ফ্রান্সের প্যারিসে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানেই বিয়ের আংটি হারিয়ে ফেলেছেন ইতালীয় হাই জাম্পার জিয়ানমার্কো তাম্বেরি। এই ঘটনার জন্য পরে তিনি স্ত্রীর কাছে ক্ষমা চেয়েছেন।
বিবিসি জানিয়েছে, ৩২ বছর বয়সী বিশ্বচ্যাম্পিয়ন জিয়ানমার্কো এবার ইতালির পতাকা বহন করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে যখন ইতালির ক্রীড়াবিদদের বহনকারী নৌকাটি প্যারিসের সেইন নদী দিয়ে যাচ্ছিল তখনই তাঁর আঙুল থেকে আংটিটি পানিতে পড়ে যায়।
আংটি হারানোর ব্যথায় কাতর জিয়ানমার্কো পরে এই বিষয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন। এই পোস্টে তিনি তাঁর স্ত্রী চিয়ারা বনটেম্পি তাম্বেরিকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘দুঃখিত প্রেম আমার। আমি খুব দুঃখিত।’
দুঃখজনক এমন ঘটনার জন্য অলিম্পিকের আগে শরীরের ওজন কমানোর ফলে কিছুটা শুকিয়ে যাওয়া এবং অদম্য উৎসাহকে দায়ী করেছেন ইতালিয়ান ক্রীড়াবিদ। আংটিটি যদি হারিয়ে যাওয়াই নিয়তি হয়, তবে এর জন্য অলিম্পিক আসরের চেয়ে ভালো জায়গা আর হয় না বলেও লিখেছেন তিনি। প্যারিসকে ইঙ্গিত করে তিনি আরও লিখেছেন, ‘ভালোবাসার শহরের নদীগর্ভে চিরকাল থাকবে।’
পুরো বিষয়টিকে ‘কাব্যিক দুর্ভাগ্য’ আখ্যা দিয়ে স্ত্রী চিয়ারার আংটিটিও সেইন নদীতে ফেলে দেওয়া হবে বলে জানান জিয়ানমার্কো। তিনি লিখেছেন, ‘তারপর তারা চিরকাল একসঙ্গে থাকবে এবং আমাদের প্রতিজ্ঞাকে আবারও ঝালিয়ে নেওয়া এবং আবার বিয়ে করার জন্য আমাদের আরও একটি অজুহাত থাকবে।’
জিয়ানমার্কোর ওই ইনস্টাগ্রাম পোস্টে মন্তব্য করেছেন তাঁর স্ত্রী চিয়ারাও। তিনি লিখেছেন, ‘শুধু তুমিই এটিকে রোমান্টিক কিছুতে পরিণত করতে পারো।’
২০২২ সালের সেপ্টেম্বরে বিয়ে করেছিলেন এই জুটি। আংটিটি নদীতে পড়ে যাওয়ার স্মৃতিটিকে ‘চিরকাল মনে রাখার মতো’ একটি বিষয় বলে জানিয়েছেন জিয়ানমার্কো। তাম্বেরি এর আগে ২০২০ সালের টোকিও অলিম্পিকে কাতারের মুতাজ এশা বার্শিমের সঙ্গে যৌথভাবে হাই জাম্পে স্বর্ণপদক জয়ের জন্য শিরোনাম হয়েছিলেন।
ফ্রান্সের প্যারিসে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানেই বিয়ের আংটি হারিয়ে ফেলেছেন ইতালীয় হাই জাম্পার জিয়ানমার্কো তাম্বেরি। এই ঘটনার জন্য পরে তিনি স্ত্রীর কাছে ক্ষমা চেয়েছেন।
বিবিসি জানিয়েছে, ৩২ বছর বয়সী বিশ্বচ্যাম্পিয়ন জিয়ানমার্কো এবার ইতালির পতাকা বহন করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে যখন ইতালির ক্রীড়াবিদদের বহনকারী নৌকাটি প্যারিসের সেইন নদী দিয়ে যাচ্ছিল তখনই তাঁর আঙুল থেকে আংটিটি পানিতে পড়ে যায়।
আংটি হারানোর ব্যথায় কাতর জিয়ানমার্কো পরে এই বিষয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন। এই পোস্টে তিনি তাঁর স্ত্রী চিয়ারা বনটেম্পি তাম্বেরিকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘দুঃখিত প্রেম আমার। আমি খুব দুঃখিত।’
দুঃখজনক এমন ঘটনার জন্য অলিম্পিকের আগে শরীরের ওজন কমানোর ফলে কিছুটা শুকিয়ে যাওয়া এবং অদম্য উৎসাহকে দায়ী করেছেন ইতালিয়ান ক্রীড়াবিদ। আংটিটি যদি হারিয়ে যাওয়াই নিয়তি হয়, তবে এর জন্য অলিম্পিক আসরের চেয়ে ভালো জায়গা আর হয় না বলেও লিখেছেন তিনি। প্যারিসকে ইঙ্গিত করে তিনি আরও লিখেছেন, ‘ভালোবাসার শহরের নদীগর্ভে চিরকাল থাকবে।’
পুরো বিষয়টিকে ‘কাব্যিক দুর্ভাগ্য’ আখ্যা দিয়ে স্ত্রী চিয়ারার আংটিটিও সেইন নদীতে ফেলে দেওয়া হবে বলে জানান জিয়ানমার্কো। তিনি লিখেছেন, ‘তারপর তারা চিরকাল একসঙ্গে থাকবে এবং আমাদের প্রতিজ্ঞাকে আবারও ঝালিয়ে নেওয়া এবং আবার বিয়ে করার জন্য আমাদের আরও একটি অজুহাত থাকবে।’
জিয়ানমার্কোর ওই ইনস্টাগ্রাম পোস্টে মন্তব্য করেছেন তাঁর স্ত্রী চিয়ারাও। তিনি লিখেছেন, ‘শুধু তুমিই এটিকে রোমান্টিক কিছুতে পরিণত করতে পারো।’
২০২২ সালের সেপ্টেম্বরে বিয়ে করেছিলেন এই জুটি। আংটিটি নদীতে পড়ে যাওয়ার স্মৃতিটিকে ‘চিরকাল মনে রাখার মতো’ একটি বিষয় বলে জানিয়েছেন জিয়ানমার্কো। তাম্বেরি এর আগে ২০২০ সালের টোকিও অলিম্পিকে কাতারের মুতাজ এশা বার্শিমের সঙ্গে যৌথভাবে হাই জাম্পে স্বর্ণপদক জয়ের জন্য শিরোনাম হয়েছিলেন।
চীনের তৈরি অত্যাধুনিক মাল্টিরোল অ্যাটাক হেলিকপ্টার জেট-১০ এখন পাকিস্তান সেনাবাহিনীর হাতে। এক সপ্তাহ ধরে পাকিস্তানি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, পাকিস্তান আর্মি এভিয়েশন কর্পস এই হেলিকপ্টারগুলো মাঠপর্যায়ে ব্যবহার শুরু করেছে। বিশেষজ্ঞরা বলছেন...
২ ঘণ্টা আগেপাকিস্তান সেনাবাহিনীর বিমান ইউনিটে চীনের তৈরি আধুনিক জেট-১০ অ্যাটাক হেলিকপ্টার আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে। আজ শনিবার মুলতান গ্যারিসনে সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল সাইয়েদ আসিম মুনির এই হেলিকপ্টারগুলোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
২ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি সত্ত্বেও রাশিয়া থেকে তেল কেনা চালিয়ে যাবে ভারত। এই বিষয়ে ভারত সরকারের সংশ্লিষ্ট দুজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এমন তথ্য জানিয়েছেন। একজন কর্মকর্তা বলেছেন, ‘এগুলো দীর্ঘমেয়াদি তেল চুক্তি। রাশিয়া থেকে রাতারাতি তেল কেনা বন্ধ করা এত সহজ নয়।’
৪ ঘণ্টা আগে১৯০৫ সালে বঙ্গভঙ্গের সময় ব্রিটিশ পণ্য বর্জন করে স্বদেশি পণ্য ব্যবহারের ডাক দিয়েছিল ভারতীয়রা। এই ঘটনার প্রায় ১২০ বছর পর, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেন আবার এক স্বদেশি আন্দোলনের ডাক দিলেন! তবে এবার বিদেশি পণ্য বর্জন নয়, স্বদেশি পণ্যের ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।
৫ ঘণ্টা আগে