Ajker Patrika

রাহুলের ‘ন্যায় যাত্রা’ আসামেই থামিয়ে দিতে চায় বিজেপি!

অনলাইন ডেস্ক
আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ০০: ৪৩
Thumbnail image

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে ‘ভারত জড়ো ন্যায় যাত্রা’ আজ শুক্রবার ষষ্ঠ দিন অতিক্রম করেছে। মণিপুর থেকে শুরু হওয়া ৬৬ দিনের এই যাত্রা ৬ হাজার ৭১৩ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভারতের মহারাষ্ট্রে গিয়ে শেষ হবে। যাত্রা শুরুর ৬ দিন পর শুক্রবার ভারতের আসামে অবস্থান করছিল রাহুলের নেতৃত্বাধীন দলটি। আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত আসামের বিভিন্ন অঞ্চলে তারা সভা করবে। কিন্তু দলটিকে আসামেই আটকে দিতে চাচ্ছে ক্ষমতাসীন বিজেপি—এমন অভিযোগ কংগ্রেসের। 

এ বিসয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আসামের পুলিশ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ন্যায় যাত্রার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। 

আসাম পুলিশের এক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ সংস্থা পিটিআই এই তথ্য নিশ্চিত করেছে। পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ন্যায় যাত্রার রুট পরিবর্তন করেছেন রাহুল। অনুমতি অনুযায়ী, যাত্রাটি কেবি রোডের দিকে যাওয়ার কথা ছিল। কিন্তু এর বদলে শহরের ভিন্ন পথ দিয়ে যায় রাহুলের বাহিনী। এতে পুরো এলাকায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। হঠাৎ বিপুলসংখ্যক মানুষের পদচারণায় রাস্তার মধ্যে স্থানীয় কিছু মানুষের পদপিষ্ট হওয়ার দশা হয়। এরই ধারাবাহিতায় রাজ্যের জোরহাট শহরে ন্যায় যাত্রার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 

এদিকে ওই লিখিত অভিযোগ নিয়ে আসামের বিজেপি দলীয় মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মার সরকারকে আক্রমণ করেছে কংগ্রেস। বিরোধী নেতা দেবব্রত সাইকিয়া পিটিআইকে বলেছেন—যাত্রাকে বিলম্বিত করার চক্রান্ত হিসেবেই ওই অভিযোগ দায়ের করা হয়েছে। 

এর আগে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও রাহুলের রুট নিয়ে সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন, ‘আমরা বলেছি শহরের ভেতর দিয়ে যাত্রা যেতে হবে না। একটি মেডিকেল কলেজ ও নার্সিং হোম আছে। বিকল্প পথে যাত্রার অনুমতি দেওয়া হবে। শহরের ভেতর দিয়ে যাওয়ার চেষ্টা করলে আমরা পুলিশি ব্যবস্থা নেব।’ 

যাত্রা ষষ্ঠ দিনে কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী আসামের শিবসাগর জেলায় অনুষ্ঠিত একটি সভায় দাবি করেছেন, রাজ্যটির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দেশের সবচেয়ে বড় দুর্নীতিবাজ।’ 

ভারত জড়ো ন্যায় যাত্রার আসাম পৌঁছানোর খবর দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাক্সে রাহুল গান্ধী লিখেছেন, ‘আমি মণিপুর এবং নাগাল্যান্ডের মানুষের কাছ থেকে যতটা ভালোবাসা পেয়েছি তা ভাষায় প্রকাশ করা কঠিন। আমাদের লক্ষ্য হল আপনার কষ্ট, আপনার সমস্যা এবং আপনার সঙ্গে ঘটা ভয়ানক অবিচারকে ন্যায় বিচার দেওয়া।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত