Ajker Patrika

রাজ্যসভা নির্বাচন দলীয় মনোনয়ন নিয়ে কোন্দল কংগ্রেসে

কলকাতা প্রতিনিধি
রাজ্যসভা নির্বাচন দলীয় মনোনয়ন নিয়ে কোন্দল কংগ্রেসে

দলীয় কোন্দল আরও প্রকাশ্যে আসছে ভারতের সর্বপ্রাচীন রাজনৈতিক দল ভারতী জাতীয় কংগ্রেসের। ভারতীয় রাজনীতিতে বৃহত্তম এই দলটির অভ্যন্তরীণ কোন্দল মেটার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সর্বশেষ ভারতের ৭ রাজ্যে ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষিত হতেই নতুন করে বিদ্রোহ শুরু হয়েছে দলটির কেন্দ্রীয় নেতৃত্বদের মধ্যে। 

কংগ্রেসের বর্ষীয়ান নেতা ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী গোলাম নবী আজাদ এবং আনন্দ শর্মা রাজ্যসভা নির্বাচনে দলীয় মনোনয়ন পাননি। মনোনয়ন পাননি দলের কেন্দ্রীয় মুখপাত্র পবন খেরাও। না পেয়ে পবন খেরা টুইট করেছেন ‘আমার তপস্যা এখনো পূর্ণ হয়নি।’ তাঁর এই টুইট নিয়েই শুরু হয়েছে নতুন করে বিতর্ক। 

এদিকে, কংগ্রেসের এই দুর্বলতার সুযোগ নিয়েছে বিজেপিও। কংগ্রেসের অন্তর্কোন্দলের সুযোগ নিয়ে পাল্টা আক্রমণ চালাতে শুরু করেছে বিজেপি। দলটি কংগ্রেসের বিরুদ্ধে আবারও পরিবারতান্ত্রিকতা অভিযোগ তুলেছে। 

আগামী ১০ জুন ভারতের ১৫ রাজ্যে ৫৭টি আসনে রাজ্যসভার নির্বাচন। রাজ্য বিধানসভার বিধায়কেরা তাঁদের ভোটে নির্বাচিত করবেন রাজ্যসভার সদস্যদের। এই ৫৭ জনের মধ্যে বিধায়ক দলের সংখ্যার হিসেবে কংগ্রেস ৭ রাজ্য থেকে ১০ জনকে জিতিয়ে আনতে পারবে। কিন্তু ১০ জনকে বাছাই করতে গিয়েই দলের মধ্যে বিরোধ তুঙ্গে উঠেছে। 

কংগ্রেসের ঝানু রাজনীতিবিদ অজয় মাকেন, পি চিদাম্বরম, মুকুল ওয়াসনিক, রণদ্বীপ সিং সুরজেওয়ালার মতো নেতাদের মনোনয়ন দিতে গিয়ে বাদ পড়েছেন অনেক নেতা। কংগ্রেস শাসিত রাজস্থান বা ছত্তিশগড়ের স্থানীয় নেতাদের বাদ দিয়ে অন্য রাজ্য থেকে দলের হেভিওয়েটদের মনোনয়ন দিয়েছে কংগ্রেস। এ নিয়েই ক্ষোভ বাড়ছে। 

সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে এই ক্ষোভের বহিঃপ্রকাশ করেছেন অনেকেই। পরিস্থিতি সামাল দিতে ব্যস্ত সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর ঘনিষ্ঠ নেতারা। উল্লেখ্য, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পরিবারতন্ত্রই গণতন্ত্রের বড় শত্রু। 

এদিকে, সোমবার বিজেপি জানিয়েছে, বিজেপি সরকারের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কর্ণাটক থেকে এবং বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল মহারাষ্ট্র থেকে রাজ্যসভা প্রার্থী হচ্ছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত