Ajker Patrika

পাইলট হয়ে এক এমপিকে উড়িয়ে নিয়ে গেলেন আরেক এমপি

পাইলট হয়ে এক এমপিকে উড়িয়ে নিয়ে গেলেন আরেক এমপি

‘মনে রাখার মতো একটি ফ্লাইট’, এভাবেই অনুভূতি ব্যক্ত করেছেন এক এমপি। যাকে একটি বাণিজ্যিক বিমানের করে গন্তব্যের পৌঁছে দিয়েছেন তাঁরই এক সহকর্মী। অথচ ককপিটে বসা পুরোদস্তুর পাইলট হয়ে বসা ওই এমপিকে প্রথমে চিনতেই পারেননি তিনি। 

ভারতের তামিলনাড়ু রাজ্যের ক্ষমতাসীন দল ডিএমকের এমপি দয়ানিধি মরন। নিজেই টুইট করে জানিয়েছেন এক বিরল অভিজ্ঞতার কথা। দিল্লি থেকে চেন্নাইয়ে যে বিমানে করে তিনি গিয়েছিলেন সেটির পাইলট ছিলেন বিজেপির মুখপাত্র রাজীব প্রতাপ রুডি!

পার্লামেন্টারি প্রাক্কলন কমিটির একটি বৈঠক শেষে দিল্লি থেকে চেন্নাই ফিরছিলেন মরন। ভারতের বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইটে ছিলেন তিনি। সেখানেই দেখা হয়ে যায় বিজেপি সাংসদ রুডির সঙ্গে। 

মরন টুইটে বলেন, ক্যাপ্টেনের ইউনিফর্ম পরা এক লোক এসে বলেন, আপনিও তাহলে এই ফ্লাইটেই যাচ্ছেন! তাঁর মুখে মাস্ক থাকায় চিনতে পারিনি। কিন্তু কণ্ঠটা চেনা চেনা লাগছিল। আমি শুধু মাথা ঝাঁকালাম। তখনো বোঝার চেষ্টা করছি, ইনি আসলে কে? তিনি আমার দিকে তাকিয়ে আছেন। মাস্কের আড়ালে তাঁর চোখে যে একটা হাসি খেলে গেল সেটা টের পেলাম। উনি আবার বললেন, তাহলে আপনি আমাকে চিনতেই পারেননি! 

পরে আমি বুঝতে পারলাম উনি আর কেউ নন, আমারই একজন সহকর্মী, পার্লামেন্টের সিনিয়র এমপি এবং সাবেক কেন্দ্রীয় মন্ত্রী–আমার অত্যন্ত ভালো বন্ধু থিরু রাজীব প্রতাপ রুডি। মাত্র দুই ঘণ্টা আগেও আমরা প্রাক্কলন কমিটির উত্তেজনাপূর্ণ বৈঠকে আলোচনায় অংশ নিয়েছি। আমার চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। একজন রাজনীতিক থেকে তাঁর পাইলট বনে যাওয়ার রূপান্তরটি দেখে আমি তো অভিভূত! টুইটে বলে এমপি মরন। 

আমি তাঁকে জিজ্ঞেস করি, এমপি থাকা অবস্থায় তিনি কতোবার এমন করে বাণিজ্যিক ফ্লাইটের ক্যাপ্টেনগিরি করেছেন? আমি নিশ্চিত, অনেক দিন এ ঘটনা আমার মনে থাকবে। ধন্যবাদ ক্যাপ্টেন, আমাদের নিরাপদে দিল্লি থেকে চেন্নাই পৌঁছে দেওয়ার জন্য! 

রাজীব প্রতাপ রুডি চালিয়েছিলেন ইন্ডিগোর এয়ারবাস–এ ৩২০–৩২১ উড়োজাহাজ। ২০০৩ সালে তিনি বেসামরিক বিমান মন্ত্রী ছিলেন। লোকসভায় চারবারের এমপি। এছাড়া বিহারে তাঁর নির্বাচনী আসন থেকে দুইবার রাজ্যসভা সদস্য নির্বাচিত হয়েছেন। রুডি প্রথম এমএলএ নির্বাচিত হন ১৯৯০–এর দশকে, মাত্র ২৭ বছর বয়সে। জাতীয় সাধারণ সম্পাদকসহ বিজেপির অনেক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। 

রুডি একজন দক্ষ বৈমানিকও। তাঁর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বেশ কয়েকটি উড়োজাহাজের মধ্যে তিনি সুখই ৩০–এমকেআই জঙ্গিবিমান, গ্রিপেন এবং রাফাল ফাইটারও চালিয়েছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত