Ajker Patrika

ডলারের বিপরীতে ১৫ শতাংশ দাম হারাল লিরা, হতভম্ব তুরস্ক

ডলারের বিপরীতে ১৫ শতাংশ দাম হারাল লিরা, হতভম্ব তুরস্ক

দাম কমেই চলেছে তুরস্কের মুদ্রা লিরার। গতকাল মঙ্গলবার ডলারের বিপরীতে মুদ্রাটির ১৫ শতাংশ দাম কমেছে। তুরস্কের প্রধান বিরোধী দল এই বিপর্যয়কে সবচেয়ে সবচেয়ে অন্ধকারতম বলে আখ্যায়িত করেছে।

লিরার দরপতনের কারণে তুরস্কের সাধারণ জনগণ বিপাকে পড়েছে। তাঁদেরকে ছুটির পরিকল্পনা থেকে শুরু করে সাপ্তাহিক মুদি কেনাকাটা পর্যন্ত পুনর্বিবেচনা করতে হচ্ছে। 

তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির নেতা কামাল কিলিকদারোগ্লু বলেন, এমন বিপর্যয় তুরস্কের ইতিহাসে দেখা যায়নি। 

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে উদ্দেশ্য করে কিলিকদারোগ্লু বলেন, এই মুহূর্তে তুরস্ক প্রজাতন্ত্রের জন্য একটি মৌলিক জাতীয় নিরাপত্তা সমস্যা হলো আপনি। 

 মূলত এরদোয়ানের অর্থনৈতিক পরিকল্পনাকেই তুরস্কের অর্থনীতির এই দুর্দশার জন্য দায়ী করা হয়। তার পরিকল্পনা না মানলে সরিয়ে দেওয়া  হচ্ছে পদ থেকেও। গত ২ বছরে কেন্দ্রীয় ব্যাংকের ৪ জন গভর্নর পরিবর্তন করেছেন তিনি।

তুরস্কের রাজধানী আঙ্কারার একটি বাজারের বিক্রেতারা জানান, গতকাল মঙ্গলবার এক ডলারের বিনিময় ১৩ দশমিক ৪৫ লিরা পাওয়া যাচ্ছে। এক বছর আগেও এক ডলারের বিনিময়ে আট লিরা পাওয়া যেত।

 তুরস্কের একটি বিজ্ঞাপনী সংস্থায় কাজ করেন ২৮ বছর বয়সী সেলিন। তিনি বলেন, আমি মনে করি না এমন একটি দিন নেই যেখানে আমাকে আমার বাজেট দেখতে হচ্ছে না। পরের মাসের বেতন পাওয়ার সময়  হিসাব ১০০ গুণ পরিবর্তিত হয়। টয়লেট পেপারসহ সবকিছু আমাকে ভেবেচিন্তে কিনতে হচ্ছে। 

তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির প্রতিষ্ঠাতাকালীন সদস্য তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু এমন বিপর্যয়ের জন্য প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে দুষছেন। 

 লিরার এমন পতনের পর তুরস্কের বিরোধী দলের নেতারা জরুরি বৈঠক ডেকেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তার

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত