জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে থানার ভেতরে শিবসেনার এক নেতাকে পুলিশের সামনে গুলি করেছেন কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির এক বিধায়ক। গতকাল শুক্রবার রাতে সংসদীয় এলাকা কল্যাণের আওতাধীন উল্লাসনগরে এ ঘটনা ঘটে বলে এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গুলিতে আহত মহেশ গায়কোয়াড় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের দল শিবসেনার নেতা। মহারাষ্ট্রের জোট সরকারে শিবসেনার শরিক বিজেপি।
এই ঘটনার পর বিজেপি বিধায়ককে গ্রেপ্তার করেছে পুলিশ। বিধায়ক গণপত গায়কোয়াড়ের দাবি, আত্মরক্ষার্থে গুলি করেছেন তিনি। থানার ভেতরে পুলিশের সামনে ছেলেকে মারধর করতে দেখে বাধ্য হয়ে তিনি গুলি করেছে। এর জন্য তাঁর কোনো অনুশোচনা নেই।
গণপত গায়কোয়াড় গণমাধ্যমকে বলেন, ‘হ্যাঁ, আমি নিজ হাতে তাঁকে গুলি করেছি। আমার কোনো অনুশোচনা নেই। আমার ছেলেকে যদি থানার ভেতরে পুলিশের সামনে মারধর করা হয়, আমি এটাই করব।’
গণপত গায়কোয়াড় মুখ্যমন্ত্রী শিন্ডেকে উদ্দেশ করে বলেন, ‘শিন্ডে মহারাষ্ট্রে অপরাধীদের রাজ্য গড়ে তোলার চেষ্টা করছেন।’
গণপত হয়, ‘শিন্ডে সাহেব উদ্ধব (ঠাকরে) সাহেবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, তিনি বিজেপির সঙ্গেও বিশ্বাসঘাতকতা করবেন। আমি তাঁর কাছে কয়েক কোটি রুপি পাই। মহারাষ্ট্রের প্রশাসনে সুব্যবস্থাপনা চাইলে শিন্ডেকে পদত্যাগ করতে হবে। আমি দেবেন্দ্র ফাড়নবিশ (উপমুখ্যমন্ত্রী) ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে বিনীত অনুরোধ করছি।’
স্পষ্ট বিজেপির এ বিধায়ক একনাথ শিন্ডের ২০২২ সালের বিদ্রোহের কথা উল্লেখ করেছেন। ওই সময় তাঁর নেতৃত্বে ক্ষমতাসীন শিবসেনার একটি অংশ বেরিয়ে যায়। উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে। এরপর বিজেপির সঙ্গে জোট করে সরকার গঠন করেন একনাথ শিন্ডে।
মুখ্যমন্ত্রীর শিন্ডের ছেলে সংসদ সদস্য শ্রীকান্ত শিন্ডের বিরুদ্ধে তাঁর কাজের কৃতিত্ব ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করেন বিজেপি নেতা গণপত। তিনি বলেন, ‘একনাথ শিন্ডে যদি মুখ্যমন্ত্রী থাকেন, তাহলে মহারাষ্ট্রে কেবল অপরাধীই জন্ম নেবে। তিনি আমার মতো ভালো মানুষকেও আজ অপরাধী বানিয়ে দিয়েছেন।’
গণপত গায়কোয়াড় বলেন, তাঁর ছেলে থানায় মামলা করতে গেলে শিবসেনা দলের কর্মীরা তাঁকে মারধর শুরু করে। এ কারণে তিনি তাঁদের লক্ষ্য করে গুলি চালান। তাঁর দাবি, তিনি থানায় পাঁচ রাউন্ড গুলি করেছেন।
যে জমি ঘিরে এ বিরোধ তা বিধায়ক গণপত গায়কোয়াড় ১০ বছর আগে কিনেছিলেন। এ জমি নিয়ে কিছু আইনি জটিলতা থাকলেও তিনি আদালতে মামলায় জিতে যান। এরপর মহেশ গায়কোয়াড় জোরপূর্বক তা দখল করেন।
পুলিশ বলছে, গণগত গায়কোয়াড় এবং আরও দুজনকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। আহত শিব সেনা নেতা এখনো গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।
এ ঘটনায় মহারাষ্ট্র সরকারকে একহাত নেওয়ার নতুন হাতিয়ার পেয়েছেন উদ্ধব ঠাকরে। তাঁর দলের মুখপাত্র আনন্দ দুবে বলেন, ‘বিজেপির বিধায়ক থানায় পুলিশের সামনে গুলি ছুড়েছে এবং যাকে গুলি করেছে তিনিও মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ সহচর। এ দুই দলই এখন ক্ষমতায় আছে। তাহলে আমরা কি ধরে নেব তাঁদের আইনের প্রতি কোনো ভয় নেই? রাজ্য সরকারের দুটি ইঞ্জিনই ব্যর্থ?’
জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে থানার ভেতরে শিবসেনার এক নেতাকে পুলিশের সামনে গুলি করেছেন কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির এক বিধায়ক। গতকাল শুক্রবার রাতে সংসদীয় এলাকা কল্যাণের আওতাধীন উল্লাসনগরে এ ঘটনা ঘটে বলে এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গুলিতে আহত মহেশ গায়কোয়াড় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের দল শিবসেনার নেতা। মহারাষ্ট্রের জোট সরকারে শিবসেনার শরিক বিজেপি।
এই ঘটনার পর বিজেপি বিধায়ককে গ্রেপ্তার করেছে পুলিশ। বিধায়ক গণপত গায়কোয়াড়ের দাবি, আত্মরক্ষার্থে গুলি করেছেন তিনি। থানার ভেতরে পুলিশের সামনে ছেলেকে মারধর করতে দেখে বাধ্য হয়ে তিনি গুলি করেছে। এর জন্য তাঁর কোনো অনুশোচনা নেই।
গণপত গায়কোয়াড় গণমাধ্যমকে বলেন, ‘হ্যাঁ, আমি নিজ হাতে তাঁকে গুলি করেছি। আমার কোনো অনুশোচনা নেই। আমার ছেলেকে যদি থানার ভেতরে পুলিশের সামনে মারধর করা হয়, আমি এটাই করব।’
গণপত গায়কোয়াড় মুখ্যমন্ত্রী শিন্ডেকে উদ্দেশ করে বলেন, ‘শিন্ডে মহারাষ্ট্রে অপরাধীদের রাজ্য গড়ে তোলার চেষ্টা করছেন।’
গণপত হয়, ‘শিন্ডে সাহেব উদ্ধব (ঠাকরে) সাহেবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, তিনি বিজেপির সঙ্গেও বিশ্বাসঘাতকতা করবেন। আমি তাঁর কাছে কয়েক কোটি রুপি পাই। মহারাষ্ট্রের প্রশাসনে সুব্যবস্থাপনা চাইলে শিন্ডেকে পদত্যাগ করতে হবে। আমি দেবেন্দ্র ফাড়নবিশ (উপমুখ্যমন্ত্রী) ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে বিনীত অনুরোধ করছি।’
স্পষ্ট বিজেপির এ বিধায়ক একনাথ শিন্ডের ২০২২ সালের বিদ্রোহের কথা উল্লেখ করেছেন। ওই সময় তাঁর নেতৃত্বে ক্ষমতাসীন শিবসেনার একটি অংশ বেরিয়ে যায়। উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে। এরপর বিজেপির সঙ্গে জোট করে সরকার গঠন করেন একনাথ শিন্ডে।
মুখ্যমন্ত্রীর শিন্ডের ছেলে সংসদ সদস্য শ্রীকান্ত শিন্ডের বিরুদ্ধে তাঁর কাজের কৃতিত্ব ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করেন বিজেপি নেতা গণপত। তিনি বলেন, ‘একনাথ শিন্ডে যদি মুখ্যমন্ত্রী থাকেন, তাহলে মহারাষ্ট্রে কেবল অপরাধীই জন্ম নেবে। তিনি আমার মতো ভালো মানুষকেও আজ অপরাধী বানিয়ে দিয়েছেন।’
গণপত গায়কোয়াড় বলেন, তাঁর ছেলে থানায় মামলা করতে গেলে শিবসেনা দলের কর্মীরা তাঁকে মারধর শুরু করে। এ কারণে তিনি তাঁদের লক্ষ্য করে গুলি চালান। তাঁর দাবি, তিনি থানায় পাঁচ রাউন্ড গুলি করেছেন।
যে জমি ঘিরে এ বিরোধ তা বিধায়ক গণপত গায়কোয়াড় ১০ বছর আগে কিনেছিলেন। এ জমি নিয়ে কিছু আইনি জটিলতা থাকলেও তিনি আদালতে মামলায় জিতে যান। এরপর মহেশ গায়কোয়াড় জোরপূর্বক তা দখল করেন।
পুলিশ বলছে, গণগত গায়কোয়াড় এবং আরও দুজনকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। আহত শিব সেনা নেতা এখনো গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।
এ ঘটনায় মহারাষ্ট্র সরকারকে একহাত নেওয়ার নতুন হাতিয়ার পেয়েছেন উদ্ধব ঠাকরে। তাঁর দলের মুখপাত্র আনন্দ দুবে বলেন, ‘বিজেপির বিধায়ক থানায় পুলিশের সামনে গুলি ছুড়েছে এবং যাকে গুলি করেছে তিনিও মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ সহচর। এ দুই দলই এখন ক্ষমতায় আছে। তাহলে আমরা কি ধরে নেব তাঁদের আইনের প্রতি কোনো ভয় নেই? রাজ্য সরকারের দুটি ইঞ্জিনই ব্যর্থ?’
ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সতর্ক করেছেন, ভারত-যুক্তরাষ্ট্র একত্রে কাজ না করলে ২১ শতক হতে পারে ‘মানবজাতির জন্য চরম অন্ধকারময়’। জয়পুরে এক বক্তৃতায় তিনি বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতার অগ্রগতি এবং প্রধানমন্ত্রী মোদীর ভূয়সী প্রশংসা কর
১১ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের একটি জনপ্রিয় পর্যটন এলাকায় বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও অসংখ্য। হতাহতের শিকার পর্যটকেরা কাশ্মীরের পহেলগামে ভ্রমণ করছিলেন।
১১ ঘণ্টা আগেক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং লেবাননের রাজনৈতিক ও সামরিক সংগঠন হিজবুল্লাহ। দুই সংগঠনই তাঁর আন্তধর্মীয় সংলাপ ও মানবিক মূল্যবোধ রক্ষার প্রচেষ্টার প্রশংসা করে বিবৃতি দিয়েছে।
১২ ঘণ্টা আগেইকুয়েডরের একটি প্রত্যন্ত আমাজনীয় গ্রামে এক ব্রিটিশ নাগরিককে গণপিটুনি দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। নিহত ওই ব্যক্তি স্থানীয় একজনকে গুলি করে হত্যার অভিযোগে পুলিশের হেফাজতে ছিলেন।
১২ ঘণ্টা আগে