বিশ্বের তিনটি বৃহৎ তামাক কোম্পানির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আছে ব্রিটেন থেকে প্রকাশিত বিখ্যাত সাময়িকী দ্য ইকোনমিস্টের মূল কোম্পানির। সম্প্রতি আরেক ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক তদন্তে বিষয়টি উঠে এসেছে। বিষয়টি প্রকাশিত হওয়ার পর বেশ চাপে পড়েছে বিশ্লেষণধর্মী প্রাচীন এই সংবাদমাধ্যমের মূল কোম্পানি।
দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, দ্য ইকোনমিস্টের অঙ্গ প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইমপ্যাক্টের সঙ্গে বিশ্বের শীর্ষ তিন তামাক ব্যবসায় কোম্পানি ফিলিপ মরিস ইন্টারন্যাশনাল, জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর সরাসরি বাণিজ্যিক সম্পর্ক আছে।
দ্য গার্ডিয়ানের খবর প্রকাশের পর থেকেই ইকোনমিস্ট ইমপ্যাক্ট বেশ চাপে আছে। কারণ, এই অভিযোগের সূত্র ধরে স্বাস্থ্য খাত নিয়ে কাজ করা এই থিংক ট্যাংকের স্বাস্থ্যসংক্রান্ত সেমিনার থেকে বিপুল পরিমাণ চিকিৎসক, গবেষক বেরিয়ে যাওয়ার ঘোষণা দিচ্ছেন।
ইকোনমিস্ট ইমপ্যাক্ট গত বছরে স্বাস্থ্যসংক্রান্ত ১৩৬টি ইভেন্টের আয়োজন করেছিল। এ বছরও থিংক ট্যাংকটি বেশ কয়েকটি ইভেন্টের আয়োজন করেছে। কিন্তু সর্বশেষ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত হতে যাওয়া ক্যানসার নিয়ে একটি সেমিনার বাতিল করতে বাধ্য হয়েছে। কারণ এই সেমিনারে যাদের কথা বলার কথা, তারা সবাই সেখানে যোগ দিতে অস্বীকার করেছেন।
এই অবস্থায় ইকোনমিস্ট ইমপ্যাক্ট আয়োজিত লন্ডনে অনুষ্ঠিত হতে যাওয়া দুটি সম্মেলনের ভবিষ্যৎও ভারসাম্যহীন হয়ে পড়েছে। এই দুটি সম্মেলন হলো—‘ফিউচার অব হেলথ ইউরোপ’ এবং ‘এআই ইন হেলথ সামিট’। এ দুটি সম্মেলনে যথাক্রমে শতাধিক বক্তা ও ৫৫০ জন অতিথি এবং ৬০ জন বক্তা ও ৩০০ জন অতিথি উপস্থিত থাকার কথা আছে।
এই দুটি সম্মেলনে যুক্তরাজ্যের ১৭ জন নেতৃস্থানীয় স্বাস্থ্য খাতের নির্বাহীর বক্তৃতা দেওয়ার কথা আছে। তাঁদের মধ্যে ইংল্যান্ডের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, স্কটিশ সরকারের প্রধান চিকিৎসা কর্মকর্তা এবং ব্রিটেনে ন্যাশনাল হেলথ সার্ভিসের সংক্রমণ ব্যবস্থাপনা ও অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ক্লিনিক্যাল ডিরেক্টর, ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি এবং ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড কেয়ার এক্সিলেন্সের শীর্ষ কর্মকর্তা আছেন।
ইকোনমিস্ট ইমপ্যাক্টের তামাক ব্যবসায় জড়িত থাকার বিষয়ে কথা বলতে গিয়ে ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ইনস্টিটিউট অব হেলথ ইক্যুইটির পরিচালক এবং স্বাস্থ্য বৈষম্যের ওপর কাজ করা বৈশ্বিক আইকন অধ্যাপক স্যার মাইকেল মারমট বলেছেন, ‘আমি যখন এই অনুষ্ঠানে বক্তৃতা করার আমন্ত্রণ গ্রহণ করি, তখন জানতাম না যে বড় তামাক কোম্পানিগুলোর সঙ্গে ইকোনমিস্ট ইমপ্যাক্টের সম্পর্ক আছে। এখন আমি সচেতন, আমি আর সম্মেলনে উপস্থিত হব না। আমি কখনোই তামাকশিল্পের সঙ্গে কাজ করিনি এবং করব না এবং আমি হতাশ যে এই বিবরণগুলো আগে থেকে প্রকাশ করা হয়নি।’
বিশ্বের তিনটি বৃহৎ তামাক কোম্পানির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আছে ব্রিটেন থেকে প্রকাশিত বিখ্যাত সাময়িকী দ্য ইকোনমিস্টের মূল কোম্পানির। সম্প্রতি আরেক ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক তদন্তে বিষয়টি উঠে এসেছে। বিষয়টি প্রকাশিত হওয়ার পর বেশ চাপে পড়েছে বিশ্লেষণধর্মী প্রাচীন এই সংবাদমাধ্যমের মূল কোম্পানি।
দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, দ্য ইকোনমিস্টের অঙ্গ প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইমপ্যাক্টের সঙ্গে বিশ্বের শীর্ষ তিন তামাক ব্যবসায় কোম্পানি ফিলিপ মরিস ইন্টারন্যাশনাল, জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর সরাসরি বাণিজ্যিক সম্পর্ক আছে।
দ্য গার্ডিয়ানের খবর প্রকাশের পর থেকেই ইকোনমিস্ট ইমপ্যাক্ট বেশ চাপে আছে। কারণ, এই অভিযোগের সূত্র ধরে স্বাস্থ্য খাত নিয়ে কাজ করা এই থিংক ট্যাংকের স্বাস্থ্যসংক্রান্ত সেমিনার থেকে বিপুল পরিমাণ চিকিৎসক, গবেষক বেরিয়ে যাওয়ার ঘোষণা দিচ্ছেন।
ইকোনমিস্ট ইমপ্যাক্ট গত বছরে স্বাস্থ্যসংক্রান্ত ১৩৬টি ইভেন্টের আয়োজন করেছিল। এ বছরও থিংক ট্যাংকটি বেশ কয়েকটি ইভেন্টের আয়োজন করেছে। কিন্তু সর্বশেষ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত হতে যাওয়া ক্যানসার নিয়ে একটি সেমিনার বাতিল করতে বাধ্য হয়েছে। কারণ এই সেমিনারে যাদের কথা বলার কথা, তারা সবাই সেখানে যোগ দিতে অস্বীকার করেছেন।
এই অবস্থায় ইকোনমিস্ট ইমপ্যাক্ট আয়োজিত লন্ডনে অনুষ্ঠিত হতে যাওয়া দুটি সম্মেলনের ভবিষ্যৎও ভারসাম্যহীন হয়ে পড়েছে। এই দুটি সম্মেলন হলো—‘ফিউচার অব হেলথ ইউরোপ’ এবং ‘এআই ইন হেলথ সামিট’। এ দুটি সম্মেলনে যথাক্রমে শতাধিক বক্তা ও ৫৫০ জন অতিথি এবং ৬০ জন বক্তা ও ৩০০ জন অতিথি উপস্থিত থাকার কথা আছে।
এই দুটি সম্মেলনে যুক্তরাজ্যের ১৭ জন নেতৃস্থানীয় স্বাস্থ্য খাতের নির্বাহীর বক্তৃতা দেওয়ার কথা আছে। তাঁদের মধ্যে ইংল্যান্ডের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, স্কটিশ সরকারের প্রধান চিকিৎসা কর্মকর্তা এবং ব্রিটেনে ন্যাশনাল হেলথ সার্ভিসের সংক্রমণ ব্যবস্থাপনা ও অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ক্লিনিক্যাল ডিরেক্টর, ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি এবং ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড কেয়ার এক্সিলেন্সের শীর্ষ কর্মকর্তা আছেন।
ইকোনমিস্ট ইমপ্যাক্টের তামাক ব্যবসায় জড়িত থাকার বিষয়ে কথা বলতে গিয়ে ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ইনস্টিটিউট অব হেলথ ইক্যুইটির পরিচালক এবং স্বাস্থ্য বৈষম্যের ওপর কাজ করা বৈশ্বিক আইকন অধ্যাপক স্যার মাইকেল মারমট বলেছেন, ‘আমি যখন এই অনুষ্ঠানে বক্তৃতা করার আমন্ত্রণ গ্রহণ করি, তখন জানতাম না যে বড় তামাক কোম্পানিগুলোর সঙ্গে ইকোনমিস্ট ইমপ্যাক্টের সম্পর্ক আছে। এখন আমি সচেতন, আমি আর সম্মেলনে উপস্থিত হব না। আমি কখনোই তামাকশিল্পের সঙ্গে কাজ করিনি এবং করব না এবং আমি হতাশ যে এই বিবরণগুলো আগে থেকে প্রকাশ করা হয়নি।’
বৈবাহিক জীবনের ভয়াবহ অভিজ্ঞতার কথা বলতে গিয়ে কেট বলেন, ‘ওর নির্যাতনে মাঝে মাঝেই ঘুম ভেঙে যেত। চোখ খুলে দেখতাম ও আমার শরীরের ওপর। মাঝে মাঝে দাঁতে দাঁত চেপে সয়ে যেতাম। মাঝে মাঝে পারতাম না। ডুকরে কেঁদে উঠতাম। বেশির ভাগ সময়ই তাতেও ও থামতো না। তবে মাঝে মাঝে থামতো। কিন্তু তারপর ওর মেজাজ খুব খারাপ থাকত।
৯ মিনিট আগেডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় যুক্তরাষ্ট্র ছেড়ে যুক্তরাজ্যে পাকাপাকিভাবে থাকতে শুরু করেছেন জনপ্রিয় মার্কিন তারকা এলেন ডিজেনেরাস। বহুদিন ধরেই এ কথা শোনা গেলেও এবার নিজেই এর সত্যতা নিশ্চিত করলেন এই তারকা।
১ ঘণ্টা আগেভারতের মুম্বাইয়ে ২০০৬ সালের ট্রেন বিস্ফোরণে ১৮৯ জন নিহত ও ৮০০ জনেরও বেশি মানুষ আহত হয়। সেই ঘটনার পর ১৯ বছর পর বোম্বে হাইকোর্ট সেই হামলায় নিম্ন আদালতে দোষী সাব্যস্ত ১২ জনকেই খালাস দিয়েছে। ২০১৫ সালে মুম্বাইয়ের একটি আদালত এই ১২ জনকে দোষী সাব্যস্ত করে।
২ ঘণ্টা আগেসৌদি আরব সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, সৌদি আরব ২০৩০ সালের মধ্যে স্বল্প খরচের একটি নতুন জাতীয় বিমান পরিবহন সংস্থা প্রতিষ্ঠা করার পরিকল্পনা নিয়েছে। এই নতুন বিমান সংস্থাটির বিমান বহরে মোট ৪৫টি উড়োজাহাজ থাকবে। এটি সৌদি আরবের বিমান পরিবহন খাতকে আরও...
৩ ঘণ্টা আগে