Ajker Patrika

দলত্যাগী সংসদ সদস্যদের পেনশন বন্ধ, ভারতীয় রাজ্যে নতুন আইন

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১৯: ২৭
দলত্যাগী সংসদ সদস্যদের পেনশন বন্ধ, ভারতীয় রাজ্যে নতুন আইন

ভারতের হিমাচল প্রদেশের কংগ্রেস নেতৃত্বাধীন সরকার দলত্যাগী বিধায়কদের আর্থিক সুবিধাগুলোকে রোধ করার লক্ষ্যে একটি বিল পাস করেছে। আজ বুধবার ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু হিমাচল প্রদেশ বিধানসভা (সদস্যদের ভাতা ও পেনশন) সংশোধনী বিল-২০২৪ পেশ করলে বিধানসভায় তা পাস হয়।

নতুন আইনে উল্লেখ করা হয়েছে, দলত্যাগ বিরোধী আইনের অধীনে কোনো বিধায়ক অযোগ্য হলে তিনি পেনশন পাওয়ার অধিকারী হবেন না। গতকাল মঙ্গলবার বিধানসভায় উত্থাপিত এই বিলটি ভারতীয় সংবিধানের ১০তম তফসিলের আলোকে করা হয়েছে।

বিলে বলা হয়েছে, ‘সংবিধানের ১০তম তফসিলের অধীনে কোনো ব্যক্তিকে অযোগ্য ঘোষণা করা হলে, এই আইনের অধীনে তিনি পেনশন পাওয়ার অধিকারী হবেন না।’ নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে দলীয় পরিবর্তনকে নিরুৎসাহিত করতেই এই আইনের নকশা করা হয়েছে।

হিমাচল প্রদেশে নতুন আইন তৈরির প্রেক্ষাপট তৈরি হয়েছিল চলতি বছরের শুরুর দিকেই। সে সময় সুধীর শর্মা, রবি ঠাকুর, রাজিন্দর রানা, ইন্দর দত্ত লখনপাল, চেতন্য শর্মা ও দেবিন্দর কুমার—এই ছয় কংগ্রেস বিধায়ককে অযোগ্য ঘোষণা করা হয়েছিল। একটি সমালোচনামূলক বাজেট আলোচনার সময় পার্টির হুইপকে অস্বীকার করার জন্যই তাঁরা শাস্তিপ্রাপ্ত হয়েছিলেন। যদিও শর্মা এবং লখনপাল পরে উপনির্বাচনের মাধ্যমে তাঁদের অবস্থান পুনরুদ্ধার করেছিলেন। বাকি চারজন পুনর্নির্বাচিত হতে ব্যর্থ হন।

নতুন আইনটি হিমাচল প্রদেশের রাজনৈতিক উত্তেজনাকে নির্দেশ করে। বিশেষ করে গত ফেব্রুয়ারিতে রাজ্যসভা নির্বাচনের সময় বিজেপি মনোনীত প্রার্থীর পক্ষে ওই ছয় বিধায়কের বিতর্কিত ভোটের পড়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত