Ajker Patrika

ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় ৩ শিশুসহ নিহত ৭ 

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৫: ২১
ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় ৩ শিশুসহ নিহত ৭ 

ইউক্রেনীয় অঞ্চল খারকিভে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত সাতজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে তিনজনই শিশু। এই হামলায় খারকিভের একটি আবাসিক এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। খারকিভের স্থানীয় প্রশাসন বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছে।

খারকিভের আঞ্চলিক গভর্নর ওলেগ সিনোহুবো জানিয়েছেন, শুক্রবার গভীর রাতে রুশ বাহিনী খারকিভের পূর্বাঞ্চলে হামলা চালায়। এই হামলায় খারকিভের বেশ কয়েকটি বেসামরিক স্থাপন বিধ্বস্ত হয়। আগুন ধরে যায় বেশ কয়েকটি ভবনে। সব মিলিয়ে ১৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন সিনেহুবো।

সিনেহুবো বলেছেন, ‘রাশিয়ার এই হামলার ফলে সব মিলিয়ে সাতজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে তিনজনই শিশু। তাদের মধ্যে একজনের বয়স ৭, একজনের ৪ এবং অপর শিশুর বয়স মাত্র ৬ মাস।’ সিনেহুবো তাঁর টেলিগ্রাম চ্যানেলে এ তথ্য জানিয়েছেন। এ ছাড়া রুশ হামলায় আরও তিনজন গুরুতর আহত হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে, ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা রাশিয়া থেকে হামলা করতে আসা ৩১টি ড্রোনের মধ্যে ২৩টিকেই ভূপাতিত করেছে। খারকিভ ছাড়াও বেশ কয়েকটি ড্রোন বন্দরনগরী ওদেসায়ও আঘাত হেনেছে।

এদিকে, মার্কিন সম্প্রচারমাধ্যম ফক্স নিউজের সাবেক সাংবাদিক টাকার কার্লসনকে দেওয়া এক সাক্ষাৎকারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া ইউক্রেনে তার স্বার্থ রক্ষায় শেষ পর্যন্ত লড়াই করবে। তবে এই লড়াই বা যুদ্ধ পোল্যান্ড বা লাটভিয়ায় টেনে নেওয়ার ইচ্ছা তাঁর দেশের নেই।

সাক্ষাৎকারে পুতিন বলেন, ‘পশ্চিমা নেতারা বুঝতে পেরেছেন যে, রাশিয়াকে কৌশলগতভাবে হারানো অসম্ভব এবং এরপর কী করা উচিত বিষয়টি নিয়ে তাঁরা ধন্দে আছেন।’ এ সময় তিনি জানান, রাশিয়া পশ্চিমা বিশ্বের সঙ্গে সংলাপের জন্য প্রস্তুত।

ন্যাটো সদস্য পোল্যান্ডে রুশ সৈন্য পাঠাবেন কি না, জানতে চাইলে পুতিন বলেন, ‘কেবল একটি চিত্রকল্প বিবেচনায় আমি এমনটি করব—যদি পোল্যান্ড রাশিয়ায় আক্রমণ করে। কারণ পোল্যান্ড, লাটভিয়া বা অন্য কোথাও আমাদের কোনো আগ্রহ নেই। কেন আমরা তা করব? এসব এলাকায় আমাদের কোনো স্বার্থ নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত