Ajker Patrika

ভারতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত, সুপ্রিম কোর্টে মামলা

কলকাতা প্রতিনিধি
ভারতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত, সুপ্রিম কোর্টে মামলা

হিন্দু ধর্মীয় উৎসব রামনবমী বা হনুমান জয়ন্তীকে ঘিরে ভারতের অন্তত ৫টি রাজ্যে অস্থিরতার সৃষ্টি হয়েছে, বিঘ্নিত হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি। তবে এই অস্থিতিশীলতার পেছনে আইএসআইএস বা অন্য কোনো জঙ্গিগোষ্ঠীর মদদ রয়েছে কিনা তা খুঁজে বের করতে নিরপেক্ষ তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করা হয়েছে। সোমবার ভারতীয় হাইকোর্টে এই মামলা দায়ের করেন দেশটির আইনজীবী বিনিত জিন্দাল।

এদিকে, দেশে অশান্তি ও বিভাজন বেড়ে যাওয়ায় শান্তি বজায় রাখাতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতের ১৩টি বিরোধী দলের সর্বোচ্চ নেতৃবৃন্দ। তাঁরা শান্তি বজায় রাখার প্রশ্নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছেন।

অন্যদিকে, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা অভিযোগ করে বলেছেন, ভোটের ফলাফলে হতাশ হয়ে বিরোধীরাই এমন পরিস্থিতিতে ইন্ধন জোগাচ্ছেন। এদিকে, বিজেপির এমপি ও ভারতে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নাতি বরুণ গান্ধী এক বিবৃতির মাধ্যমে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বিজেপির ঘরোয়া কোন্দলকে আবারও প্রকাশ্যে এনেছেন। এর আগে, দেশের অর্থনৈতিক পরিস্থিতির বেহাল দশার জন্য বিজেপির আরেক সাংসদ সুব্রামানিয়াম স্বামীও মোদি সরকারের সমালোচনা করেন।

ভারতে অশান্তির সৃষ্টির জন্য বিদেশি শক্তি সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চক্রান্ত করছে বলে সর্বোচ্চ আদালতে জনস্বার্থ মামলা হলেও ভারতের কংগ্রেসসহ বেশির ভাগ বিরোধী দলই বিজেপিকে কাঠগড়ায় তুলেছে।

যৌথ বিবৃতিতে বিরোধী দলগুলোর অভিযোগ, ‘ঘৃণা ও অন্ধবিশ্বাস প্রচারের উদ্দেশ্যে সরকারি পৃষ্ঠপোষকতায় সামাজিক যোগাযোগমাধ্যম ও অডিও-ভিজ্যুয়াল প্ল্যাটফর্মগুলোর যথেচ্ছ অপব্যবহার চলছেই। এই পরিবেশ অসহনীয়। এই সকল ঘটনায় দেশের প্রধানমন্ত্রীর নীরবতায় সকলেই মর্মাহত। যারা ধর্মান্ধতা প্রচার করছে এবং যারা তাদের কথা ও কাজের মাধ্যমে উসকানি দিচ্ছে তাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর এমন নীরবতা কার্যত তাঁর ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়।’

তবে বিরোধীদের অভিযোগ অস্বীকার করে পাল্টা সমালোচনার বাণ ছুড়েছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। তিনি বলেন, ‘ভোটে হেরে গিয়ে মানুষকে বিভ্রান্ত করতেই বিরোধীরা অশান্ত পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত