Ajker Patrika

ওভারটাউন ব্রিজ: যেখানে গেলে আত্মহত্যার চেষ্টা করে পোষা প্রাণীরা 

অনলাইন ডেস্ক
আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৪: ৪০
ওভারটাউন ব্রিজ: যেখানে গেলে আত্মহত্যার চেষ্টা করে পোষা প্রাণীরা 

স্কটল্যান্ডের ডাম্বারটনের ওভারটাউন ব্রিজ। স্থানটিতে গেলেই উন্মত্ত হয়ে আত্মহত্যার চেষ্টা করে পোষা প্রাণীরা। তবে এ নিয়ে স্থানীয় ও বিশেষজ্ঞদের ভিন্ন মত রয়েছে। 

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, স্কটল্যান্ডের এই সেতু ‘ডগ স্যুইসাইড ব্রিজ’ হিসেবে পরিচিত। স্থানীয়দের কেউ দাবি করেন, ১৯৫০ সাল থেকে তিন শতাধিক পোষা প্রাণী এই ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। কেউ কেউ আবার দাবি করেন, সংখ্যাটা দ্বিগুণ, অর্থাৎ প্রায় ৬০০ পোষা প্রাণী ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে, যার মধ্যে কিছু পোষা প্রাণীর মৃত্যুও হয়েছে। 

ওভারটাউন ব্রিজের নিচে একটি নদী রয়েছে, কিন্তু তা বছরের বেশির ভাগ সময়ই শুকনো থাকে। নদীর নিচের অংশে মাটির বদলে রয়েছে পাথর। সেখানেই ঝাঁপ দেয় প্রাণীগুলো। এভাবে প্রচুর পোষা প্রাণীর মৃত্যু হয়েছে। যারা বেঁচে গিয়েছে, তাদের মধ্যে অনেকে নাকি ফের আত্মহত্যার চেষ্টা করেছে। 

২০১৪ সালে নিজের পোষ্যকে নিয়ে ওভারটাউন ব্রিজে গিয়েছিলেন এলিস ট্রাভেরো। তাঁর দাবি, ব্রিজে ওঠার পর থেকেই তাঁর শান্ত পোষা কুকুর বিচলিত হয়ে ওঠে। কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে থাকার পর সোজা নিচে ঝাঁপ দেয়। একই ঘটনা ঘটে কেনিথ মেকল নামের আরেক ব্যক্তির ক্ষেত্রেও। 

কিন্তু কেন এমন কাজ করছে পোষা প্রাণীরা? 

স্থানীয়দের কেউ কেউ দাবি করেন, ব্রিজটি অভিশপ্ত। ব্রিজের পাশেই রয়েছে ওভারটাউন হাউজ। সেখানকার মালিকের স্ত্রী তাঁর স্বামীর মৃত্যুর পর তাঁর শোকে একা এখানে ৩০ বছর কাটিয়েছেন। পরে ১৯৩৮ সালে তিনি মারা যান। তাঁর অতৃপ্ত আত্মার প্রভাবেই নাকি এ ঘটনা ঘটে। কিন্তু বিজ্ঞানীরা এই তত্ত্ব মানতে নারাজ। তাঁদের মতে, ব্রিজের পাশে সিমেন্টের চওড়া পাঁচিল রয়েছে। হয়তো সেই কারণেই পাঁচিল ও রাস্তার পার্থক্য বুঝতে পারে না। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত