Ajker Patrika

‘বাঙালি আর বাংলাদেশি একই’, নয়ডার হোটেলে স্থান হলো না কলকাতার প্রযুক্তিবিদের

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ১৬: ৪৭
বাঙালি হওয়ায় পশ্চিমবঙ্গের দুই বাসিন্দাকে থাকতে দেয়নি নয়ডার ‘মীরা এটারনিটি’ হোটেল। ছবি: সংগৃহীত
বাঙালি হওয়ায় পশ্চিমবঙ্গের দুই বাসিন্দাকে থাকতে দেয়নি নয়ডার ‘মীরা এটারনিটি’ হোটেল। ছবি: সংগৃহীত

বাঙালি হওয়ায় ভারতের নয়ডায় হোটেলে ঢুকতে দেওয়া হয়নি পশ্চিমবঙ্গের দুই বাসিন্দাকে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, গতকাল মঙ্গলবার নয়ডার ৪৪ নম্বর সেক্টরে ‘মীরা এটারনিটি’ নামে একটি হোটেলে এ ঘটনা ঘটেছে।

প্রতিবেদন অনুযায়ী, নিজের ১৪ বছর বয়সী স্কেটার ছেলের প্রতিযোগিতার জন্য গতকাল নয়ডায় যান পেশায় প্রযুক্তিবিদ এক বাঙালি। আগে থেকেই ডিজিটাল প্ল্যাটফর্ম ওয়োতে হোটেল বুকিং দিয়ে রেখেছিলেন তিনি। মীরা এটারনিটি নামের ওই হোটেলে তাদের দুই রাত থাকার কথা ছিল। কিন্তু সেখানে পৌঁছানোর পর রিসিপশনিস্ট তাদের ভেতরে ঢুকতে দিতে অস্বীকৃতি জানায়।

বাঙালি ওই ব্যক্তি টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘আমার ছেলে জাতীয় পর্যায়ের স্কেটার। ওর প্রতিযোগিতার জন্য আমরা নয়ডা যাই। আগে থেকে বুকিং দিয়ে রাখা সত্ত্বেও হোটেলে ঢুকতে গেলে রিসিপশনিস্ট আমাদের বাধা দেয়। বলে প্রশাসন নাকি তাদের ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ, পাঞ্জাব আর কাশ্মীর থেকে আগতদের থাকতে না দেওয়ার নির্দেশনা দিয়েছে। এমন কথা শুনে আমি রীতিমতো অবাক হয়ে যাই।’

তিনি জানান, যখন তিনি রিসিপশনিস্টকে বলেন যে তিনি বাংলাদেশি নন, পশ্চিমবঙ্গের বাসিন্দা, তখন রিসিপশনিস্ট বলেন, ‘ওই একই কথা। বাঙালি আর বাংলাদেশির মধ্যে পার্থক্য নেই।’

তাৎক্ষণিকভাবে ওয়োর সঙ্গে যোগাযোগ করা হলে আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে অর্থ ফেরত দেওয়া হবে বলে জানায় তারা। কিন্তু তারা কোথায় থাকবেন সে ব্যাপারে কোনো সহযোগিতা করেনি তারা। পরে, বাধ্য হয়ে ৪৯ নম্বর সেক্টরের একটি হোটেলে গিয়ে থাকতে হয় তাদের। ওই হোটেলটি তার ছেলের প্রতিযোগিতার ভেন্যু থেকে বেশ দূরে।

এদিকে, নয়ডা পুলিশ জানিয়েছে, ওই হোটেল প্রশাসনের তরফ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে বলে দাবি করেছে এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি। ইয়ামুনা প্রসাদ নামের এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘হোটেলগুলোকে বলা হয়েছে বাংলাদেশ থেকে আসা ব্যক্তিদের আইডি ও অন্যান্য কাগজপত্র ভালোভাবে দেখে নিতে। এ ছাড়া অন্য কোনো ধরনের নিষেধাজ্ঞা বা নির্দেশনা দেওয়া হয়নি।’

এ ঘটনার পর ওয়ো এক বিবৃতিতে জানিয়েছে, ওই হোটেলটিকে তাদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দিয়েছে তারা। হোটেলটির দাবিকৃত নির্দেশনার ব্যাপারে তারা অবগত নয় বলেও জানানো হয়েছে ওই বিবৃতিতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তার

রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন

ফজলুর রহমান ও হাবিবুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে: বিএনপিকে সারজিস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত