অনলাইন ডেস্ক
কাশির সিরাপ খেয়ে গাম্বিয়ায় ৬৬ জন শিশুর মৃত্যুর সঙ্গে ভারতের মেইডেন ফার্মাসিউটিক্যালসের তৈরি করা চারটি কাশির সিরাপের সম্পৃক্ততা রয়েছে বলে গত অক্টোবরে অভিযোগ করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে সম্প্রতি ভারত সেই অভিযোগ অস্বীকার করে বলেছে, ওই চারটি সিরাপ পরীক্ষা করে দেখা গেছে, সব নিরাপত্তা বৈশিষ্ট্য মেনেই সিরাপগুলো তৈরি করা হয়েছে।
এক বিবৃতিতে ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা বলেছে, অভিযোগ উত্থাপন করলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কোনো প্রমাণ দেখাতে পারেনি।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি আজ এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়ে বলেছে, আফ্রিকার দেশগুলোতে জেনেরিক ওষুধের প্রধান সরবরাহকারী দেশ হচ্ছে ভারত।
গত ১৩ ডিসেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থার রেগুলেশন এবং প্রিকোয়ালিফিকেশন বিভাগের পরিচালক রজেরিও গাসপারকে সম্বোধন করে একটি চিঠি লিখেছেন ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থার জেনারেল ড. ভিজি সোমানি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় সেই চিঠির অনুলিপি সাংবাদিকদের কাছে প্রকাশ করেছে।
চিঠিতে বলা হয়েছে, গত অক্টোবরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতীয় কাশির সিরাপের ওপর সতর্কতা জারি করলে ভারত ওই সব সিরাপ নিয়ে তদন্ত শুরু করে। সিরাপগুলোর নমুনা পরীক্ষা করে দেখা গেছে, সেগুলোতে কোনো দূষিত যৌগ উপাদান নেই। পরীক্ষার ফলাফল ভারতীয় বিশেষজ্ঞদের একটি প্যানেল দ্বারা আরও অধিকতর পরীক্ষা করা হচ্ছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত অক্টোবরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল, কাশির সিরাপগুলোর নমুনা তারা পরীক্ষা করেছে এবং সিরাপগুলোতে অগ্রহণযোগ্য পরিমাণে ডাইথাইলিন গ্লাইকল ও ইথিলিন গ্লাইকল পাওয়া গেছে।
ড. ভিজি সোমানির লেখা চিঠিতে আরও বলা হয়েছে, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার অক্টোবরের বিবৃতিটি আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। এতে ভারতের ওষুধশিল্পের সুনাম ক্ষুণ্ন হয়েছে।’
কাশির সিরাপ খেয়ে গাম্বিয়ায় ৬৬ জন শিশুর মৃত্যুর সঙ্গে ভারতের মেইডেন ফার্মাসিউটিক্যালসের তৈরি করা চারটি কাশির সিরাপের সম্পৃক্ততা রয়েছে বলে গত অক্টোবরে অভিযোগ করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে সম্প্রতি ভারত সেই অভিযোগ অস্বীকার করে বলেছে, ওই চারটি সিরাপ পরীক্ষা করে দেখা গেছে, সব নিরাপত্তা বৈশিষ্ট্য মেনেই সিরাপগুলো তৈরি করা হয়েছে।
এক বিবৃতিতে ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা বলেছে, অভিযোগ উত্থাপন করলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কোনো প্রমাণ দেখাতে পারেনি।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি আজ এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়ে বলেছে, আফ্রিকার দেশগুলোতে জেনেরিক ওষুধের প্রধান সরবরাহকারী দেশ হচ্ছে ভারত।
গত ১৩ ডিসেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থার রেগুলেশন এবং প্রিকোয়ালিফিকেশন বিভাগের পরিচালক রজেরিও গাসপারকে সম্বোধন করে একটি চিঠি লিখেছেন ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থার জেনারেল ড. ভিজি সোমানি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় সেই চিঠির অনুলিপি সাংবাদিকদের কাছে প্রকাশ করেছে।
চিঠিতে বলা হয়েছে, গত অক্টোবরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতীয় কাশির সিরাপের ওপর সতর্কতা জারি করলে ভারত ওই সব সিরাপ নিয়ে তদন্ত শুরু করে। সিরাপগুলোর নমুনা পরীক্ষা করে দেখা গেছে, সেগুলোতে কোনো দূষিত যৌগ উপাদান নেই। পরীক্ষার ফলাফল ভারতীয় বিশেষজ্ঞদের একটি প্যানেল দ্বারা আরও অধিকতর পরীক্ষা করা হচ্ছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত অক্টোবরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল, কাশির সিরাপগুলোর নমুনা তারা পরীক্ষা করেছে এবং সিরাপগুলোতে অগ্রহণযোগ্য পরিমাণে ডাইথাইলিন গ্লাইকল ও ইথিলিন গ্লাইকল পাওয়া গেছে।
ড. ভিজি সোমানির লেখা চিঠিতে আরও বলা হয়েছে, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার অক্টোবরের বিবৃতিটি আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। এতে ভারতের ওষুধশিল্পের সুনাম ক্ষুণ্ন হয়েছে।’
সীমান্তবর্তী এলাকার কৃষকদের পাট বা ভুট্টা জাতীয় উঁচু ফসল চাষ না করার অনুরোধ জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ)। বিএসএফের পূর্বাঞ্চলীয় কমান্ড সীমান্তবর্তী জেলার জেলা প্রশাসকদের এ সংক্রান্ত চিঠি দিয়েছে। বিএসএফের
৭ ঘণ্টা আগে২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়ায় প্রায় ৫ লাখ মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ। বাস্তুচ্যুত এসব মানুষের অর্ধেকেরও বেশি বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন। এমন হাজারো বাস্তুচ্যুত শরণার্থীদের মধ্যে একজন মাহা জানুদ। যিনি সিরিয়ার প্রথম নারী ফুটবল কোচ
৮ ঘণ্টা আগেসামনে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সম্মেলনকে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দেশটির এ অবস্থান তুলে ধরেন। ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ৫৫ তম বিজিবি–বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন।
৮ ঘণ্টা আগেপ্রথম ট্রান্সজেন্ডার অভিনেত্রী হিসেবে এবার অস্কারে মনোনয়ন পেয়েছেন কার্লা সোফিয়া গাসকন। এরপরই তাঁর পুরোনো ও বিতর্কিত কয়েকটি টুইট নিয়ে শোরগোল শুরু হয়েছে। ওই টুইটগুলোতে তিনি ধর্ম, ইসলাম, জর্জ ফ্লয়েড, কোভিড-১৯ ভ্যাকসিন এবং অস্কারের বৈচিত্র্য নীতি নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন।
৮ ঘণ্টা আগে