Ajker Patrika

মুম্বাইয়ে ভবন ধসে শিশুসহ নিহত ১১

আপডেট : ১০ জুন ২০২১, ১২: ০০
মুম্বাইয়ে ভবন ধসে শিশুসহ নিহত ১১

ঢাকা: ভারতের মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ে ভারী বৃষ্টিপাতে ভবনধসের ঘটনা ঘটেছে। এতে ৮ শিশুসহ ১১ জনের মৃত্যু হয়েছে। গত  বুধবার রাতে মুম্বাইয়ের মালাদ এলাকায় একটি বহুতল ভবন ধসে পাশের একটি বস্তির ওপর ভেঙে পড়ে

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছেধারণা করা হচ্ছে, এখনো ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা পড়ে আছে। উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে

হাসপাতালের ডাক্তারদের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, ভবনধসের ঘটনায় ১৮ জন আহত হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেনউদ্ধারকর্মীরা পাশের একটি তিনতলা ভবন থেকেও লোকজনকে সরিয়ে নিয়েছে। ওই ভবনের অবস্থা ভালো নয় এবং সেটাও যেকোনো সময় ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত