Ajker Patrika

পরীক্ষার খাতায় ‘খেলা হবে’ লিখলেই শাস্তি 

অনলাইন ডেস্ক
আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ১০: ১৫
Thumbnail image

ভারতের পশ্চিমবঙ্গে চলছে উচ্চমাধ্যমিক বা এইচএসসি পরীক্ষা। এই পরীক্ষার উত্তরপত্রে কোনো পরীক্ষার্থী ‘খেলা হবে’ স্লোগানটি লিখলে এর জন্য শাস্তি পেতে হবে বলে সতর্ক করে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এর আগের মাধ্যমিক বা এসএসসি পরীক্ষার উত্তরপত্রে কিছু পরীক্ষার্থী ‘খেলা হবে’ স্লোগানটি লেখে। পরীক্ষার খাতা দেখতে গিয়ে এই স্লোগান দেখে অবাক হন পরীক্ষকেরা। তাই এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষা পরিচ্ছন্নভাবে অনুষ্ঠিত করার জন্য পশ্চিমবঙ্গের উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এই সিদ্ধান্ত নেয়।

পশ্চিমবঙ্গের সর্বশেষ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস নির্বাচনী প্রচারে ‘খেলা হবে’ স্লোগানটি ব্যবহার করে, যা পরে ব্যাপক জনপ্রিয়তা পায়। তৃণমূলের সব নেতা, এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নির্বাচনী প্রচারে গিয়ে স্লোগানটি দেন।

গতকাল বুধবার পশ্চিমবঙ্গের উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বার্তা সংস্থা পিটিআইকে বলেন, এ ধরনের উত্তরপত্র মূল্যায়ন না করতে পরীক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে। শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে (যারা এ ধরনের বিষয় লিখবে তাদের বিরুদ্ধে)। কাউন্সিল কর্তৃক গঠিত একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি শাস্তির পরিমাণ নির্ধারণ করবে। 

পশ্চিমবঙ্গের উচ্চমাধ্যমিক বা এইচএসসি পরীক্ষা গত ২ এপ্রিল শুরু হয়েছে। এটি ২৭ এপ্রিল পর্যন্ত চলবে। 

এদিকে পশ্চিমবঙ্গের উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষাবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ী। তিনি পিটিআইকে বলেন, কোনো ক্ষমতাসীন দলের উচিত নয় শিক্ষা খাত নিয়ে রাজনীতি করা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত