অনলাইন ডেস্ক
বিশ্বের তিনটি বৃহৎ তামাক কোম্পানির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আছে ব্রিটেন থেকে প্রকাশিত বিখ্যাত সাময়িকী দ্য ইকোনমিস্টের মূল কোম্পানির। সম্প্রতি আরেক ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক তদন্তে বিষয়টি উঠে এসেছে। বিষয়টি প্রকাশিত হওয়ার পর বেশ চাপে পড়েছে বিশ্লেষণধর্মী প্রাচীন এই সংবাদমাধ্যমের মূল কোম্পানি।
দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, দ্য ইকোনমিস্টের অঙ্গ প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইমপ্যাক্টের সঙ্গে বিশ্বের শীর্ষ তিন তামাক ব্যবসায় কোম্পানি ফিলিপ মরিস ইন্টারন্যাশনাল, জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর সরাসরি বাণিজ্যিক সম্পর্ক আছে।
দ্য গার্ডিয়ানের খবর প্রকাশের পর থেকেই ইকোনমিস্ট ইমপ্যাক্ট বেশ চাপে আছে। কারণ, এই অভিযোগের সূত্র ধরে স্বাস্থ্য খাত নিয়ে কাজ করা এই থিংক ট্যাংকের স্বাস্থ্যসংক্রান্ত সেমিনার থেকে বিপুল পরিমাণ চিকিৎসক, গবেষক বেরিয়ে যাওয়ার ঘোষণা দিচ্ছেন।
ইকোনমিস্ট ইমপ্যাক্ট গত বছরে স্বাস্থ্যসংক্রান্ত ১৩৬টি ইভেন্টের আয়োজন করেছিল। এ বছরও থিংক ট্যাংকটি বেশ কয়েকটি ইভেন্টের আয়োজন করেছে। কিন্তু সর্বশেষ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত হতে যাওয়া ক্যানসার নিয়ে একটি সেমিনার বাতিল করতে বাধ্য হয়েছে। কারণ এই সেমিনারে যাদের কথা বলার কথা, তারা সবাই সেখানে যোগ দিতে অস্বীকার করেছেন।
এই অবস্থায় ইকোনমিস্ট ইমপ্যাক্ট আয়োজিত লন্ডনে অনুষ্ঠিত হতে যাওয়া দুটি সম্মেলনের ভবিষ্যৎও ভারসাম্যহীন হয়ে পড়েছে। এই দুটি সম্মেলন হলো—‘ফিউচার অব হেলথ ইউরোপ’ এবং ‘এআই ইন হেলথ সামিট’। এ দুটি সম্মেলনে যথাক্রমে শতাধিক বক্তা ও ৫৫০ জন অতিথি এবং ৬০ জন বক্তা ও ৩০০ জন অতিথি উপস্থিত থাকার কথা আছে।
এই দুটি সম্মেলনে যুক্তরাজ্যের ১৭ জন নেতৃস্থানীয় স্বাস্থ্য খাতের নির্বাহীর বক্তৃতা দেওয়ার কথা আছে। তাঁদের মধ্যে ইংল্যান্ডের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, স্কটিশ সরকারের প্রধান চিকিৎসা কর্মকর্তা এবং ব্রিটেনে ন্যাশনাল হেলথ সার্ভিসের সংক্রমণ ব্যবস্থাপনা ও অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ক্লিনিক্যাল ডিরেক্টর, ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি এবং ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড কেয়ার এক্সিলেন্সের শীর্ষ কর্মকর্তা আছেন।
ইকোনমিস্ট ইমপ্যাক্টের তামাক ব্যবসায় জড়িত থাকার বিষয়ে কথা বলতে গিয়ে ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ইনস্টিটিউট অব হেলথ ইক্যুইটির পরিচালক এবং স্বাস্থ্য বৈষম্যের ওপর কাজ করা বৈশ্বিক আইকন অধ্যাপক স্যার মাইকেল মারমট বলেছেন, ‘আমি যখন এই অনুষ্ঠানে বক্তৃতা করার আমন্ত্রণ গ্রহণ করি, তখন জানতাম না যে বড় তামাক কোম্পানিগুলোর সঙ্গে ইকোনমিস্ট ইমপ্যাক্টের সম্পর্ক আছে। এখন আমি সচেতন, আমি আর সম্মেলনে উপস্থিত হব না। আমি কখনোই তামাকশিল্পের সঙ্গে কাজ করিনি এবং করব না এবং আমি হতাশ যে এই বিবরণগুলো আগে থেকে প্রকাশ করা হয়নি।’
বিশ্বের তিনটি বৃহৎ তামাক কোম্পানির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আছে ব্রিটেন থেকে প্রকাশিত বিখ্যাত সাময়িকী দ্য ইকোনমিস্টের মূল কোম্পানির। সম্প্রতি আরেক ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক তদন্তে বিষয়টি উঠে এসেছে। বিষয়টি প্রকাশিত হওয়ার পর বেশ চাপে পড়েছে বিশ্লেষণধর্মী প্রাচীন এই সংবাদমাধ্যমের মূল কোম্পানি।
দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, দ্য ইকোনমিস্টের অঙ্গ প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইমপ্যাক্টের সঙ্গে বিশ্বের শীর্ষ তিন তামাক ব্যবসায় কোম্পানি ফিলিপ মরিস ইন্টারন্যাশনাল, জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর সরাসরি বাণিজ্যিক সম্পর্ক আছে।
দ্য গার্ডিয়ানের খবর প্রকাশের পর থেকেই ইকোনমিস্ট ইমপ্যাক্ট বেশ চাপে আছে। কারণ, এই অভিযোগের সূত্র ধরে স্বাস্থ্য খাত নিয়ে কাজ করা এই থিংক ট্যাংকের স্বাস্থ্যসংক্রান্ত সেমিনার থেকে বিপুল পরিমাণ চিকিৎসক, গবেষক বেরিয়ে যাওয়ার ঘোষণা দিচ্ছেন।
ইকোনমিস্ট ইমপ্যাক্ট গত বছরে স্বাস্থ্যসংক্রান্ত ১৩৬টি ইভেন্টের আয়োজন করেছিল। এ বছরও থিংক ট্যাংকটি বেশ কয়েকটি ইভেন্টের আয়োজন করেছে। কিন্তু সর্বশেষ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত হতে যাওয়া ক্যানসার নিয়ে একটি সেমিনার বাতিল করতে বাধ্য হয়েছে। কারণ এই সেমিনারে যাদের কথা বলার কথা, তারা সবাই সেখানে যোগ দিতে অস্বীকার করেছেন।
এই অবস্থায় ইকোনমিস্ট ইমপ্যাক্ট আয়োজিত লন্ডনে অনুষ্ঠিত হতে যাওয়া দুটি সম্মেলনের ভবিষ্যৎও ভারসাম্যহীন হয়ে পড়েছে। এই দুটি সম্মেলন হলো—‘ফিউচার অব হেলথ ইউরোপ’ এবং ‘এআই ইন হেলথ সামিট’। এ দুটি সম্মেলনে যথাক্রমে শতাধিক বক্তা ও ৫৫০ জন অতিথি এবং ৬০ জন বক্তা ও ৩০০ জন অতিথি উপস্থিত থাকার কথা আছে।
এই দুটি সম্মেলনে যুক্তরাজ্যের ১৭ জন নেতৃস্থানীয় স্বাস্থ্য খাতের নির্বাহীর বক্তৃতা দেওয়ার কথা আছে। তাঁদের মধ্যে ইংল্যান্ডের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, স্কটিশ সরকারের প্রধান চিকিৎসা কর্মকর্তা এবং ব্রিটেনে ন্যাশনাল হেলথ সার্ভিসের সংক্রমণ ব্যবস্থাপনা ও অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ক্লিনিক্যাল ডিরেক্টর, ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি এবং ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড কেয়ার এক্সিলেন্সের শীর্ষ কর্মকর্তা আছেন।
ইকোনমিস্ট ইমপ্যাক্টের তামাক ব্যবসায় জড়িত থাকার বিষয়ে কথা বলতে গিয়ে ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ইনস্টিটিউট অব হেলথ ইক্যুইটির পরিচালক এবং স্বাস্থ্য বৈষম্যের ওপর কাজ করা বৈশ্বিক আইকন অধ্যাপক স্যার মাইকেল মারমট বলেছেন, ‘আমি যখন এই অনুষ্ঠানে বক্তৃতা করার আমন্ত্রণ গ্রহণ করি, তখন জানতাম না যে বড় তামাক কোম্পানিগুলোর সঙ্গে ইকোনমিস্ট ইমপ্যাক্টের সম্পর্ক আছে। এখন আমি সচেতন, আমি আর সম্মেলনে উপস্থিত হব না। আমি কখনোই তামাকশিল্পের সঙ্গে কাজ করিনি এবং করব না এবং আমি হতাশ যে এই বিবরণগুলো আগে থেকে প্রকাশ করা হয়নি।’
যুক্তরাষ্ট্রের সরকারি ভাষা তথা দাপ্তরিক ভাষা হিসেবে ইংরেজিকে অনুমোদন দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শনিবার ট্রাম্প এই বিষয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যেখানে ইংরেজিকে যুক্তরাষ্ট্রের সরকারি ভাষা হিসেবে ঘোষণা করা হয়।
১ ঘণ্টা আগেস্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো ঘোষণা করেছেন যে, তাঁর দেশ ইউক্রেনকে আর কোনো সামরিক বা আর্থিক সহায়তা প্রদান করবে না। গতকাল শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার এক খোলা চিঠিতে ফিকো স্পষ্ট করে জানিয়েছেন, তাঁর সরকার ইউক্রেনকে এমন কোনো সহায়তা দেবে না, যা দেশটিকে যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম করবে।
২ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত এক বৈঠকের পর যুক্তরাজ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দেখা করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ডাউনিং স্ট্রিটে এক বৈঠকে শেষে স্টারমার জানালেন, জেলেনস্কি ‘যুক্তরাজ্যের পূর্ণ সমর্থন’ পাচ্ছেন। প্রত্যুত্তরে জেলেনস্কি...
২ ঘণ্টা আগেআমাদের মসজিদ ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু আমাদের বিশ্বাস ভাঙেনি। আমরা এখনো ধ্বংসস্তূপে, তাঁবুর নিচে তারাবির নামাজ পড়ব। আমরা আমাদের সব আশা নিয়ে দু’আ করব, কোরআন তিলাওয়াতে সান্ত্বনা খুঁজব, এই বিশ্বাস নিয়ে যে, আমাদের সব কষ্টের প্রতিদান আল্লাহ দেবেন।
২ ঘণ্টা আগে