রাশিয়ার রাজধানী মস্কোর কাছাকাছি এলাকায় অবস্থিত একটি বহুতল অফিস ভবনে বড় ধরনের অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। এই ঘটনায় ওই ভবনে থাকা অন্তত ৮ জনের প্রাণহানি ঘটেছে। বাংলাদেশ সময় সোমবার রাতে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম তাস-এর বরাত দিয়ে খবরটি জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, মস্কো থেকে ২৫ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে অবস্থিত ফ্রিয়াজিনো এলাকায় ওই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। আগুনের লেলিহান শিখা থেকে মাত্র একজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে ফায়ার সার্ভিসের কর্মীরা তাসকে জানিয়েছে। নিহত ৮ জনের মধ্যে অন্তত ২ জন আগুন থেকে বাঁচতে জানালা দিয়ে নিচে লাফ দিয়ে প্রাণ হারিয়েছেন। আর বাকি ৬ জন মারা গেছেন আগুনে ভস্মীভূত হয়ে একটি অফিস সজ্জা ধসে পড়ার ফলে।
অগ্নিকাণ্ডের একটি ভিডিও ফুটেজে ৮ তলা ওই ভবনের ওপর ধোঁয়া উড়তে দেখা গেছে। তবে এই ভবনটিতে কী ধরনের অফিস ছিল তা নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া যাচ্ছে। রাষ্ট্র নিয়ন্ত্রিত তাস জানিয়েছে, এই ভবনটিতে রাশিয়ার প্লাতান রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড ডিফেন্স ইন্ডাস্ট্রির অফিস ছিল। তবে তা বহুদিন আগে। দাবি করা হচ্ছে, ভবনটি ১৯৯০-এর দশক থেকেই ব্যক্তি মালিকানাধীন ছিল। তবে বিরোধী গণমাধ্যমগুলো দাবি করেছে, ২০২৩ সালের শেষ দিকেও এই ভবনে প্লাতান অফিসের অস্তিত্ব দেখা গেছে। এই অফিস থেকেই বিভিন্ন সামরিক প্রযুক্তি নিয়ে গবেষণা হয়ে আসছে। প্লাতান ইনস্টিটিউটের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞাও জারি করা হয়েছিল।
স্থানীয় গভর্নর আন্দ্রে বরোভব বলেছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার করা ৩৪ বছর বয়সী এক ব্যক্তিকে মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। পাশাপাশি উদ্ধারকাজে নিয়োজিত দুই ফায়ার সার্ভিস কর্মীকেও চিকিৎসা দিতে হয়েছে।
অগ্নিকাণ্ড থামাতে ঘটনাস্থলে শতাধিক ব্যক্তির সমন্বয়ে গঠিত একটি বিশেষায়িত বাহিনী ছাড়াও দুটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছিল। প্রাথমিকভাবে কীভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে সেই সম্পর্কে কিছু জানা যায়নি। তবে ছয়তলা থেকে আগুনের সূত্রপাত ঘটেছিল বলে জানা গেছে।
রাশিয়ার রাজধানী মস্কোর কাছাকাছি এলাকায় অবস্থিত একটি বহুতল অফিস ভবনে বড় ধরনের অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। এই ঘটনায় ওই ভবনে থাকা অন্তত ৮ জনের প্রাণহানি ঘটেছে। বাংলাদেশ সময় সোমবার রাতে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম তাস-এর বরাত দিয়ে খবরটি জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, মস্কো থেকে ২৫ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে অবস্থিত ফ্রিয়াজিনো এলাকায় ওই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। আগুনের লেলিহান শিখা থেকে মাত্র একজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে ফায়ার সার্ভিসের কর্মীরা তাসকে জানিয়েছে। নিহত ৮ জনের মধ্যে অন্তত ২ জন আগুন থেকে বাঁচতে জানালা দিয়ে নিচে লাফ দিয়ে প্রাণ হারিয়েছেন। আর বাকি ৬ জন মারা গেছেন আগুনে ভস্মীভূত হয়ে একটি অফিস সজ্জা ধসে পড়ার ফলে।
অগ্নিকাণ্ডের একটি ভিডিও ফুটেজে ৮ তলা ওই ভবনের ওপর ধোঁয়া উড়তে দেখা গেছে। তবে এই ভবনটিতে কী ধরনের অফিস ছিল তা নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া যাচ্ছে। রাষ্ট্র নিয়ন্ত্রিত তাস জানিয়েছে, এই ভবনটিতে রাশিয়ার প্লাতান রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড ডিফেন্স ইন্ডাস্ট্রির অফিস ছিল। তবে তা বহুদিন আগে। দাবি করা হচ্ছে, ভবনটি ১৯৯০-এর দশক থেকেই ব্যক্তি মালিকানাধীন ছিল। তবে বিরোধী গণমাধ্যমগুলো দাবি করেছে, ২০২৩ সালের শেষ দিকেও এই ভবনে প্লাতান অফিসের অস্তিত্ব দেখা গেছে। এই অফিস থেকেই বিভিন্ন সামরিক প্রযুক্তি নিয়ে গবেষণা হয়ে আসছে। প্লাতান ইনস্টিটিউটের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞাও জারি করা হয়েছিল।
স্থানীয় গভর্নর আন্দ্রে বরোভব বলেছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার করা ৩৪ বছর বয়সী এক ব্যক্তিকে মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। পাশাপাশি উদ্ধারকাজে নিয়োজিত দুই ফায়ার সার্ভিস কর্মীকেও চিকিৎসা দিতে হয়েছে।
অগ্নিকাণ্ড থামাতে ঘটনাস্থলে শতাধিক ব্যক্তির সমন্বয়ে গঠিত একটি বিশেষায়িত বাহিনী ছাড়াও দুটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছিল। প্রাথমিকভাবে কীভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে সেই সম্পর্কে কিছু জানা যায়নি। তবে ছয়তলা থেকে আগুনের সূত্রপাত ঘটেছিল বলে জানা গেছে।
জাপানের বিখ্যাত রেসের ঘোড়া হারু উরারা মারা গেছে ২৯ বছর বয়সে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কোলিক রোগে আক্রান্ত হয়ে মারা যায় সে। জীবদ্দশায় একটিও দৌড়ে জয়ী না হলেও জাপানে ধৈর্য, অধ্যবসায় ও আশাবাদের প্রতীক হয়ে উঠেছিল হারু উরারা।
৩ মিনিট আগেগাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিতর্কিত এক মার্কিন বাইকার গ্যাংয়ের সদস্যদের নিয়োগ দেওয়া হয়েছে বলে বিবিসির এক অনুসন্ধানে জানা গেছে। এই গ্যাংটির নাম ‘ইনফিডেলস মোটরসাইকেল ক্লাব’। অতীতে এই ক্লাবের ইসলামবিদ্বেষী কর্মকাণ্ডের ইতিহাস রয়েছে।
১ ঘণ্টা আগেনেপালের প্রভাবশালী রাজনৈতিক নেতা, সাবেক উপপ্রধানমন্ত্রী ও জ্বালানি মন্ত্রী টপ বাহাদুর রায়মাঝি আবারও শিরোনাম হলেন। তবে নেপাল কমিউনিস্ট পার্টির (মার্কস ও লেনিনপন্থী) এই নেতা এবার শিরোনাম হয়েছেন দেশে বিশৃঙ্খলার সুযোগে কারাগার থেকে পলায়ন করে।
২ ঘণ্টা আগেনেপালের রাজধানী কাঠমান্ডুতে মঙ্গলবারের তুলনায় বুধবার সকাল কিছুটা শান্ত মনে হলেও পরিস্থিতি এখনো ভয়াবহ। ভোর থেকে এই শহরের প্রধান মোড়গুলোতে ব্যারিকেড বসিয়ে ভেতরের রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে সেনারা।
৩ ঘণ্টা আগে