রুশ বাহিনীর গোলার আঘাতে আগুন ধরে যাওয়া ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আগুন অবশেষে নেভানো সম্ভব হয়েছে। ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি।
জরুরি সেবা বিভাগ এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় শুক্রবার ভোর ৬টা ২০ মিনিটের দিকে আগুন নিভিয়ে ফেলা হয়েছে। সেখানে কেউ মারা যায়নি কিংবা আহত হয়নি।
এর আগে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন লাগার কথা জানিয়েছিলেন পার্শ্ববর্তী শহর এনারহোদরের মেয়র দিমিত্র অরলভ। তিনি এক ফেসবুক পোস্টে লেখেন, ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভবন ও ব্লকগুলোতে শত্রুদের নিরলস গোলাগুলিতে আগুন লেগেছে।’ রুশ সেনাদের গোলাগুলির কারণে সেখানে দমকলবাহিনীর কর্মীরা যেতে পারছেন না বলেও অভিযোগ করেন তিনি।
তখন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা টুইটারে লিখেছিলেন, রুশ বাহিনীর অবিলম্বে আগুন বন্ধ করতে হবে। সেখানে অগ্নিনির্বাপকদের যাওয়ার অনুমতি দিতে হবে। একটি নিরাপত্তাবলয় স্থাপন করতে হবে।
কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানায়, জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন। তবে তাদের মধ্যে কী কথা হয়েছে সে বিষয়ে জানায়নি মার্কিন কর্তৃপক্ষ।
এর কিছুক্ষণ পর যুক্তরাষ্ট্রের জ্বালানি সচিব জেনিফার গ্রানহোম বলেন, জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুল্লি নিরাপদে বন্ধ করা হচ্ছে। সবশেষে ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগ জানাল, আগুন নেভানো সম্ভব হয়েছে এবং এ দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।
রুশ বাহিনীর গোলার আঘাতে আগুন ধরে যাওয়া ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আগুন অবশেষে নেভানো সম্ভব হয়েছে। ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি।
জরুরি সেবা বিভাগ এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় শুক্রবার ভোর ৬টা ২০ মিনিটের দিকে আগুন নিভিয়ে ফেলা হয়েছে। সেখানে কেউ মারা যায়নি কিংবা আহত হয়নি।
এর আগে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন লাগার কথা জানিয়েছিলেন পার্শ্ববর্তী শহর এনারহোদরের মেয়র দিমিত্র অরলভ। তিনি এক ফেসবুক পোস্টে লেখেন, ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভবন ও ব্লকগুলোতে শত্রুদের নিরলস গোলাগুলিতে আগুন লেগেছে।’ রুশ সেনাদের গোলাগুলির কারণে সেখানে দমকলবাহিনীর কর্মীরা যেতে পারছেন না বলেও অভিযোগ করেন তিনি।
তখন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা টুইটারে লিখেছিলেন, রুশ বাহিনীর অবিলম্বে আগুন বন্ধ করতে হবে। সেখানে অগ্নিনির্বাপকদের যাওয়ার অনুমতি দিতে হবে। একটি নিরাপত্তাবলয় স্থাপন করতে হবে।
কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানায়, জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন। তবে তাদের মধ্যে কী কথা হয়েছে সে বিষয়ে জানায়নি মার্কিন কর্তৃপক্ষ।
এর কিছুক্ষণ পর যুক্তরাষ্ট্রের জ্বালানি সচিব জেনিফার গ্রানহোম বলেন, জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুল্লি নিরাপদে বন্ধ করা হচ্ছে। সবশেষে ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগ জানাল, আগুন নেভানো সম্ভব হয়েছে এবং এ দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।
ইউক্রেন ও রাশিয়া পরস্পরের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কেবল প্রচারের উদ্দেশ্যে’ এই যুদ্ধবিরতি ঘোষণার করেছেন।
১ ঘণ্টা আগেসৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে...
৫ ঘণ্টা আগেগতকাল শনিবার, চিফ অব জেনারেল স্টাফ ভ্যালারি গেরাসিমভের সঙ্গে বৈঠকের পর বিশেষ এই ‘ইস্টার ট্রুস’ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখবে রাশিয়ার সেনাবাহিনী।
৮ ঘণ্টা আগেঅস্ত্রসমর্পণ করছে না ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত শুক্রবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান নাঈম কাশেম। ইসরায়েলের আগ্রাসী আচরণ বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো আলোচনায় বসবে না বলেও জানান তিনি।
৯ ঘণ্টা আগে