কলকাতা প্রতিনিধি
ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে পশ্চিমবঙ্গ জুড়ে আজ মঙ্গলবার পালিত হয়েছে ‘খেলা হবে’ দিবস। রাজ্যে বিজেপিকে পিছু হটাতেই নেতা-কর্মীদের চাঙা করতেই পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূলের এই উদ্যোগ। তবে তৃণমূলের এমন কর্মসূচির জবাবে বিজেপিও আগামী ৭ সেপ্টেম্বর রাজ্য বিজেপির প্রধান কার্যালয় নবান্ন অভিযানের ডাক দিয়েছে। সেই কর্মসূচিতে কর্মীদের ঝান্ডার সঙ্গে ডান্ডাও আনার ডাক দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
এর আগে, ‘খেলা হবে’ স্লোগান দিয়ে বিধানসভা ভোটে বিপুল ভোটে জয়ী হয় তৃণমূল। সরকার গঠনের পর সেই স্লোগানকে বাঁচিয়ে রাখতেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে শুরু হয় ‘খেলা হবে’ দিবস পালন।
আজ মঙ্গলবার সকাল থেকেই তৃণমূলের কর্মী সমর্থকেরা নেমে পড়েন ‘খেলা হবে’ দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে। কোথাও বাস্তবেই খেলা হচ্ছে, কোথাও আবার মিছিল-মিটিং থেকে বিজেপির বিরুদ্ধে কথামালার হুংকার বর্ষিত হচ্ছে। রাজ্য সরকারের তরফেও রাজ্যের ৩৪৫টি ব্লক, ১১৯টি পৌরসভা,৬টি পৌর করপোরেশন ও ২৩টি জেলা সদর থেকে শুরু করে সর্বত্র আয়োজন করা হয়েছে ‘খেলা হবে’ দিবস পালনের অনুষ্ঠান।
রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূলের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই দলীয় কর্মীদের কেন্দ্রীয় সরকারের তদন্তকারী সংস্থার নিরপেক্ষতার দাবিতে রাস্তায় নামার নির্দেশ দিয়েছেন। তাই ‘খেলা হবে’ দিবসে সরকার বিরোধী আন্দোলন কর্মসূচি পালন করে তৃণমূল।
তবে তৃণমূলের এমন কর্মসূচির জবাবে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘কিসের খেলা হবে? এর মধ্যেই তো দুই গোল খেয়ে বসে আছে তৃণমূল!’ তৃণমূলের সদ্য গ্রেপ্তার হওয়া দুই শীর্ষ নেতা পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলের গ্রেপ্তার প্রসঙ্গ টেনে এনে তিনি এই মন্তব্য করেন। তৃণমূলের কর্মসূচির জবাবে আগামী ৭ সেপ্টেম্বর বিজেপি রাজ্য সরকারের প্রধান কার্যালয় নবান্ন অভিযানের ডাক দিয়েছে। সেই কর্মসূচিতে কর্মীদের ঝান্ডার সঙ্গে এদিন ডান্ডাও নিয়ে আসার ডাক দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে পশ্চিমবঙ্গ জুড়ে আজ মঙ্গলবার পালিত হয়েছে ‘খেলা হবে’ দিবস। রাজ্যে বিজেপিকে পিছু হটাতেই নেতা-কর্মীদের চাঙা করতেই পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূলের এই উদ্যোগ। তবে তৃণমূলের এমন কর্মসূচির জবাবে বিজেপিও আগামী ৭ সেপ্টেম্বর রাজ্য বিজেপির প্রধান কার্যালয় নবান্ন অভিযানের ডাক দিয়েছে। সেই কর্মসূচিতে কর্মীদের ঝান্ডার সঙ্গে ডান্ডাও আনার ডাক দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
এর আগে, ‘খেলা হবে’ স্লোগান দিয়ে বিধানসভা ভোটে বিপুল ভোটে জয়ী হয় তৃণমূল। সরকার গঠনের পর সেই স্লোগানকে বাঁচিয়ে রাখতেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে শুরু হয় ‘খেলা হবে’ দিবস পালন।
আজ মঙ্গলবার সকাল থেকেই তৃণমূলের কর্মী সমর্থকেরা নেমে পড়েন ‘খেলা হবে’ দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে। কোথাও বাস্তবেই খেলা হচ্ছে, কোথাও আবার মিছিল-মিটিং থেকে বিজেপির বিরুদ্ধে কথামালার হুংকার বর্ষিত হচ্ছে। রাজ্য সরকারের তরফেও রাজ্যের ৩৪৫টি ব্লক, ১১৯টি পৌরসভা,৬টি পৌর করপোরেশন ও ২৩টি জেলা সদর থেকে শুরু করে সর্বত্র আয়োজন করা হয়েছে ‘খেলা হবে’ দিবস পালনের অনুষ্ঠান।
রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূলের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই দলীয় কর্মীদের কেন্দ্রীয় সরকারের তদন্তকারী সংস্থার নিরপেক্ষতার দাবিতে রাস্তায় নামার নির্দেশ দিয়েছেন। তাই ‘খেলা হবে’ দিবসে সরকার বিরোধী আন্দোলন কর্মসূচি পালন করে তৃণমূল।
তবে তৃণমূলের এমন কর্মসূচির জবাবে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘কিসের খেলা হবে? এর মধ্যেই তো দুই গোল খেয়ে বসে আছে তৃণমূল!’ তৃণমূলের সদ্য গ্রেপ্তার হওয়া দুই শীর্ষ নেতা পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলের গ্রেপ্তার প্রসঙ্গ টেনে এনে তিনি এই মন্তব্য করেন। তৃণমূলের কর্মসূচির জবাবে আগামী ৭ সেপ্টেম্বর বিজেপি রাজ্য সরকারের প্রধান কার্যালয় নবান্ন অভিযানের ডাক দিয়েছে। সেই কর্মসূচিতে কর্মীদের ঝান্ডার সঙ্গে এদিন ডান্ডাও নিয়ে আসার ডাক দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
গাজায় চলমান যুদ্ধের মধ্যে ইসরায়েল বহুদিন ধরে দাবি করে আসছিল যে, হামাস জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ত্রাণ চুরি করছে। এই অভিযোগকে সামনে রেখেই তারা সেখানে খাদ্য সরবরাহে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তবে এখন জানা যাচ্ছে, ইসরায়েলি সামরিক বাহিনী এমন কোনো প্রমাণই পায়নি যে—হামাস পদ্ধতিগতভাবে জাতিসংঘ
১৭ মিনিট আগেথমথমে পরিবেশ, থেকে থেকে শোনা যাচ্ছে ট্যাঙ্কের গর্জন আর কামানের শব্দ—তিন দিন ধরে থাইল্যান্ডের সীমান্তবর্তী অঞ্চলগুলোর পরিস্থিতি এরকমই। দু’দেশের মধ্যে দীর্ঘদিনের সীমান্ত দ্বন্দ্ব অবশেষে রূপ নিয়েছে খোলা সংঘর্ষে। গত বৃহস্পতিবার প্রতিবেশী কম্বোডিয়ার সঙ্গে পাল্টাপাল্টি গোলাগুলি শুরুর পর থেকে এটাই যেন হয়ে
২২ মিনিট আগেগাজায় দীর্ঘ কয়েক মাসের ইসরায়েলি অবরোধের পর যখন দুর্ভিক্ষে মানুষ প্রাণ হারানো শুরু করেছে ঠিক তখনই আন্তর্জাতিক চাপের মুখে অঞ্চলটিতে ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল। পাশাপাশি, আবারও আকাশপথে উড়োজাহাজ থেকেও ত্রাণ ফেলা শুরু হয়েছে। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগেভারতের উত্তরাখণ্ডের হরিদ্বারের মনসা দেবীর মন্দিরে পদদলনের ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৭ জন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫৫ জন। মন্দিরে ওঠার সিঁড়িতেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে