Ajker Patrika

দারিয়ার সন্দেহভাজন খুনির ছবি ও ভিডিও প্রকাশ করল রাশিয়া

অনলাইন ডেস্ক
আপডেট : ২৩ আগস্ট ২০২২, ১৭: ১৫
Thumbnail image

পুতিনের মস্তিষ্কখ্যাত দার্শনিক আলেকসান্দর দুগিনের মেয়ে দারিয়া দুগিনাকে হত্যাকারী হিসেবে সন্দেহভাজন এক নারীর ছবি ও ভিডিও প্রকাশ করেছে রাশিয়া।

সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, ইউক্রেনের এক নাগরিক দারিয়া দুগিনা খুনের ঘটনার আগে রাশিয়াতে প্রবেশ করছেন এবং হত্যাকাণ্ডের পর দেশ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন।

রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) এই ভিডিও এবং বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। দাবি করা হচ্ছে, সন্দেহভাজন ওই নারী ইউক্রেনের নাগরিক, তাঁর নাম নাতালিয়া ভভক।

গত শনিবার মস্কোতে গাড়ি বোমা হামলায় সাংবাদিক দারিয়া দুগিনাকে হত্যার প্রধান সন্দেহভাজন হিসেবে নাতালিয়াকে চিহ্নিত করেছে এফএসবি। গতকাল সোমবার ফুটেজ প্রকাশ করা হয়েছে। ফুটেজে দেখা যাচ্ছে, নাতালিয়া তাঁর কিশোরী কন্যাকে নিয়ে রাশিয়ায় প্রবেশ করছেন। দুগিনা যে ভবনে থাকতেন সেখানে প্রবেশ করেন। ঘটনার পর তিনি তাড়াহুড়ো করে দেশ ছেড়ে চলে যাচ্ছেন।

দুগিনা হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন হিসেবে ৪৩ বছর বয়সী নাতালিয়ার নাম ঘোষণা করেছে এফএসবি। ইউক্রেনীয় ওই নাগরিক তল্লাশি এড়াতে দোনেৎস্ক পিপলস রিপাবলিকের লাইসেন্স প্লেট ব্যবহার করে গত ২৩ জুলাই রাশিয়ায় প্রবেশ করেন। মস্কোতে অবস্থান কালে তিনি তাঁর মিনি কুপার কারটির নম্বর প্লেট পরিবর্তন করে কাজাখস্তানের নম্বর প্লেট লাগিয়ে নেন। কাজাখস্তান এখন রাশিয়ার মিত্র সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র। গাড়িবোমা বিস্ফোরণের পরদিন রোববার নাতারিয়া সীমান্ত পেরিয়ে ইউক্রেনের নম্বর প্লেট লাগিয়ে এস্তোনিয়ায় চলে যান। এমনটিই দাবি করছে এফএসবি।

সিসিটিভি ফুটেজে পাশাপাশি একই গাড়ির বিভিন্ন লাইসেন্স প্লেটের ছবিও জুড়ে দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ বলছে, রাশিয়ায় ঘোরাফেরা করার সময় যাতে কেউ সন্দেহ না করে এ জন্য নাতালিয়া তাঁর কিশোরী কন্যাকে ব্যবহার করেছেন। দুগিনা যেখানে থাকতেন সেই একই ভবনে একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নেন নাতালিয়া। দরজার ক্যামেরায় তাঁর উপস্থিতি ধরা পড়েছে।

ইউক্রেনের ন্যাশনাল গার্ডের ইউনিফর্মে নাতালিয়ার একটি ফটো আইডি রাশিয়ান ইন্টারনেটে গত এপ্রিল মাসে প্রকাশিত হয়। নব্য-নাৎসি আজভ রেজিমেন্ট সদস্যদের প্রমাণ এটি। সেখানে তাঁর নামের শেষাংশ দেখানো হয় ‘শাবান’। এফএসবি বলছে, রাশিয়ায় প্রবেশের সময় তাঁর মেয়ের নামের শেষাংশ হিসেবে এটিই ব্যবহার করা হয়েছিল।

দারিয়া দুগিনা (২৯)

গত শনিবার সন্ধ্যায় বাবা দার্শনিক আলেকসান্দর দুগিনের সঙ্গে মস্কোর কাছে একটি ঘরোয়া পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে যান দুগিনা (২৯)। পরে বাবার গাড়ি চালিয়ে একাই ফিরছিলেন তিনি। পথে গাড়িটি বিস্ফোরিত হয়ে দুগিনা মারা যান।

আলেকসান্দর দুগিন এবং ভ্লাদিমির পুতিন এই ঘটনার জন্য ইউক্রেনকেই দায়ী করছেন। তবে ইউক্রেন বলছে, এর সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত