কাশির সিরাপ খেয়ে গাম্বিয়ায় ৬৬ জন শিশুর মৃত্যুর সঙ্গে ভারতের মেইডেন ফার্মাসিউটিক্যালসের তৈরি করা চারটি কাশির সিরাপের সম্পৃক্ততা রয়েছে বলে গত অক্টোবরে অভিযোগ করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে সম্প্রতি ভারত সেই অভিযোগ অস্বীকার করে বলেছে, ওই চারটি সিরাপ পরীক্ষা করে দেখা গেছে, সব নিরাপত্তা বৈশিষ্ট্য মেনেই সিরাপগুলো তৈরি করা হয়েছে।
এক বিবৃতিতে ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা বলেছে, অভিযোগ উত্থাপন করলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কোনো প্রমাণ দেখাতে পারেনি।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি আজ এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়ে বলেছে, আফ্রিকার দেশগুলোতে জেনেরিক ওষুধের প্রধান সরবরাহকারী দেশ হচ্ছে ভারত।
গত ১৩ ডিসেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থার রেগুলেশন এবং প্রিকোয়ালিফিকেশন বিভাগের পরিচালক রজেরিও গাসপারকে সম্বোধন করে একটি চিঠি লিখেছেন ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থার জেনারেল ড. ভিজি সোমানি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় সেই চিঠির অনুলিপি সাংবাদিকদের কাছে প্রকাশ করেছে।
চিঠিতে বলা হয়েছে, গত অক্টোবরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতীয় কাশির সিরাপের ওপর সতর্কতা জারি করলে ভারত ওই সব সিরাপ নিয়ে তদন্ত শুরু করে। সিরাপগুলোর নমুনা পরীক্ষা করে দেখা গেছে, সেগুলোতে কোনো দূষিত যৌগ উপাদান নেই। পরীক্ষার ফলাফল ভারতীয় বিশেষজ্ঞদের একটি প্যানেল দ্বারা আরও অধিকতর পরীক্ষা করা হচ্ছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত অক্টোবরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল, কাশির সিরাপগুলোর নমুনা তারা পরীক্ষা করেছে এবং সিরাপগুলোতে অগ্রহণযোগ্য পরিমাণে ডাইথাইলিন গ্লাইকল ও ইথিলিন গ্লাইকল পাওয়া গেছে।
ড. ভিজি সোমানির লেখা চিঠিতে আরও বলা হয়েছে, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার অক্টোবরের বিবৃতিটি আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। এতে ভারতের ওষুধশিল্পের সুনাম ক্ষুণ্ন হয়েছে।’
কাশির সিরাপ খেয়ে গাম্বিয়ায় ৬৬ জন শিশুর মৃত্যুর সঙ্গে ভারতের মেইডেন ফার্মাসিউটিক্যালসের তৈরি করা চারটি কাশির সিরাপের সম্পৃক্ততা রয়েছে বলে গত অক্টোবরে অভিযোগ করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে সম্প্রতি ভারত সেই অভিযোগ অস্বীকার করে বলেছে, ওই চারটি সিরাপ পরীক্ষা করে দেখা গেছে, সব নিরাপত্তা বৈশিষ্ট্য মেনেই সিরাপগুলো তৈরি করা হয়েছে।
এক বিবৃতিতে ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা বলেছে, অভিযোগ উত্থাপন করলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কোনো প্রমাণ দেখাতে পারেনি।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি আজ এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়ে বলেছে, আফ্রিকার দেশগুলোতে জেনেরিক ওষুধের প্রধান সরবরাহকারী দেশ হচ্ছে ভারত।
গত ১৩ ডিসেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থার রেগুলেশন এবং প্রিকোয়ালিফিকেশন বিভাগের পরিচালক রজেরিও গাসপারকে সম্বোধন করে একটি চিঠি লিখেছেন ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থার জেনারেল ড. ভিজি সোমানি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় সেই চিঠির অনুলিপি সাংবাদিকদের কাছে প্রকাশ করেছে।
চিঠিতে বলা হয়েছে, গত অক্টোবরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতীয় কাশির সিরাপের ওপর সতর্কতা জারি করলে ভারত ওই সব সিরাপ নিয়ে তদন্ত শুরু করে। সিরাপগুলোর নমুনা পরীক্ষা করে দেখা গেছে, সেগুলোতে কোনো দূষিত যৌগ উপাদান নেই। পরীক্ষার ফলাফল ভারতীয় বিশেষজ্ঞদের একটি প্যানেল দ্বারা আরও অধিকতর পরীক্ষা করা হচ্ছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত অক্টোবরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল, কাশির সিরাপগুলোর নমুনা তারা পরীক্ষা করেছে এবং সিরাপগুলোতে অগ্রহণযোগ্য পরিমাণে ডাইথাইলিন গ্লাইকল ও ইথিলিন গ্লাইকল পাওয়া গেছে।
ড. ভিজি সোমানির লেখা চিঠিতে আরও বলা হয়েছে, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার অক্টোবরের বিবৃতিটি আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। এতে ভারতের ওষুধশিল্পের সুনাম ক্ষুণ্ন হয়েছে।’
ইসরায়েল যদি গাজায় চলমান যুদ্ধ ও মানবিক বিপর্যয় থামাতে কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য। এমন ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে
১ ঘণ্টা আগেগাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার আগ্রাসনে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৬০ হাজার ছাড়িয়ে গেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৬০ হাজার ৩৪ জন। এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
১ ঘণ্টা আগেরাশিয়ায় ভয়াবহ এক ভূমিকম্প আঘাত হেনেছে, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৮ দশমিক ৮। এই শক্তিশালী কম্পনের পর একাধিক দেশে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। ধারণা করা হচ্ছে, এটি সাম্প্রতিক কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।
২ ঘণ্টা আগেআজ থেকে ৪৪ বছর আগে ১৯৮১ সালের ২৯ জুলাই সেন্ট পল’স ক্যাথেড্রালে প্রিন্স চার্লসকে (বর্তমান ব্রিটিশ রাজা) বিয়ে করেছিলেন প্রিন্সেস ডায়ানা। রাজকীয় পোশাক ও ২৫ ফুট লম্বা ট্রেন ছাপিয়ে সেদিন সবার নজর কেড়ে নেয় ডায়ানার মাথার ঝলমলে টায়রা।
১০ ঘণ্টা আগে