পুতিনের মস্তিষ্কখ্যাত দার্শনিক আলেকসান্দর দুগিনের মেয়ে দারিয়া দুগিনাকে হত্যাকারী হিসেবে সন্দেহভাজন এক নারীর ছবি ও ভিডিও প্রকাশ করেছে রাশিয়া।
সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, ইউক্রেনের এক নাগরিক দারিয়া দুগিনা খুনের ঘটনার আগে রাশিয়াতে প্রবেশ করছেন এবং হত্যাকাণ্ডের পর দেশ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন।
রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) এই ভিডিও এবং বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। দাবি করা হচ্ছে, সন্দেহভাজন ওই নারী ইউক্রেনের নাগরিক, তাঁর নাম নাতালিয়া ভভক।
গত শনিবার মস্কোতে গাড়ি বোমা হামলায় সাংবাদিক দারিয়া দুগিনাকে হত্যার প্রধান সন্দেহভাজন হিসেবে নাতালিয়াকে চিহ্নিত করেছে এফএসবি। গতকাল সোমবার ফুটেজ প্রকাশ করা হয়েছে। ফুটেজে দেখা যাচ্ছে, নাতালিয়া তাঁর কিশোরী কন্যাকে নিয়ে রাশিয়ায় প্রবেশ করছেন। দুগিনা যে ভবনে থাকতেন সেখানে প্রবেশ করেন। ঘটনার পর তিনি তাড়াহুড়ো করে দেশ ছেড়ে চলে যাচ্ছেন।
দুগিনা হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন হিসেবে ৪৩ বছর বয়সী নাতালিয়ার নাম ঘোষণা করেছে এফএসবি। ইউক্রেনীয় ওই নাগরিক তল্লাশি এড়াতে দোনেৎস্ক পিপলস রিপাবলিকের লাইসেন্স প্লেট ব্যবহার করে গত ২৩ জুলাই রাশিয়ায় প্রবেশ করেন। মস্কোতে অবস্থান কালে তিনি তাঁর মিনি কুপার কারটির নম্বর প্লেট পরিবর্তন করে কাজাখস্তানের নম্বর প্লেট লাগিয়ে নেন। কাজাখস্তান এখন রাশিয়ার মিত্র সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র। গাড়িবোমা বিস্ফোরণের পরদিন রোববার নাতারিয়া সীমান্ত পেরিয়ে ইউক্রেনের নম্বর প্লেট লাগিয়ে এস্তোনিয়ায় চলে যান। এমনটিই দাবি করছে এফএসবি।
সিসিটিভি ফুটেজে পাশাপাশি একই গাড়ির বিভিন্ন লাইসেন্স প্লেটের ছবিও জুড়ে দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ বলছে, রাশিয়ায় ঘোরাফেরা করার সময় যাতে কেউ সন্দেহ না করে এ জন্য নাতালিয়া তাঁর কিশোরী কন্যাকে ব্যবহার করেছেন। দুগিনা যেখানে থাকতেন সেই একই ভবনে একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নেন নাতালিয়া। দরজার ক্যামেরায় তাঁর উপস্থিতি ধরা পড়েছে।
ইউক্রেনের ন্যাশনাল গার্ডের ইউনিফর্মে নাতালিয়ার একটি ফটো আইডি রাশিয়ান ইন্টারনেটে গত এপ্রিল মাসে প্রকাশিত হয়। নব্য-নাৎসি আজভ রেজিমেন্ট সদস্যদের প্রমাণ এটি। সেখানে তাঁর নামের শেষাংশ দেখানো হয় ‘শাবান’। এফএসবি বলছে, রাশিয়ায় প্রবেশের সময় তাঁর মেয়ের নামের শেষাংশ হিসেবে এটিই ব্যবহার করা হয়েছিল।
গত শনিবার সন্ধ্যায় বাবা দার্শনিক আলেকসান্দর দুগিনের সঙ্গে মস্কোর কাছে একটি ঘরোয়া পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে যান দুগিনা (২৯)। পরে বাবার গাড়ি চালিয়ে একাই ফিরছিলেন তিনি। পথে গাড়িটি বিস্ফোরিত হয়ে দুগিনা মারা যান।
আলেকসান্দর দুগিন এবং ভ্লাদিমির পুতিন এই ঘটনার জন্য ইউক্রেনকেই দায়ী করছেন। তবে ইউক্রেন বলছে, এর সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই।
পুতিনের মস্তিষ্কখ্যাত দার্শনিক আলেকসান্দর দুগিনের মেয়ে দারিয়া দুগিনাকে হত্যাকারী হিসেবে সন্দেহভাজন এক নারীর ছবি ও ভিডিও প্রকাশ করেছে রাশিয়া।
সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, ইউক্রেনের এক নাগরিক দারিয়া দুগিনা খুনের ঘটনার আগে রাশিয়াতে প্রবেশ করছেন এবং হত্যাকাণ্ডের পর দেশ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন।
রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) এই ভিডিও এবং বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। দাবি করা হচ্ছে, সন্দেহভাজন ওই নারী ইউক্রেনের নাগরিক, তাঁর নাম নাতালিয়া ভভক।
গত শনিবার মস্কোতে গাড়ি বোমা হামলায় সাংবাদিক দারিয়া দুগিনাকে হত্যার প্রধান সন্দেহভাজন হিসেবে নাতালিয়াকে চিহ্নিত করেছে এফএসবি। গতকাল সোমবার ফুটেজ প্রকাশ করা হয়েছে। ফুটেজে দেখা যাচ্ছে, নাতালিয়া তাঁর কিশোরী কন্যাকে নিয়ে রাশিয়ায় প্রবেশ করছেন। দুগিনা যে ভবনে থাকতেন সেখানে প্রবেশ করেন। ঘটনার পর তিনি তাড়াহুড়ো করে দেশ ছেড়ে চলে যাচ্ছেন।
দুগিনা হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন হিসেবে ৪৩ বছর বয়সী নাতালিয়ার নাম ঘোষণা করেছে এফএসবি। ইউক্রেনীয় ওই নাগরিক তল্লাশি এড়াতে দোনেৎস্ক পিপলস রিপাবলিকের লাইসেন্স প্লেট ব্যবহার করে গত ২৩ জুলাই রাশিয়ায় প্রবেশ করেন। মস্কোতে অবস্থান কালে তিনি তাঁর মিনি কুপার কারটির নম্বর প্লেট পরিবর্তন করে কাজাখস্তানের নম্বর প্লেট লাগিয়ে নেন। কাজাখস্তান এখন রাশিয়ার মিত্র সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র। গাড়িবোমা বিস্ফোরণের পরদিন রোববার নাতারিয়া সীমান্ত পেরিয়ে ইউক্রেনের নম্বর প্লেট লাগিয়ে এস্তোনিয়ায় চলে যান। এমনটিই দাবি করছে এফএসবি।
সিসিটিভি ফুটেজে পাশাপাশি একই গাড়ির বিভিন্ন লাইসেন্স প্লেটের ছবিও জুড়ে দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ বলছে, রাশিয়ায় ঘোরাফেরা করার সময় যাতে কেউ সন্দেহ না করে এ জন্য নাতালিয়া তাঁর কিশোরী কন্যাকে ব্যবহার করেছেন। দুগিনা যেখানে থাকতেন সেই একই ভবনে একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নেন নাতালিয়া। দরজার ক্যামেরায় তাঁর উপস্থিতি ধরা পড়েছে।
ইউক্রেনের ন্যাশনাল গার্ডের ইউনিফর্মে নাতালিয়ার একটি ফটো আইডি রাশিয়ান ইন্টারনেটে গত এপ্রিল মাসে প্রকাশিত হয়। নব্য-নাৎসি আজভ রেজিমেন্ট সদস্যদের প্রমাণ এটি। সেখানে তাঁর নামের শেষাংশ দেখানো হয় ‘শাবান’। এফএসবি বলছে, রাশিয়ায় প্রবেশের সময় তাঁর মেয়ের নামের শেষাংশ হিসেবে এটিই ব্যবহার করা হয়েছিল।
গত শনিবার সন্ধ্যায় বাবা দার্শনিক আলেকসান্দর দুগিনের সঙ্গে মস্কোর কাছে একটি ঘরোয়া পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে যান দুগিনা (২৯)। পরে বাবার গাড়ি চালিয়ে একাই ফিরছিলেন তিনি। পথে গাড়িটি বিস্ফোরিত হয়ে দুগিনা মারা যান।
আলেকসান্দর দুগিন এবং ভ্লাদিমির পুতিন এই ঘটনার জন্য ইউক্রেনকেই দায়ী করছেন। তবে ইউক্রেন বলছে, এর সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই।
ইসরায়েল যদি গাজায় চলমান যুদ্ধ ও মানবিক বিপর্যয় থামাতে কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য। এমন ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে
১ ঘণ্টা আগেগাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার আগ্রাসনে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৬০ হাজার ছাড়িয়ে গেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৬০ হাজার ৩৪ জন। এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
১ ঘণ্টা আগেরাশিয়ায় ভয়াবহ এক ভূমিকম্প আঘাত হেনেছে, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৮ দশমিক ৮। এই শক্তিশালী কম্পনের পর একাধিক দেশে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। ধারণা করা হচ্ছে, এটি সাম্প্রতিক কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।
২ ঘণ্টা আগেআজ থেকে ৪৪ বছর আগে ১৯৮১ সালের ২৯ জুলাই সেন্ট পল’স ক্যাথেড্রালে প্রিন্স চার্লসকে (বর্তমান ব্রিটিশ রাজা) বিয়ে করেছিলেন প্রিন্সেস ডায়ানা। রাজকীয় পোশাক ও ২৫ ফুট লম্বা ট্রেন ছাপিয়ে সেদিন সবার নজর কেড়ে নেয় ডায়ানার মাথার ঝলমলে টায়রা।
১১ ঘণ্টা আগে