Ajker Patrika

জম্মু-কাশ্মীরে ‘বন্দুকযুদ্ধে’ ভারতীয় সেনাসহ নিহত ৪ 

আপডেট : ০৯ জুলাই ২০২১, ১৫: ৫১
জম্মু-কাশ্মীরে ‘বন্দুকযুদ্ধে’ ভারতীয় সেনাসহ নিহত ৪ 

ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে দুই বিদ্রোহী ও ভারতীয় নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, কাশ্মীরে ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা নির্ধারণকারী রেখা লাইন অব কন্ট্রোলে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত কয়েক দিনের মধ্যে লাইন অব কন্ট্রোলে (এলওসি) দ্বিতীয় বন্দুকযুদ্ধের ঘটনা এটি। এলওসি ঘিরে যে অস্ত্রবিরতির প্রস্তাব রয়েছে, তা বারবার লঙ্ঘিত হচ্ছে।

কাশ্মীরের জম্মু অঞ্চলে অবস্থিত ভারতীয় বিমানবাহিনীর ঘাঁটিতে ড্রোন হামলার কয়েক দিন পর ভারতীয় সেনারা গতকাল বৃহস্পতিবার উপত্যকায় ব্যাপক তল্লাশি অভিযান চালাতে গেলে দুই পক্ষের মধ্যে এই বন্দুকযুদ্ধ শুরু হয়।

এ নিয়ে ভারতের সেনাবাহিনীর একজন মুখাপাত্র বলেন, সন্ত্রাসীরা গুলি চালায় এবং গ্রেনেড ছোড়ে। তখন এক ভয়াবহ লড়াইয়ে দুই বিদ্রোহী নিহত হন। অভিযানে দুই জওয়ান মারাত্মক আহত হন। এই অঞ্চলের বিস্তারিত অনুসন্ধান অব্যাহত রয়েছে।

এর আগে ২৬ জুন দিবাগত রাতে জম্মুর ভারতীয় বিমানঘাঁটিতে অল্প সময়ের ব্যবধানে দুটি ড্রোন হামলা চালানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত