অনলাইন ডেস্ক
ভারতের গুজরাটের মরবিতে একটি কেব্ল ব্রিজ ভেঙে পড়েছে। এতে ৬০ জন নিহত হয়েছেন। আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভেঙে পড়ার সময় সেতুর ওপরে ৫০০ জনের মতো মানুষ ছিল। এই দুর্ঘটনায় অনেকেই আহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, শতাধিক মানুষ এখনো পানিতে আটকা আছেন। গত সপ্তাহেই সেতুটি মেরামত করা হয়েছিল।
গুজরাটের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ব্রিজেশ মের্জা এনডিটিভিকে বলেন, ‘গত সপ্তাহে এটি সংস্কার করা হয়েছিল। এটি ধসে পড়ায় আমরা হতবাক। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’ এই দুর্ঘটনার জন্য তিনি সরকারকে দায়ী করেন।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মন্ত্রী ব্রিজেশ মের্জা ঘটনাস্থলে উপস্থিত আছেন। তিনি সংবাদ সংস্থা এএনআইকে নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন।
গুজরাট পুলিশের মহাপরিচালক আশিস ভাটিয়া বলেন, ‘উদ্ধার অভিযান চলছে। কিছু মানুষকে আমরা নিরাপদে সরিয়ে আনতে সক্ষম হয়েছি। এ পর্যন্ত ৪০ জন নিহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।’
এনডিটিভির এক ভিডিওতে দেখা যায়, সেতু ভেঙে পানির ওপর পড়ে আছে। মানুষ বাঁচার আকুতি জানাচ্ছে। অনেকেই সেখানে আটকা অবস্থায় আছেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্রুত উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন। স্থানীয় মানুষেরা উদ্ধার অভিযান চালাচ্ছেন। আহতদের তারা উদ্ধার করছেন।
মরবি কেব্ল ব্রিজ কয়েক দশক আগে নির্মিত একটি ঐতিহাসিক স্থাপনা। মেরামত ও সংস্কারের পর গুজরাটি নববর্ষ উপলক্ষে মাত্র চার দিন আগে (২৬ অক্টোবর) এটি পুনরায় চালু করা হয়। ওধবজি প্যাটেলের মালিকানাধীন ওরেভা গ্রুপকে সংস্কার কাজের জন্য সরকারি দরপত্র দেওয়া হয়েছিল।
প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহত প্রত্যেক ব্যক্তির পরিবারের জন্য ২ লাখ রুপি ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। আহত প্রতি ব্যক্তির পরিবারকে ৫০ হাজার রুপি করে দেওয়া হবে। এছাড়া রাজ্য সরকার নিহত প্রত্যেক ব্যক্তির পরিবারের জন্য ৪ লাখ ও আহতদের পরিবারের জন্য ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেবে।
ভারতের গুজরাটের মরবিতে একটি কেব্ল ব্রিজ ভেঙে পড়েছে। এতে ৬০ জন নিহত হয়েছেন। আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভেঙে পড়ার সময় সেতুর ওপরে ৫০০ জনের মতো মানুষ ছিল। এই দুর্ঘটনায় অনেকেই আহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, শতাধিক মানুষ এখনো পানিতে আটকা আছেন। গত সপ্তাহেই সেতুটি মেরামত করা হয়েছিল।
গুজরাটের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ব্রিজেশ মের্জা এনডিটিভিকে বলেন, ‘গত সপ্তাহে এটি সংস্কার করা হয়েছিল। এটি ধসে পড়ায় আমরা হতবাক। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’ এই দুর্ঘটনার জন্য তিনি সরকারকে দায়ী করেন।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মন্ত্রী ব্রিজেশ মের্জা ঘটনাস্থলে উপস্থিত আছেন। তিনি সংবাদ সংস্থা এএনআইকে নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন।
গুজরাট পুলিশের মহাপরিচালক আশিস ভাটিয়া বলেন, ‘উদ্ধার অভিযান চলছে। কিছু মানুষকে আমরা নিরাপদে সরিয়ে আনতে সক্ষম হয়েছি। এ পর্যন্ত ৪০ জন নিহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।’
এনডিটিভির এক ভিডিওতে দেখা যায়, সেতু ভেঙে পানির ওপর পড়ে আছে। মানুষ বাঁচার আকুতি জানাচ্ছে। অনেকেই সেখানে আটকা অবস্থায় আছেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্রুত উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন। স্থানীয় মানুষেরা উদ্ধার অভিযান চালাচ্ছেন। আহতদের তারা উদ্ধার করছেন।
মরবি কেব্ল ব্রিজ কয়েক দশক আগে নির্মিত একটি ঐতিহাসিক স্থাপনা। মেরামত ও সংস্কারের পর গুজরাটি নববর্ষ উপলক্ষে মাত্র চার দিন আগে (২৬ অক্টোবর) এটি পুনরায় চালু করা হয়। ওধবজি প্যাটেলের মালিকানাধীন ওরেভা গ্রুপকে সংস্কার কাজের জন্য সরকারি দরপত্র দেওয়া হয়েছিল।
প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহত প্রত্যেক ব্যক্তির পরিবারের জন্য ২ লাখ রুপি ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। আহত প্রতি ব্যক্তির পরিবারকে ৫০ হাজার রুপি করে দেওয়া হবে। এছাড়া রাজ্য সরকার নিহত প্রত্যেক ব্যক্তির পরিবারের জন্য ৪ লাখ ও আহতদের পরিবারের জন্য ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেবে।
বর্তমানে ইন্দোনেশিয়া বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ। বিশ্বের ৬২ শতাংশ মুসলিম এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বসবাস করেন। এর মধ্যে সবচেয়ে বেশি মুসলিমের বাস ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইরান এবং তুরস্কে।
৬ মিনিট আগেযুক্তরাষ্ট্রে উন্নত প্রযুক্তির চিপ উৎপাদনে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বিশ্বের সর্ববৃহৎ চিপ উৎপাদক কোম্পানি তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি)। মূলত, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের কশাঘাত থেকে বাঁচতেই এই উদ্যোগ নিচ্ছে টিএসএমসি।
৮ মিনিট আগেরাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরুর পরপরই ইউরোপের প্রধান শক্তিগুলো তাদের দেশে থাকা রাশিয়ার বিপুল পরিমাণ অর্থ-সম্পদ জব্দ করে। এবার সেই অর্থ-সম্পদের মধ্য থেকে প্রায় ২১০ বিলিয়ন ডলার বাজেয়াপ্ত করার প্রচেষ্টা নিতে যাচ্ছে ইউরোপ। তাদের দাবি, ইউক্রেনে যুদ্ধবিরতি চুক্তি তৈরির পরিকল্পনার অংশ হিসেবে এই অর্থ...
৩১ মিনিট আগেমার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মস্কোর সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন ও ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে চান। আর এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার একটি পরিকল্পনা প্রণয়ন করছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা...
১ ঘণ্টা আগে