Ajker Patrika

মুম্বাইয়ে ভয়াবহ ঝড়ে ভেঙে পড়ল বিলবোর্ড, নিহত ১৪ 

আপডেট : ১৪ মে ২০২৪, ১২: ২৪
মুম্বাইয়ে ভয়াবহ ঝড়ে ভেঙে পড়ল বিলবোর্ড, নিহত ১৪ 

ভারতের মহারাষ্ট্র রাজ্যের রাজধানী মুম্বাইয়ে ভয়াবহ ঝড়ে বিলবোর্ড ভেঙে পড়ে অন্তত ১৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৭০ জন। গতকাল সোমবার সন্ধ্যায় এই হতাহতের ঘটনা ঘটে। মুম্বাই পুলিশ হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন থেকে জানা গেছে, ১০০ ফুট দীর্ঘ ওই বিলবোর্ডটি মুম্বাইয়ের ঘাটকোপর এলাকার একটি তেলের পাম্পের কাছে অবস্থিত। ঝড়ের তীব্রতায় বিলবোর্ডটি ধসে পড়ে। আশপাশের সিসিটিভি ফুটেজ থেকে দেখা গেছে, বিলবোর্ডটি বেশ কয়েকটি গাড়িকে চাপা দেয়। আর এতেই হতাহতের ঘটনা ঘটে। 

স্থানীয় পুলিশ জানিয়েছে, বিলবোর্ডটি ইগো মিডিয়া নামের একটি প্রতিষ্ঠানের। বিলবোর্ডটি যে জায়গায় স্থাপন করা হয়েছিল, তার বর্তমান লিজ মহারাষ্ট্র পুলিশ কল্যাণ করপোরেশনের। এই জমি মহারাষ্ট্র পুলিশ কল্যাণ করপোরেশনকে লিজ দিয়েছিল মহারাষ্ট্র সরকারের পুলিশ হাউজিং বিভাগ। সব মিলিয়ে ওই জায়গায় চারটি বিলবোর্ড আছে। সবগুলোর মালিক ইগো মিডিয়া। 

এ ঘটনায় পুলিশ ইগো মিডিয়া লিমিটেডসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি আশ্বাস দিয়েছেন, তার সরকার মুম্বাইয়ের সব বিলবোর্ডের কাঠামোগত বিষয় তদন্ত করবে। তিনি বলেন, ‘অবৈধ ও বিপজ্জনক কোনো বিলবোর্ড পাওয়া গেলে অবিলম্বে সেগুলো অপসারণ করা হবে।’ এ সময় তিনি নিহতদের প্রত্যেকের পরিবারকে ৫ লাখ রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। 

মুম্বাইয়ে গতকাল সন্ধ্যায় আকস্মিক ও ব্যাপক শক্তিশালী ধূলিঝড় শুরু হয়। এটি পুরো শহরকে অন্ধকারে ঢেকে ফেলেছিল। এই ধুলিঝড়ের কারণে মুম্বাইয়ের যোগাযোগব্যবস্থা বাধাগ্রস্ত হয়। শহরটির বাস, ট্রেন ও বিমানবন্দর পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল। শহরে অবস্থিত ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে দৃষ্টিসীমা কমে যাওয়ায় এবং দমকা বাতাসের কারণে সাময়িকভাবে ফ্লাইট অপারেশন স্থগিত করতে বাধ্য হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত