স্বেচ্ছায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন চেক প্রজাতন্ত্রের লোকশিল্পী হানা হর্কা। গত রোববার ৫৭ বছর বয়সী এই শিল্পী শেষ নিশ্বাস ত্যাগ করেন। আজ বুধবার বার্তা সংস্থা এএফপির একটি প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
মৃত ওই শিল্পীর স্বজনদের বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে বলা হয়, হানা হর্কা টিকাবিরোধী ছিলেন। থিয়েটারে যাওয়ার জন্য তাঁর একটি হেলথ পাসের প্রয়োজন ছিল। আর ওই পাসের জন্য হয় তাঁকে করোনার টিকা নিতে হতো নাহলে করোনা থেকে সেরে ওঠার প্রমাণ দেখাতে হতো।
আর এ জন্য টিকাবিরোধী হওয়ায় করোনায় আক্রান্ত হতে চেয়েছিলেন হানা হর্কা।
প্রসঙ্গত, ইউরোপিয়ান ইউনিয়ন সদস্য রাষ্ট্রের দেশগুলোতে থিয়েটার, বার ও রেস্টুরেন্টে যেতে টিকা অথবা করোনা থেকে সেরে ওঠার প্রমাণ দেখাতে হয়।
হানা হর্কার ছেলে জ্যান রেক জানান, তাঁর মা অ্যাসোন্যান্স ব্যান্ডের ভোকালিস্ট ছিলেন।
চেক প্রজাতন্ত্রের রেডিও আইরোজলাসকে রেক বলেন, বড় দিনের আগেই স্বেচ্ছায় করোনায় আক্রান্ত হন মা। তখন আমি আর বাবা দুজনই টিকা নিয়েছিলাম।
মৃত্যুর দুদিন আগেগ হর্কা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, আমি বেঁচে গেছি। ভাইরাসটি তীব্র ছিল। তবে আমি এখন কনসার্টে ও ভ্রমণে যেতে পারব।
এদিকে মায়ের মৃত্যুর জন্য টিকাবিরোধী আন্দোলনকে দায়ী করছেন হর্কারের ছেলে রেক। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি জানি কে তাঁকে প্রভাবিত করেছে। এটি কেবল সম্পূর্ণ বিভ্রান্তিই ছিলনা। আমার মা পরিবারের চেয়ে অপরিচিত ব্যক্তিদের কথায় বেশি ভরসা করেছিল।
চেক প্রজাতন্ত্রের জনসংখ্যা প্রায় ১ কোটি ৭০ লাখ। দেশটিতে গতকাল মঙ্গলবার ২০ হাজার নতুন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।
স্বেচ্ছায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন চেক প্রজাতন্ত্রের লোকশিল্পী হানা হর্কা। গত রোববার ৫৭ বছর বয়সী এই শিল্পী শেষ নিশ্বাস ত্যাগ করেন। আজ বুধবার বার্তা সংস্থা এএফপির একটি প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
মৃত ওই শিল্পীর স্বজনদের বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে বলা হয়, হানা হর্কা টিকাবিরোধী ছিলেন। থিয়েটারে যাওয়ার জন্য তাঁর একটি হেলথ পাসের প্রয়োজন ছিল। আর ওই পাসের জন্য হয় তাঁকে করোনার টিকা নিতে হতো নাহলে করোনা থেকে সেরে ওঠার প্রমাণ দেখাতে হতো।
আর এ জন্য টিকাবিরোধী হওয়ায় করোনায় আক্রান্ত হতে চেয়েছিলেন হানা হর্কা।
প্রসঙ্গত, ইউরোপিয়ান ইউনিয়ন সদস্য রাষ্ট্রের দেশগুলোতে থিয়েটার, বার ও রেস্টুরেন্টে যেতে টিকা অথবা করোনা থেকে সেরে ওঠার প্রমাণ দেখাতে হয়।
হানা হর্কার ছেলে জ্যান রেক জানান, তাঁর মা অ্যাসোন্যান্স ব্যান্ডের ভোকালিস্ট ছিলেন।
চেক প্রজাতন্ত্রের রেডিও আইরোজলাসকে রেক বলেন, বড় দিনের আগেই স্বেচ্ছায় করোনায় আক্রান্ত হন মা। তখন আমি আর বাবা দুজনই টিকা নিয়েছিলাম।
মৃত্যুর দুদিন আগেগ হর্কা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, আমি বেঁচে গেছি। ভাইরাসটি তীব্র ছিল। তবে আমি এখন কনসার্টে ও ভ্রমণে যেতে পারব।
এদিকে মায়ের মৃত্যুর জন্য টিকাবিরোধী আন্দোলনকে দায়ী করছেন হর্কারের ছেলে রেক। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি জানি কে তাঁকে প্রভাবিত করেছে। এটি কেবল সম্পূর্ণ বিভ্রান্তিই ছিলনা। আমার মা পরিবারের চেয়ে অপরিচিত ব্যক্তিদের কথায় বেশি ভরসা করেছিল।
চেক প্রজাতন্ত্রের জনসংখ্যা প্রায় ১ কোটি ৭০ লাখ। দেশটিতে গতকাল মঙ্গলবার ২০ হাজার নতুন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির জানিয়েছেন, বেলুচিস্তানের রেকো ডিক খনি থেকে দেশের ভবিষ্যৎ সমৃদ্ধি নির্ভর করছে। তিনি বিশ্বাস করেন, চীন যদি পাশে থাকে, তাহলে বিশ্বের অন্যতম বৃহৎ সোনা ও তামার খনিকে ঘিরে পাকিস্তানের অর্থনৈতিক চেহারা পাল্টে যেতে পারে।
৩০ মিনিট আগেগত সপ্তাহেই কেনিয়ার আদালতের এক ম্যাজিস্ট্রেট আশা প্রকাশ করেছেন, ব্রিটিশ সম্পদশালী ব্যবসায়ী হ্যারি রয় ভিভার্সের আত্মা এবার হয়তো শান্তি পাবে। কিন্তু মৃত্যুর ১২ বছর পরও তাঁর মরদেহ কোথায় শায়িত হবে, সে প্রশ্ন এখনো অনির্ধারিতই রয়ে গেছে।
৩ ঘণ্টা আগেউপহারটি যখন দেওয়া হয়, তখন আফসারের দোকান বন্ধ ছিল। গত শুক্রবার তিনি দোকানে পৌঁছে উপহারটি খোলেন এবং দেখেন যে স্পিকারগুলো স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ভারী।
৩ ঘণ্টা আগেতানজানিয়ার উত্তরাঞ্চলে অবস্থিত নর্থ মারা সোনার খনি একদিকে যেমন দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করছে, অন্যদিকে স্থানীয় মানুষের জন্য নিয়ে এসেছে ভয়াবহ দুর্দশা, নির্যাতন আর মৃত্যু। আন্তর্জাতিক বাজারে সোনার দাম হু হু করে বাড়ায় এ খনিকে কেন্দ্র করে রাজনৈতিক দমন-পীড়ন, পুলিশি সহিংসতা ও অপহরণের মতো ঘটনা বাড়ছে।
৫ ঘণ্টা আগে