Ajker Patrika

ভ্যাকসিন সরবরাহে বিলম্বে সেরামকে অ্যাস্ট্রাজেনেকার আইনি নোটিশ

অনলাইন ডেস্ক
আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ১৫: ৩৮
Thumbnail image

সরবরাহ বিলম্বিত হওয়ায় সেরাম ইনস্টিটিউটকে আইনি নোটিশ পাঠিয়েছে অ্যাস্ট্রাজেনেকা।

অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার কোভিড ভ্যাকিসন উৎপাদন করছে ভারতের সেরাম ইনস্টিটিউট। বেশ কয়েকটি দেশ এ ভ্যাকসিনের সরবরাহে সেরামের ওপর নির্ভরশীল। কিন্তু ভারত সরকার অভ্যন্তরীণ চাহিদা পূরণের আগে রপ্তানিতে বাধা দিয়ে আসছে।

দেশকে প্রাধান্য দিয়ে তবেই বিদেশে টিকা পাঠানোর পরিকল্পনা করেছে সেরামও। এ নিয়েই গতকাল বুধবার নোটিশ পাঠায় বহুজাতিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা।

ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডকে দেওয়া একটি সাক্ষাৎকারে সেরামের প্রধান আদর পুনেওয়ালা বলেছেন, ‘ভারত সরকার এই আইনি নোটিশের বিষয়ে বিস্তারিত জানে। এটি গোপন একটি নোটিশ, এই বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারব না। তবে সরকারের সাহায্যে আইনি জটিলতা কাটানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ভারতে সরবরাহের বিষয়টিকে প্রাধান্য দেওয়ার কারণেই অন্য দেশে সরবরাহে দেরি হচ্ছে। আশা করি দ্রুত সমস্যার সমাধান হবে।’

পুনেওয়ালা ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, বিশ্বের এই ভ্যাকসিন প্রয়োজন। তবে আমরা ভারতের চাহিদাকে প্রধান্য দিচ্ছি। আমরা কিন্তু ভারতের চাহিদাই পূরণ করতে পারছি না। প্রত্যেকটি ভারতীয়র এই ভ্যাকসিন প্রয়োজন। 

সেরামের প্রধান জানিয়েছেন, প্রতি মাসে ৬ থেকে ৬ কোটি ৫০ লাখ ভ্যাকসিন তৈরি করতে পারে সেরাম। এখন পর্যন্ত কোম্পানিটি  ১০ কোটি টিকা ভারতকে সরবরাহ করেছে।  আর ৬ কোটি ডোজ বিদেশে রপ্তানি করেছে। ।

সেরামের পক্ষ থেকে বলা হচ্ছে , জুনের মধ্যে উৎপাদনের পরিমাণ বাড়াতে তাদের আরও ৩ হাজার কোটি রুপি প্রয়োজন।

এদিকে মজুদ থাকা করোনা টিকা দ্রুত ফুরিয়ে আসছে বলে অভিযোগ জানিয়েছে ভারতের বেশ কিছু রাজ্য। গতকাল বুধবার মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে জানিয়েছেন, তার রাজ্যে ভ্যাকসিন প্রয়োগে ঘাটতি তৈরি হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

‘মধ্যমপন্থী’ দল গড়ছেন অভ্যুত্থানের নেতারা, আলোচনায় ইলিশ প্রতীক

রাজধানীর প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ করল আ.লীগ

লিবিয়ার সৈকতে ২০ জনের গলিত লাশ, সবাই বাংলাদেশি বলে ধারণা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যু, বিচার চাইল বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত