ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে এক অটোচালকের প্রতারণার ফাঁদে পড়েছিলেন এক বাংলাদেশি ভ্লগার ও তাঁর বান্ধবী। বিষয়টি ফিজের বুক পকেটে রাখা ক্যামেরায় ধরা পড়ে। পরে পশ্চিমবঙ্গের এক ভ্লগার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) শেয়ার করলে তা বেঙ্গালুরু পুলিশের নজরে আসে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পশ্চিমবঙ্গের কলকাতার ভ্লগার মৃত্যুঞ্জয় এক্সে শেয়ার করা ভিডিওটির ক্যাপশনে লিখেছেন, ‘বাংলাদেশ ভ্লগার ও তাঁর বান্ধবী বেঙ্গালুরু প্যালেসে বেড়াতে গিয়েছিলেন। সেখানে যাওয়ার পথে স্থানীয় এক অটোচালক তাঁদের সঙ্গে প্রতারণা করেন। আমরা কী এভাবেই বিদেশিদের সঙ্গে ব্যবহার করি?’
ভিডিও থেকে জানা যায়, মোহাম্মদ ফিজ নামে বাংলাদেশি ওই ভ্লগার ও তাঁর বান্ধবী অটোরিকশায় বেঙ্গালুরুর বিভিন্ন দর্শনীয় স্থান দেখার সিদ্ধান্ত নেন। প্রথমে তাঁরা দুজনে ওই অটোচালকের সঙ্গে কথা বলে ঠিক করেন যে, তাঁরা মিটারে যা ভাড়া আসবে তা-ই দেবেন। অটোচালকও রাজি হয়ে যান। গন্তব্যে পৌঁছার পর দেখা যায়, মিটারে ভাড়া এসেছে ৩২০ রুপি।
ভাড়া পরিশোধ করতে গিয়ে ফিজ অটোচালককে ৫০০ রুপির নোট দেন। এ সময় অটোচালক তাঁর জামার আস্তিনে সেই ৫০০ রুপির নোট লুকিয়ে রেখে দাবি করেন যে, ফিজ তাঁকে ১০০ রুপি দিয়েছেন। পরে ফিজ তাঁকে আবারও একটি ৫০০ রুপির নোট দিয়ে ভাড়া মেটান। পরে ফিজ যখন তাঁর ভিডিও এডিট করতে যান, তখন দেখতে পান যে, অটোচালক তাঁকে ঠকিয়েছেন। তিনি প্রতারণার শিকার হয়েছেন।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ভিডিওতে ফিজকে বলতে শোনা যায়, ‘ভালো করে দেখুন, অটোচালকের অপর হাতে আগে থেকেই ১০০ রুপির একটি নোট ছিল। এমনকি আমার ওয়ালেট বের করার আগেও তাঁর হাতে সেই টাকা ছিল।’ ফিজ আরও বলেন, ‘দেখুন, সে আমার ৫০০ রুপির নোট নিয়ে তাঁর আস্তিনে লুকিয়ে অপর হাতের ১০০ রুপির নোট দেখিয়ে বলছে ভাড়া হয়েছে ৩২০ রুপি।’
ফিজ ভিডিওতে আরও বলেন, ‘প্রথমে আমার মনে হয়েছে, আমিই হয়তো প্রথমে ৫০০ রুপির নোট মনে করে ১০০ রুপির নোট দিয়েছি। তাই পরে আরও একটি ৫০০ রুপির নোট দিয়েছি।’ এ সময় তিনি অ্যাপভিত্তিক রাইড শেয়ারের গাড়ি না নেওয়ার জন্যও আক্ষেপ করেন।
এদিকে, মৃত্যুঞ্জয় তাঁর ভিডিওতে বেঙ্গালুরু পুলিশকে ট্যাগ করার পরপরই অ্যাকশনে নামে পুলিশ। গ্রেপ্তার করা হয় সেই অটোচালককে। পরে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ওই অটোচালককে সদাশিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে এক অটোচালকের প্রতারণার ফাঁদে পড়েছিলেন এক বাংলাদেশি ভ্লগার ও তাঁর বান্ধবী। বিষয়টি ফিজের বুক পকেটে রাখা ক্যামেরায় ধরা পড়ে। পরে পশ্চিমবঙ্গের এক ভ্লগার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) শেয়ার করলে তা বেঙ্গালুরু পুলিশের নজরে আসে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পশ্চিমবঙ্গের কলকাতার ভ্লগার মৃত্যুঞ্জয় এক্সে শেয়ার করা ভিডিওটির ক্যাপশনে লিখেছেন, ‘বাংলাদেশ ভ্লগার ও তাঁর বান্ধবী বেঙ্গালুরু প্যালেসে বেড়াতে গিয়েছিলেন। সেখানে যাওয়ার পথে স্থানীয় এক অটোচালক তাঁদের সঙ্গে প্রতারণা করেন। আমরা কী এভাবেই বিদেশিদের সঙ্গে ব্যবহার করি?’
ভিডিও থেকে জানা যায়, মোহাম্মদ ফিজ নামে বাংলাদেশি ওই ভ্লগার ও তাঁর বান্ধবী অটোরিকশায় বেঙ্গালুরুর বিভিন্ন দর্শনীয় স্থান দেখার সিদ্ধান্ত নেন। প্রথমে তাঁরা দুজনে ওই অটোচালকের সঙ্গে কথা বলে ঠিক করেন যে, তাঁরা মিটারে যা ভাড়া আসবে তা-ই দেবেন। অটোচালকও রাজি হয়ে যান। গন্তব্যে পৌঁছার পর দেখা যায়, মিটারে ভাড়া এসেছে ৩২০ রুপি।
ভাড়া পরিশোধ করতে গিয়ে ফিজ অটোচালককে ৫০০ রুপির নোট দেন। এ সময় অটোচালক তাঁর জামার আস্তিনে সেই ৫০০ রুপির নোট লুকিয়ে রেখে দাবি করেন যে, ফিজ তাঁকে ১০০ রুপি দিয়েছেন। পরে ফিজ তাঁকে আবারও একটি ৫০০ রুপির নোট দিয়ে ভাড়া মেটান। পরে ফিজ যখন তাঁর ভিডিও এডিট করতে যান, তখন দেখতে পান যে, অটোচালক তাঁকে ঠকিয়েছেন। তিনি প্রতারণার শিকার হয়েছেন।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ভিডিওতে ফিজকে বলতে শোনা যায়, ‘ভালো করে দেখুন, অটোচালকের অপর হাতে আগে থেকেই ১০০ রুপির একটি নোট ছিল। এমনকি আমার ওয়ালেট বের করার আগেও তাঁর হাতে সেই টাকা ছিল।’ ফিজ আরও বলেন, ‘দেখুন, সে আমার ৫০০ রুপির নোট নিয়ে তাঁর আস্তিনে লুকিয়ে অপর হাতের ১০০ রুপির নোট দেখিয়ে বলছে ভাড়া হয়েছে ৩২০ রুপি।’
ফিজ ভিডিওতে আরও বলেন, ‘প্রথমে আমার মনে হয়েছে, আমিই হয়তো প্রথমে ৫০০ রুপির নোট মনে করে ১০০ রুপির নোট দিয়েছি। তাই পরে আরও একটি ৫০০ রুপির নোট দিয়েছি।’ এ সময় তিনি অ্যাপভিত্তিক রাইড শেয়ারের গাড়ি না নেওয়ার জন্যও আক্ষেপ করেন।
এদিকে, মৃত্যুঞ্জয় তাঁর ভিডিওতে বেঙ্গালুরু পুলিশকে ট্যাগ করার পরপরই অ্যাকশনে নামে পুলিশ। গ্রেপ্তার করা হয় সেই অটোচালককে। পরে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ওই অটোচালককে সদাশিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
নৌকাটির বেশির ভাগ যাত্রীই রাজধানী হ্যানয় থেকে আসা ভিয়েতনামী পরিবারের বলে জানা গেছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ভারী বৃষ্টিপাত উদ্ধার অভিযানকে বাধাগ্রস্ত করছে। তবে, এখন পর্যন্ত ১১ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
৯ ঘণ্টা আগে‘প্যালেস্টাইন অ্যাকশন’ সংগঠনটির সদস্যপদ বা সমর্থন এখন একটি ফৌজদারি অপরাধ। সন্ত্রাসবাদ আইন, ২০০০-এর অধীনে এ জন্য ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
১০ ঘণ্টা আগেভারত ও বাংলাদেশের আপত্তি উপেক্ষা করে আঞ্চলিক অভিন্ন নদ ব্রহ্মপুত্রের উজানে বিশ্বের সর্ববৃহৎ বাঁধ নির্মাণের কাজ শুরু করেছে চীন। আজ শনিবার তিব্বতের ভেতর দিয়ে প্রবাহিত এই নদে বিশাল জলবিদ্যুৎ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। বার্তা সংস্থা এএফপি এসব তথ্য জানিয়েছে।
১০ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ব্যস্ত একটি নাইট ক্লাবের বাইরে অপেক্ষারত মানুষের ভিড়ের ওপর গাড়ি উঠে অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শহরের ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, শনিবার (১৯ জুলাই) স্থানীয় সময় রাত দুইটার দিকে সান্তা মনিকা শহরের প্রশস্ত সড়কের পাশে
১১ ঘণ্টা আগে