Ajker Patrika

মমতাকে অভিনন্দন জানালেন মোদি ও অমিত শাহ

মমতাকে অভিনন্দন জানালেন মোদি ও অমিত শাহ

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভূমিধস বিজয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। বলতে গেলে একাই লড়ে দলকে জিতিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী প্রচারণার শুরু থেকে বিজেপি এবার ক্ষমতায় আসার দৃঢ় আত্মবিশ্বাস দেখালেও লড়াইয়ের অবস্থানেও আসতে পারেনি তারা।

আজ রোববার সকালে ভোট গণনা শুরু হয়। এ পর্যন্ত পাওয়া খবরে দেখা যাচ্ছে, রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে ২৯২টির প্রাপ্ত ফলাফল অনুযায়ী তৃণমূল ২১৬টি আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছে। যেখানে সরকার গঠনে দরকার ১৪৮টি আসন। ফলে বিধানসভায় একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে তৃণমূল কংগ্রেস।

আজ সকালে প্রথমে পোস্টাল ব্যালটের গণনা শুরু হয়। এনডিটিভির দেয়া তথ্যমতে, বেসরকারি ফলাফল অনুযায়ী প্রাপ্ত ফলাফলে ২১৬টি আসনে বিজয়ী তৃণমূল। অন্যদিকে বিজেপি জিতেছে ৭৫টি আসনে।

তৃণমূলের এই অভাবনীয় জয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপির সাবেক সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন নরেন্দ্র মোদি। সেই সঙ্গে ‘মানুষের সমর্থনে রাজ্যে বিজেপির উত্থান’-এরও প্রশংসা করেছেন তিনি। বাংলা উন্নয়ন এবং কোভিড নিয়ন্ত্রণে সব ধরনের সহযোগিতা করারও আশ্বাস দিয়েছেন মোদি।

‘বাংলায় মানুষের রায়কে সম্মান’ জানিয়ে টুইট করেছেন অমিত শাহ। রাজ্যে বিজেপিকে শক্তিশালী করার জন্য তিনিও রাজ্যবাসীকে ধন্যবাদ জানিয়েছেন।

এর আগেই মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। 'আরও একবার বিধানসভা নির্বাচনে জয়লাভ করার জন্য মমতা দিদি এবং তৃণমূলকে শুভেচ্ছা। আপনাকে আপনার সরকারের পরবর্তী মেয়াদের জন্য শুভকামনা জানাই’, টুইটে বলেন নির্মলা।

বিজেপির বর্ষিয়ান নেতা ও কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং টুইটে বলেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর দলের বিপুল জয়ের জন্য অভিনন্দন। তাঁর পরবর্তী রাজনৈতিক জীবনের জন্য আমার শুভেচ্ছা’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত