Ajker Patrika

ভেঙে পড়ার আগে শতাধিক মানুষের লাফালাফিতে দুলছিল ব্রিজ

আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ২৩: ২৪
ভেঙে পড়ার আগে শতাধিক মানুষের লাফালাফিতে দুলছিল ব্রিজ

ভারতের গুজরাটের মরবিতে ব্রিটিশ আমলের ঐতিহাসিক শতবর্ষী একটি কেব্‌ল ব্রিজ ভেঙে পড়েছে। গত সপ্তাহেই সেতুটি মেরামত করা হয়েছিল। মাত্র চার দিন আগে (২৬ অক্টোবর) এটি পুনরায় চালু করা হয়। এই দুর্ঘটনায় কমপক্ষে ৬০ জন নিহত হয়েছেন। এখনো পানিতে আটকা আছেন শতাধিক মানুষ। আজ রোববার সন্ধ্যা ৬টা ৪২ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি দুর্ঘটনার ২৪ ঘণ্টা আগের একটি ভিডিও শেয়ার করেছে। ওই ভিডিওতে দেখা যায়, শতাধিক মানুষ ব্রিজের ওপর লাফালাফি ও দৌড়াদৌড়ি করছে। কিছু মানুষকে ব্রিজে লাথি মারতেও দেখা যায়। এতে ব্রিজটি জোরেশোরে দোল খেতে থাকে।    

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, নিখোঁজদের খোঁজে ডুবুরিরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। ভেঙে পড়ার সময় সেতুর ওপরে ৫০০ জনের মতো মানুষ ছিল। এই দুর্ঘটনায় অনেকেই আহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, শতাধিক মানুষ এখনো পানিতে আটকা আছেন। গত সপ্তাহেই সেতুটি মেরামত করা হয়েছিল।

গুজরাটের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ব্রিজেশ মের্জা এনডিটিভিকে বলেন, ‘গত সপ্তাহে এটি সংস্কার করা হয়েছিল। এটি ধসে পড়ায় আমরা হতবাক। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’ এই দুর্ঘটনার জন্য তিনি সরকারকে দায়ী করেন।

 

প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহত প্রত্যেক ব্যক্তির পরিবারের জন্য ২ লাখ রুপি ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। আহত প্রতি ব্যক্তির পরিবারকে ৫০ হাজার রুপি করে দেওয়া হবে। এছাড়া রাজ্য সরকার নিহত প্রত্যেক ব্যক্তির পরিবারের জন্য ৪ লাখ ও আহতদের পরিবারের জন্য ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত