বিশ্বের তিনটি বৃহৎ তামাক কোম্পানির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আছে ব্রিটেন থেকে প্রকাশিত বিখ্যাত সাময়িকী দ্য ইকোনমিস্টের মূল কোম্পানির। সম্প্রতি আরেক ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক তদন্তে বিষয়টি উঠে এসেছে। বিষয়টি প্রকাশিত হওয়ার পর বেশ চাপে পড়েছে বিশ্লেষণধর্মী প্রাচীন এই সংবাদমাধ্যমের মূল কোম্পানি।
দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, দ্য ইকোনমিস্টের অঙ্গ প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইমপ্যাক্টের সঙ্গে বিশ্বের শীর্ষ তিন তামাক ব্যবসায় কোম্পানি ফিলিপ মরিস ইন্টারন্যাশনাল, জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর সরাসরি বাণিজ্যিক সম্পর্ক আছে।
দ্য গার্ডিয়ানের খবর প্রকাশের পর থেকেই ইকোনমিস্ট ইমপ্যাক্ট বেশ চাপে আছে। কারণ, এই অভিযোগের সূত্র ধরে স্বাস্থ্য খাত নিয়ে কাজ করা এই থিংক ট্যাংকের স্বাস্থ্যসংক্রান্ত সেমিনার থেকে বিপুল পরিমাণ চিকিৎসক, গবেষক বেরিয়ে যাওয়ার ঘোষণা দিচ্ছেন।
ইকোনমিস্ট ইমপ্যাক্ট গত বছরে স্বাস্থ্যসংক্রান্ত ১৩৬টি ইভেন্টের আয়োজন করেছিল। এ বছরও থিংক ট্যাংকটি বেশ কয়েকটি ইভেন্টের আয়োজন করেছে। কিন্তু সর্বশেষ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত হতে যাওয়া ক্যানসার নিয়ে একটি সেমিনার বাতিল করতে বাধ্য হয়েছে। কারণ এই সেমিনারে যাদের কথা বলার কথা, তারা সবাই সেখানে যোগ দিতে অস্বীকার করেছেন।
এই অবস্থায় ইকোনমিস্ট ইমপ্যাক্ট আয়োজিত লন্ডনে অনুষ্ঠিত হতে যাওয়া দুটি সম্মেলনের ভবিষ্যৎও ভারসাম্যহীন হয়ে পড়েছে। এই দুটি সম্মেলন হলো—‘ফিউচার অব হেলথ ইউরোপ’ এবং ‘এআই ইন হেলথ সামিট’। এ দুটি সম্মেলনে যথাক্রমে শতাধিক বক্তা ও ৫৫০ জন অতিথি এবং ৬০ জন বক্তা ও ৩০০ জন অতিথি উপস্থিত থাকার কথা আছে।
এই দুটি সম্মেলনে যুক্তরাজ্যের ১৭ জন নেতৃস্থানীয় স্বাস্থ্য খাতের নির্বাহীর বক্তৃতা দেওয়ার কথা আছে। তাঁদের মধ্যে ইংল্যান্ডের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, স্কটিশ সরকারের প্রধান চিকিৎসা কর্মকর্তা এবং ব্রিটেনে ন্যাশনাল হেলথ সার্ভিসের সংক্রমণ ব্যবস্থাপনা ও অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ক্লিনিক্যাল ডিরেক্টর, ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি এবং ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড কেয়ার এক্সিলেন্সের শীর্ষ কর্মকর্তা আছেন।
ইকোনমিস্ট ইমপ্যাক্টের তামাক ব্যবসায় জড়িত থাকার বিষয়ে কথা বলতে গিয়ে ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ইনস্টিটিউট অব হেলথ ইক্যুইটির পরিচালক এবং স্বাস্থ্য বৈষম্যের ওপর কাজ করা বৈশ্বিক আইকন অধ্যাপক স্যার মাইকেল মারমট বলেছেন, ‘আমি যখন এই অনুষ্ঠানে বক্তৃতা করার আমন্ত্রণ গ্রহণ করি, তখন জানতাম না যে বড় তামাক কোম্পানিগুলোর সঙ্গে ইকোনমিস্ট ইমপ্যাক্টের সম্পর্ক আছে। এখন আমি সচেতন, আমি আর সম্মেলনে উপস্থিত হব না। আমি কখনোই তামাকশিল্পের সঙ্গে কাজ করিনি এবং করব না এবং আমি হতাশ যে এই বিবরণগুলো আগে থেকে প্রকাশ করা হয়নি।’
বিশ্বের তিনটি বৃহৎ তামাক কোম্পানির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আছে ব্রিটেন থেকে প্রকাশিত বিখ্যাত সাময়িকী দ্য ইকোনমিস্টের মূল কোম্পানির। সম্প্রতি আরেক ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক তদন্তে বিষয়টি উঠে এসেছে। বিষয়টি প্রকাশিত হওয়ার পর বেশ চাপে পড়েছে বিশ্লেষণধর্মী প্রাচীন এই সংবাদমাধ্যমের মূল কোম্পানি।
দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, দ্য ইকোনমিস্টের অঙ্গ প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইমপ্যাক্টের সঙ্গে বিশ্বের শীর্ষ তিন তামাক ব্যবসায় কোম্পানি ফিলিপ মরিস ইন্টারন্যাশনাল, জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর সরাসরি বাণিজ্যিক সম্পর্ক আছে।
দ্য গার্ডিয়ানের খবর প্রকাশের পর থেকেই ইকোনমিস্ট ইমপ্যাক্ট বেশ চাপে আছে। কারণ, এই অভিযোগের সূত্র ধরে স্বাস্থ্য খাত নিয়ে কাজ করা এই থিংক ট্যাংকের স্বাস্থ্যসংক্রান্ত সেমিনার থেকে বিপুল পরিমাণ চিকিৎসক, গবেষক বেরিয়ে যাওয়ার ঘোষণা দিচ্ছেন।
ইকোনমিস্ট ইমপ্যাক্ট গত বছরে স্বাস্থ্যসংক্রান্ত ১৩৬টি ইভেন্টের আয়োজন করেছিল। এ বছরও থিংক ট্যাংকটি বেশ কয়েকটি ইভেন্টের আয়োজন করেছে। কিন্তু সর্বশেষ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত হতে যাওয়া ক্যানসার নিয়ে একটি সেমিনার বাতিল করতে বাধ্য হয়েছে। কারণ এই সেমিনারে যাদের কথা বলার কথা, তারা সবাই সেখানে যোগ দিতে অস্বীকার করেছেন।
এই অবস্থায় ইকোনমিস্ট ইমপ্যাক্ট আয়োজিত লন্ডনে অনুষ্ঠিত হতে যাওয়া দুটি সম্মেলনের ভবিষ্যৎও ভারসাম্যহীন হয়ে পড়েছে। এই দুটি সম্মেলন হলো—‘ফিউচার অব হেলথ ইউরোপ’ এবং ‘এআই ইন হেলথ সামিট’। এ দুটি সম্মেলনে যথাক্রমে শতাধিক বক্তা ও ৫৫০ জন অতিথি এবং ৬০ জন বক্তা ও ৩০০ জন অতিথি উপস্থিত থাকার কথা আছে।
এই দুটি সম্মেলনে যুক্তরাজ্যের ১৭ জন নেতৃস্থানীয় স্বাস্থ্য খাতের নির্বাহীর বক্তৃতা দেওয়ার কথা আছে। তাঁদের মধ্যে ইংল্যান্ডের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, স্কটিশ সরকারের প্রধান চিকিৎসা কর্মকর্তা এবং ব্রিটেনে ন্যাশনাল হেলথ সার্ভিসের সংক্রমণ ব্যবস্থাপনা ও অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ক্লিনিক্যাল ডিরেক্টর, ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি এবং ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড কেয়ার এক্সিলেন্সের শীর্ষ কর্মকর্তা আছেন।
ইকোনমিস্ট ইমপ্যাক্টের তামাক ব্যবসায় জড়িত থাকার বিষয়ে কথা বলতে গিয়ে ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ইনস্টিটিউট অব হেলথ ইক্যুইটির পরিচালক এবং স্বাস্থ্য বৈষম্যের ওপর কাজ করা বৈশ্বিক আইকন অধ্যাপক স্যার মাইকেল মারমট বলেছেন, ‘আমি যখন এই অনুষ্ঠানে বক্তৃতা করার আমন্ত্রণ গ্রহণ করি, তখন জানতাম না যে বড় তামাক কোম্পানিগুলোর সঙ্গে ইকোনমিস্ট ইমপ্যাক্টের সম্পর্ক আছে। এখন আমি সচেতন, আমি আর সম্মেলনে উপস্থিত হব না। আমি কখনোই তামাকশিল্পের সঙ্গে কাজ করিনি এবং করব না এবং আমি হতাশ যে এই বিবরণগুলো আগে থেকে প্রকাশ করা হয়নি।’
লুটতরাজ, ভাঙচুরসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে এরই মধ্যে দেশজুড়ে ২৭ জনকে গ্রেপ্তার করেছে তারা। বার্তা সংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
১২ মিনিট আগেকাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গতকাল মঙ্গলবার উপত্যকাজুড়ে অর্ধশতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। যার মধ্যে সাত জন নিহত হয়েছে উপত্যকার দক্ষিণাঞ্চলে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে।
১ ঘণ্টা আগেভারত ও চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল মঙ্গলবার ইইউ কর্মকর্তাদের এই আহ্বান জানান তিনি। মূলত, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চাপের মুখে ফেলতে যুক্তরাষ্ট্রের কৌশলের অংশ হিসেবে এমন অনুরোধ জানান
১ ঘণ্টা আগেকাঠমান্ডুতে মৃত্যুর মিছিল, ধ্বংসযজ্ঞ আর অগ্নিসংযোগের ভয়াবহ ছবি ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। দেশজুড়ে আন্দোলনের মুখে কেপি শর্মা অলি সরকারের পতনের পর হিমালয়ের পাদদেশের এই দেশে শান্তি ফিরিয়ে আনার দায়িত্ব নিয়েছে নেপালের সেনাবাহিনী।
২ ঘণ্টা আগে