Ajker Patrika

পুতিনকে যুদ্ধবিরতির আহ্বান জানালেন শলৎস–মাখোঁ

পুতিনকে যুদ্ধবিরতির আহ্বান জানালেন শলৎস–মাখোঁ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জার্মানি ও ফ্রান্সের নেতারা। শনিবার পুতিনের সঙ্গে এক ফোনালাপে তাঁরা এই আহ্বান জানান। এ সময় তাঁরা পুতিনকে ইউক্রেন থেকে রাশিয়ার সৈন্য অপসারণেরও আহ্বান জানান। শনিবার জার্মানির কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। 

জার্মান কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন বলেছে, শনিবার জার্মানির প্রেসিডেন্ট ওলাফ শলৎস এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ পুতিনের সঙ্গে প্রায় ৮০ মিনিট বিভিন্ন ইস্যুতে কথা বলছেন। 

জার্মান সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ পুতিনের সঙ্গে আলাপকালে ইউক্রেন থেকে রাশিয়ার সৈন্য প্রত্যাহারের বিষয়ে আহ্বান জানিয়েছেন। তাঁরা রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে বর্তমান সংকট নিরসনে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি আলোচনারও আহ্বান জানিয়েছেন।’ 

ফরাসি প্রেসিডেন্টের বাসভবন এলিসি প্রাসাদের এক বিবৃতিতে জানিয়েছে, ‘ইউক্রেন সংকট নিরসন কেবল মস্কো এবং কিয়েভের আলোচনার মাধ্যমেই হতে হবে।’ 

টেলিফোন আলোচনাকালে মাখোঁ এবং শলৎস রাশিয়ার প্রেসিডেন্টকে আজভস্টাল থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া ২৫০০ ইউক্রেনীয় সৈন্যকেও মুক্তি দেওয়ার আহ্বান জানান। ফ্রান্সের এলিসি প্রাসাদের বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। 

এ সময়, এই দুই নেতা পুতিনকে ওদেসা বন্দর থেকে অবরোধ তুলে নেওয়ারও আহ্বান জানান। যাতে ইউক্রেন বিশ্বে খাদ্যশস্য রপ্তানি করতে পারে এবং খাদ্য সংকটের হাত থেকে বিশ্বকে রক্ষা করা যায়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

‘ভাবি’ শব্দটা কিছুটা পুরুষতান্ত্রিক: উপদেষ্টা ফরিদা আখতার

পাথরঘাটায় তিন শিক্ষকের ওপর হামলার‌ অভিযোগ শ্রমিক দল নেতার বিরুদ্ধে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত