Ajker Patrika

মন্দিরে ঢুকতে না পেরে রাহুল গান্ধীর প্রশ্ন—‘আমার কী অপরাধ’

অনলাইন ডেস্ক
আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ২৩: ১৭
Thumbnail image

ভারতের অযোধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন রামমন্দির উদ্বোধন করছিলেন, আসামের একটি মন্দিরে তখন পূজা দিতে চেয়েছিলেন দেশটির বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। আজ সোমবার আসামের নগাও জেলার বটদ্রবা সাত্রামন্দিরে শেষ পর্যন্ত ঢুকতে দেওয়া হয়নি কংগ্রেস নেতাকে। 

মন্দিরে ঢুকতে না দেওয়ার ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ও বিজেপি সরকারকে দায়ী করেছেন রাহুল। দুঃখ প্রকাশ করে তিনি বলেছেন, ‘আমরা এই মন্দির দর্শন করতে চেয়েছিলাম। আমরা কী এমন অপরাধ করেছি যে মন্দিরটি দেখতে দেওয়া হয়নি?’ 

মন্দিরে প্রার্থনা ছাড়া আর কিছু করার পরিকল্পনা ছিল না বলেও জানান রাহুল। বর্তমানে তিনি ‘ভারত জোড়ো ন্যায় যাত্রার’ নেতৃত্ব দিচ্ছেন। ১৪ জানুয়ারি মণিপুর রাজ্য থেকে শুরু হওয়া এই যাত্রা নাগাল্যান্ড হয়ে আজ নবম দিনে আসামে অবস্থান করছিল। ২৫ জানুয়ারি পর্যন্ত আসামের বিভিন্ন অঞ্চলে একাধিক সভা-সমাবেশ করবে দলটি। পরিকল্পনা অনুযায়ী, ৬৬ দিনের এই যাত্রা ৬ হাজার ৭১৩ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মহারাষ্ট্রে গিয়ে শেষ হবে। 

আসামের মন্দিরে ঢুকতে না দেওয়ার বিষয়ে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রোববার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা রাহুল গান্ধীকে তাঁর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রার’ রুট পরিবর্তনের আহ্বান জানিয়েছিলেন। রামমন্দিরের অভিষেক অনুষ্ঠানের দিন পঞ্চদশ শতাব্দীর অসমিয়া সাধক ও সমাজসংস্কারক শ্রীমন্ত শঙ্করদেবের জন্মস্থান বটদ্রবায় রাহুলের সফর পরিকল্পনাকে অপ্রয়োজনীয় প্রতিযোগিতা হিসেবে আখ্যায়িত করেছিলেন। 

আজ সোমবার মন্দিরে ঢুকতে বাধা দেওয়ার পর রাস্তায় বসে পড়ে প্রতিবাদ জানান রাহুল; পাশাপাশি আসামে ভারত জোড়ো ন্যায় যাত্রায় ‘পরিকল্পিত হামলার’ অভিযোগ এনে দেশজুড়ে প্রতিবাদ ঘোষণা করেছে কংগ্রেস পার্টি। পার্টির সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে তাদের দল, সম্পত্তি এবং নেতাদের ওপর হামলার জন্য অভিযুক্ত করেছেন এবং হিমন্তকে ‘ভারতের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী’ হিসেবে চিহ্নিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত