তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, প্রয়োজনে যুক্তরাজ্য তালেবানের সঙ্গে কাজ করবে। আজ শুক্রবার গণমাধ্যমকে তিনি এমনটি জানান।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী জনসন বলেন, আমি জনগণকে আশ্বস্ত করে যা বলতে চাই তা হচ্ছে, আফগানিস্তান সমস্যার একটি সমাধান খুঁজে বের করতে আমাদের রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। যদি তালেবানের সঙ্গে কাজ করার প্রয়োজন তাহলে অবশ্যই করব।
আফগানিস্তান পরিস্থিতি নিয়ে অবহেলা করার জন্য সমালোচনার সম্মুখীন হয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব। তাঁর পক্ষসমর্থন করেও এদিন কথা বলেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বিরুদ্ধে অভিযোগ, তালেবান কাবুল দখলে অগ্রসর হওয়ার সময়টিতে তিনি আফগানিস্তানে ব্রিটিশদের হয়ে কাজ করা আফগান নাগরিকদের সহায়তা করার বিষয়টিতে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছেন। তা ছাড়া, ছুটিতে গিয়ে এক সপ্তাহেরও বেশি সময় অধীনস্থদের হাতে বেশির ভাগ কাজের দায়িত্ব দিয়ে উধাও হয়ে ছিলেন তিনি। গত রোববার তালেবানের হাতে আফগানিস্তানের রাজধানী কাবুলের পতনের দিনেই কেবল ছুটি কাটিয়ে ফিরতে দেখা যায় রাবকে।
এরপরও পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবের ওপর যুক্তরাজ্যের সরকারের আস্থা আছে কি–না তা জানতে চাওয়া হলে জনসন বলেন, অবশ্যই।
যুক্তরাজ্যে সরকার জানিয়েছে, গত শনিবার থেকে এ পর্যন্ত ১ হাজার ৬১৫ কে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৩৯৯ জন ব্রিটিশ নাগরিক ও তাদের পরিবার পরিজন, ৩২০ জন দূতাবাসের কর্মী এবং ৪০২ জন আফগান।
তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, প্রয়োজনে যুক্তরাজ্য তালেবানের সঙ্গে কাজ করবে। আজ শুক্রবার গণমাধ্যমকে তিনি এমনটি জানান।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী জনসন বলেন, আমি জনগণকে আশ্বস্ত করে যা বলতে চাই তা হচ্ছে, আফগানিস্তান সমস্যার একটি সমাধান খুঁজে বের করতে আমাদের রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। যদি তালেবানের সঙ্গে কাজ করার প্রয়োজন তাহলে অবশ্যই করব।
আফগানিস্তান পরিস্থিতি নিয়ে অবহেলা করার জন্য সমালোচনার সম্মুখীন হয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব। তাঁর পক্ষসমর্থন করেও এদিন কথা বলেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বিরুদ্ধে অভিযোগ, তালেবান কাবুল দখলে অগ্রসর হওয়ার সময়টিতে তিনি আফগানিস্তানে ব্রিটিশদের হয়ে কাজ করা আফগান নাগরিকদের সহায়তা করার বিষয়টিতে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছেন। তা ছাড়া, ছুটিতে গিয়ে এক সপ্তাহেরও বেশি সময় অধীনস্থদের হাতে বেশির ভাগ কাজের দায়িত্ব দিয়ে উধাও হয়ে ছিলেন তিনি। গত রোববার তালেবানের হাতে আফগানিস্তানের রাজধানী কাবুলের পতনের দিনেই কেবল ছুটি কাটিয়ে ফিরতে দেখা যায় রাবকে।
এরপরও পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবের ওপর যুক্তরাজ্যের সরকারের আস্থা আছে কি–না তা জানতে চাওয়া হলে জনসন বলেন, অবশ্যই।
যুক্তরাজ্যে সরকার জানিয়েছে, গত শনিবার থেকে এ পর্যন্ত ১ হাজার ৬১৫ কে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৩৯৯ জন ব্রিটিশ নাগরিক ও তাদের পরিবার পরিজন, ৩২০ জন দূতাবাসের কর্মী এবং ৪০২ জন আফগান।
বিয়ের আগে অনেকেই জীবনের সঙ্গীকে খুঁজে পান। কিন্তু নিউইয়র্কের মিশের ফক্স খুঁজে পেলেন জীবনের সঙ্গীর পাশাপাশি এক অমূল্য হিরাও। ৩১ বছর বয়সী ফক্স দুই বছর আগে সিদ্ধান্ত নেন, নিজের বিয়ের আংটির জন্য হিরা তিনি নিজেই খুঁজে বের করবেন। আর এর জন্য তিনি পৃথিবীর যে কোনো জায়গায় যেতে প্রস্তুত ছিলেন।
৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নিউ জার্সির ৭৬ বছর বয়সী থংবুয়ে ওংবানডু (ডাকনাম ‘বু’) একদিন হঠাৎ একদিন পরিবারকে জানালেন, তিনি নিউইয়র্কে এক পুরোনো বন্ধুর সঙ্গে দেখা করতে যাবেন। বৃদ্ধের মুখে এই কথা শুনে তাঁর স্ত্রী লিন্ডা কিছুটা অবাকই হলেন—কারণ, বহু বছর আগে নিউইয়র্ক ছেড়ে আসা বু সেখানে কাউকেই চিনতেন না।
১০ ঘণ্টা আগেকাশ্মীরের কিসতওয়ার জেলার প্রত্যন্ত গ্রাম চশোতি আজ পরিণত হয়েছে এক ভয়াবহ মৃত্যুকূপে। দুপুরের পর হঠাৎ করেই ঘটে যায় প্রবল ক্লাউডবার্স্ট। মুহূর্তের মধ্যেই পাহাড়ি ঝরনাগুলো দানবীয় রূপে নেমে আসে গ্রাম ও তার আশপাশে। জল, কাদা, পাথর মিশে তৈরি হয় এক অপ্রতিরোধ্য ধ্বংস স্রোত।
১১ ঘণ্টা আগেএ বৈঠক ঘিরে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে, অতীতের মতো পুতিনের প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাবাপন্ন ট্রাম্প নাকি সম্প্রতি কঠোর অবস্থান নেওয়া ট্রাম্প বৈঠকে উপস্থিত হবেন। বার্তা সংস্থা রয়টার্স বলছে, ২০১৮ সালে হেলসিঙ্কিতে পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকটি বেশ বন্ধুত্বপূর্ণ ছিল।
১১ ঘণ্টা আগে