ভারতের উত্তর প্রদেশের একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ১৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ২১ জন। গতকাল শনিবার সন্ধ্যায় হাপুর জেলার ধাউলানা শিল্পাঞ্চলে এ দুর্ঘটনা ঘটেছে। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
শিল্পাঞ্চলটি রাজধানী দিল্লি থেকে ৮০ কিলোমিটার দূরে অবস্থিত। দুর্ঘটনার সময় কারখানার আশপাশে ৩০-এর বেশি ব্যক্তি ছিলেন। পিটিআই জানিয়েছে, বিস্ফোরণের খবর পাওয়ামাত্র অগ্নি নির্বাপণকর্মীরা সেখানে ছুটে যান।
এদিকে বার্তা সংস্থা এনডিটিভি জানিয়েছে, বিস্ফোরণের আঘাত এতটাই তীব্র ছিল যে আশপাশের কয়েকটি কারখানার ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর অগ্নি নির্বাপণকর্মীরা আগুন নেভাতে সক্ষম হয়েছেন।
কারখানাটিকে ইলেকট্রনিক সামগ্রী তৈরির লাইসেন্স দেওয়া হলেও তারা পটকা তৈরি করত বলে জানিয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। তাঁরা আরও বলেছেন, কারখানাটির মালিকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তবে পুলিশ তাঁকে এখনো গ্রেপ্তার করতে পারেনি।
এ দুর্ঘটনায় নিহতদের প্রতি ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গভীর শোক করেছেন। যোগী আদিত্যনাথ বলেছেন, ‘সুষ্ঠু তদন্ত করে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হবে।’ একই সঙ্গে তিনি নিহত ও আহতদের পরিবারকে সব ধরনের সহযোগিতা করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।
হাপুর জেলা ম্যাজিস্ট্রেট মেধা রূপম বলেছেন, ‘কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তা তদন্তসাপেক্ষ বিষয়। ফরেনসিক দল ইতিমধ্যে সেখানে পৌঁছেছে এবং নমুনা সংগ্রহ করেছে। আমরা এখন আহতদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি। এরই মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য সাফদরজং হাসপাতালে পাঠানো হয়েছে।’
তদন্তে যদি কারখানা মালিকের অবহেলা প্রমাণিত হয়, তবে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। মেধা রূপম বলেন, ‘কারখানাটি একটি সিএনজি পাম্পের পাশে অবস্থিত। বিস্ফোরণের সূত্রপাত সেখান থেকে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।’
ভারতের উত্তর প্রদেশের একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ১৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ২১ জন। গতকাল শনিবার সন্ধ্যায় হাপুর জেলার ধাউলানা শিল্পাঞ্চলে এ দুর্ঘটনা ঘটেছে। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
শিল্পাঞ্চলটি রাজধানী দিল্লি থেকে ৮০ কিলোমিটার দূরে অবস্থিত। দুর্ঘটনার সময় কারখানার আশপাশে ৩০-এর বেশি ব্যক্তি ছিলেন। পিটিআই জানিয়েছে, বিস্ফোরণের খবর পাওয়ামাত্র অগ্নি নির্বাপণকর্মীরা সেখানে ছুটে যান।
এদিকে বার্তা সংস্থা এনডিটিভি জানিয়েছে, বিস্ফোরণের আঘাত এতটাই তীব্র ছিল যে আশপাশের কয়েকটি কারখানার ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর অগ্নি নির্বাপণকর্মীরা আগুন নেভাতে সক্ষম হয়েছেন।
কারখানাটিকে ইলেকট্রনিক সামগ্রী তৈরির লাইসেন্স দেওয়া হলেও তারা পটকা তৈরি করত বলে জানিয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। তাঁরা আরও বলেছেন, কারখানাটির মালিকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তবে পুলিশ তাঁকে এখনো গ্রেপ্তার করতে পারেনি।
এ দুর্ঘটনায় নিহতদের প্রতি ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গভীর শোক করেছেন। যোগী আদিত্যনাথ বলেছেন, ‘সুষ্ঠু তদন্ত করে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হবে।’ একই সঙ্গে তিনি নিহত ও আহতদের পরিবারকে সব ধরনের সহযোগিতা করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।
হাপুর জেলা ম্যাজিস্ট্রেট মেধা রূপম বলেছেন, ‘কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তা তদন্তসাপেক্ষ বিষয়। ফরেনসিক দল ইতিমধ্যে সেখানে পৌঁছেছে এবং নমুনা সংগ্রহ করেছে। আমরা এখন আহতদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি। এরই মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য সাফদরজং হাসপাতালে পাঠানো হয়েছে।’
তদন্তে যদি কারখানা মালিকের অবহেলা প্রমাণিত হয়, তবে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। মেধা রূপম বলেন, ‘কারখানাটি একটি সিএনজি পাম্পের পাশে অবস্থিত। বিস্ফোরণের সূত্রপাত সেখান থেকে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।’
ইউক্রেন ও রাশিয়া পরস্পরের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কেবল প্রচারের উদ্দেশ্যে’ এই যুদ্ধবিরতি ঘোষণার করেছেন।
১ ঘণ্টা আগেসৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে...
৫ ঘণ্টা আগেগতকাল শনিবার, চিফ অব জেনারেল স্টাফ ভ্যালারি গেরাসিমভের সঙ্গে বৈঠকের পর বিশেষ এই ‘ইস্টার ট্রুস’ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখবে রাশিয়ার সেনাবাহিনী।
৮ ঘণ্টা আগেঅস্ত্রসমর্পণ করছে না ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত শুক্রবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান নাঈম কাশেম। ইসরায়েলের আগ্রাসী আচরণ বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো আলোচনায় বসবে না বলেও জানান তিনি।
৯ ঘণ্টা আগে