রাশিয়াকে পরমাণু সন্ত্রাসী রাষ্ট্র বলে অভিহিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ শুক্রবার এক ভিডিওর মাধ্যমে জেলেনস্কি বলেন, রাশিয়া চেরনোবিল বিপর্যয়ের পুনরাবৃত্তি চায়। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ওই ভিডিও বার্তায় জেলেনস্কি আরও বলেন, রাশিয়া ছাড়া আর কোনো দেশ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালায়নি। আমাদের ইতিহাসে এ ধরনের ঘটনা এই প্রথম। এমনকি মানবতার ইতিহাসেও প্রথম। সন্ত্রাসী দেশ রাশিয়া এখন পরমাণুসন্ত্রাস চালাচ্ছে।
এদিকে আজ ভোরে রুশ বাহিনীর গোলার আঘাতে ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন লেগে গেছে। এটি ইউরোপের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্র।
পার্শ্ববর্তী শহর এনারহোদরের মেয়র দিমিত্র অরলভ ফেসবুক পোস্টে লিখেছেন, রুশ বাহিনীর হামলার কারণে এই বিদ্যুৎকেন্দ্রে আগুন লেগেছে। এটা বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি। ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জাপোরিঝিয়ার ভবন ও ব্লকগুলোতে শত্রুদের অবিরাম গোলাগুলিতে আগুন লেগেছে।
এ ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন। তবে দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে কী বিষয়ে কথা হয়েছে, তা বিস্তারিত জানায়নি মার্কিন প্রশাসন।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা এক টুইটার পোস্টে লিখেছেন, ‘জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি যদি বিস্ফোরিত হয়, তবে এটি চেরনোবিলের চেয়ে দশ গুণ বড় আকারের বিস্ফোরণ হবে।’ তিনি অপর একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উল্লেখ করে বলেন, সেখানে ৩৬ বছর আগে বিস্ফোরণ ঘটেছিল, কিন্তু সেখান থেকে এখনো তেজস্ক্রিয়তা ছড়াচ্ছে।
তিনি আরও বলেন, রুশ বাহিনীর অবিলম্বে আগুন বন্ধ করতে হবে। সেখানে অগ্নিনির্বাপকদের যাওয়ার অনুমতি দিতে হবে। একটি নিরাপত্তাবলয় স্থাপন করতে হবে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই অগ্নিকাণ্ডের ফলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তারা তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি।
রাশিয়াকে পরমাণু সন্ত্রাসী রাষ্ট্র বলে অভিহিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ শুক্রবার এক ভিডিওর মাধ্যমে জেলেনস্কি বলেন, রাশিয়া চেরনোবিল বিপর্যয়ের পুনরাবৃত্তি চায়। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ওই ভিডিও বার্তায় জেলেনস্কি আরও বলেন, রাশিয়া ছাড়া আর কোনো দেশ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালায়নি। আমাদের ইতিহাসে এ ধরনের ঘটনা এই প্রথম। এমনকি মানবতার ইতিহাসেও প্রথম। সন্ত্রাসী দেশ রাশিয়া এখন পরমাণুসন্ত্রাস চালাচ্ছে।
এদিকে আজ ভোরে রুশ বাহিনীর গোলার আঘাতে ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন লেগে গেছে। এটি ইউরোপের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্র।
পার্শ্ববর্তী শহর এনারহোদরের মেয়র দিমিত্র অরলভ ফেসবুক পোস্টে লিখেছেন, রুশ বাহিনীর হামলার কারণে এই বিদ্যুৎকেন্দ্রে আগুন লেগেছে। এটা বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি। ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জাপোরিঝিয়ার ভবন ও ব্লকগুলোতে শত্রুদের অবিরাম গোলাগুলিতে আগুন লেগেছে।
এ ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন। তবে দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে কী বিষয়ে কথা হয়েছে, তা বিস্তারিত জানায়নি মার্কিন প্রশাসন।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা এক টুইটার পোস্টে লিখেছেন, ‘জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি যদি বিস্ফোরিত হয়, তবে এটি চেরনোবিলের চেয়ে দশ গুণ বড় আকারের বিস্ফোরণ হবে।’ তিনি অপর একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উল্লেখ করে বলেন, সেখানে ৩৬ বছর আগে বিস্ফোরণ ঘটেছিল, কিন্তু সেখান থেকে এখনো তেজস্ক্রিয়তা ছড়াচ্ছে।
তিনি আরও বলেন, রুশ বাহিনীর অবিলম্বে আগুন বন্ধ করতে হবে। সেখানে অগ্নিনির্বাপকদের যাওয়ার অনুমতি দিতে হবে। একটি নিরাপত্তাবলয় স্থাপন করতে হবে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই অগ্নিকাণ্ডের ফলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তারা তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি।
গতকাল শনিবার, চিফ অব জেনারেল স্টাফ ভ্যালারি গেরাসিমভের সঙ্গে বৈঠকের পর বিশেষ এই ‘ইস্টার ট্রুস’ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখবে রাশিয়ার সেনাবাহিনী।
২ ঘণ্টা আগেঅস্ত্রসমর্পণ করছে না ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত শুক্রবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান নাঈম কাশেম। ইসরায়েলের আগ্রাসী আচরণ বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো আলোচনায় বসবে না বলেও জানান তিনি।
৩ ঘণ্টা আগেসৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে দুই দিনের সফরে দেশটিতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২২-২৩ এপ্রিল এই সফর অনুষ্ঠিত হবে বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে মোদির তৃতীয় মেয়াদে এটিই প্রথম সৌদি আরব সফর।
৩ ঘণ্টা আগেইসরায়েলি হামলায় যখন গাজায় প্রতিদিন পাখির মতো মানুষ মরছে, তখন এমন দাবি করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, শনিবার ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফের হামলায় কমপক্ষে ৫৪ ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে প্রায় দ্বিগুণ। হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি বলে আশঙ্কা কর
৪ ঘণ্টা আগে