয়, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হয়ে রণক্ষেত্রে লড়ছে ভারতীয়রা। সীমান্তের বিভিন্ন শহরে আটকা পড়ে আছে প্রায় ১৮ জন ভারতীয়। এর মধ্যে অন্তত ৩ ভারতীয়কে রুশ বাহিনীর হয়ে যুদ্ধ করার জন্য বাধ্য করা হয়েছিল।
এই প্রতিবেদন প্রকাশের পরই সংবাদটি নিশ্চিত করে বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে তাদের বিবৃতিতে রুশ সেনাবাহিনীতে কতজন ভারতীয় কর্মরত আছেন সে সংখ্যা বলা হয়নি।
বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘আমরা অবগত আছি যে, কয়েকজন ভারতীয় নাগরিক রাশিয়ান সেনাবাহিনীতে সহায়তামূলক কাজের জন্য নিবন্ধন করেছেন। ভারতীয় দূতাবাস তাদের দ্রুত মুক্তি দেওয়ার জন্য রুশ কর্তৃপক্ষের কাছে বিষয়টি তুলেছে। আমরা সকল ভারতীয় নাগরিকদের যথাযথ সতর্কতা অবলম্বন করতে এবং এই সংঘাত থেকে দূরে থাকার আহ্বান জানাই।’
দ্য হিন্দুর প্রতিবেদনে আরও বলা হয়, দুবাইভিত্তিক নিয়োগকারীরা বেশি বেতন এবং রুশ পাসপোর্টের প্রতিশ্রুতি দিয়ে ভারতীয়দের সঙ্গে প্রতারণা করেছে। ভারতীয় নাগরিকেরা মস্কোতে পৌঁছানোর পর তাদের অস্ত্র ও গোলাবারুদ চালনার প্রশিক্ষণ দেয় রুশ সেনাবাহিনী। এরপর চলতি বছরের জানুয়ারিতে তাদের পাঠানো হয় যুদ্ধক্ষেত্রে।
নয়াদিল্লিতে রুশ দূতাবাস এখনো এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। দুই দেশের মধ্যে রয়েছে ঘনিষ্ঠ প্রতিরক্ষা ও বাণিজ্য সম্পর্ক।
দ্য হিন্দুর প্রতিবেদনটিতে এ রকম এক ভারতীয়র কথা প্রকাশ করা হয়েছে—যিনি প্রত্যাবাসনের জন্য বারবার আবেদন করলেও মস্কোয় ভারতীয় দূতাবাস তাতে কোনো সাড়া দেয়নি।
রুশ সেনাবাহিনীতে কাজ করার সময় কমপক্ষে ১০ জন নেপালি সৈন্য নিহত হওয়ার পর নেপাল গত মাসে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার নাগরিকদের রাশিয়া ও ইউক্রেনে কাজের অনুমতি দেওয়া বন্ধ করেছে।
লিবিয়া থেকে অবৈধ পথে ইতালি যাওয়ার সময় নৌকাডুবিতে অন্তত ২০ বাংলাদেশির প্রাণহানি হয়েছে। ত্রিপোলিতে অবস্থিত বাংলাদেশি দূতাবাস আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছে। দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন, তাঁরা ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করছেন।
২ ঘণ্টা আগেযুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। আজ শনিবার দক্ষিণ গাজার খান ইউনিসে দুজন এবং গাজা সিটিতে অন্য জিম্মিকে রেডক্রসের কাছে হস্তান্তর করে হামাস।
৫ ঘণ্টা আগেবিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক কঠোর পরিশ্রমের জন্য বিখ্যাত। সেই একই নীতি তিনি তাঁর সরকারি দায়িত্বেও প্রয়োগ করছেন। তিনি তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের জানিয়েছেন, তিনি দায়িত্ব পাওয়ার পর বেশ কয়েক দিন ওয়াশিংটনে সরকারি কর্মদক্ষতা বিভাগেই (ডিওজিই) ঘুমিয়েছেন। আর এটি জানতে পেরে প্রেসিডেন্ট ট্রাম্প মাস্ককে হোয়াইট হা
৬ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের আমলাদের দেশটির সরকারি কর্মচারীদের ব্যক্তিগত তথ্যভান্ডারে প্রবেশাধিকার স্থগিত করা হয়েছে। ইলন মাস্কের নেতৃত্বে মার্কিন সরকারি মানবসম্পদ বিভাগ পরিচালনার দায়িত্বে থাকা তাঁর সহযোগীরা এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন বলে জানা গেছে...
৮ ঘণ্টা আগে