Ajker Patrika

রাশিয়ার তিনটি এসইউ-৩৪ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইউক্রেনের

অনলাইন ডেস্ক
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ১৪: ৪৪
Thumbnail image

রাশিয়ার তিনটি যুদ্ধবিমানকে গুলি করে ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। গতকাল শুক্রবার ইউক্রেনের দক্ষিণে খেরসনে এসইউ-৩৪ মডেলের তিনটি রুশ বোমারু বিমান ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনের বিমানবাহিনী।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ বিমান ভূপাতিত করা সেনাদের ধন্যবাদ জানিয়েছেন। গতকাল শুক্রবার রাতে দেওয়া বক্তব্যে জেলেনস্কি বলেন, এ ঘটনায় রুশ পাইলটরা বুঝতে পারবে যে ইউক্রেনের লক্ষ্যবস্তুতে আঘাত হানলে কাউকেই ছেড়ে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, ভবিষ্যতে এফ-১৬ যুদ্ধবিমান পাওয়ার ব্যাপারে ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে তার কথা হয়েছে। সেই সঙ্গে, ইইউ থেকে নতুন করে সমর্থন পাওয়া নিয়েও হয়েছে আলোচনা।

তিনটি রুশ যুদ্ধবিমানের ভূপাতিত হওয়ার ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি মস্কো। তবে রাশিয়ার কয়েকজন প্রভাবশালী ব্লগার যুদ্ধবিমান ভূপাতিত হওয়া নিয়ে প্রতিবেদন করেছেন।

রাশিয়ার যুদ্ধভিত্তিক ব্লগার ফাইটবোম্বার তাদের প্রতিবেদনে যুদ্ধবিমান ধ্বংসের কথা বলেছে। কটি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে, সে ব্যাপারে কিছু বলেনি। ফাইটবোম্বার বলেছে, যুক্তরাষ্ট্রে তৈরি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দ্বারা যুদ্ধবিমানগুলোকে ভূপাতিত করা হয়ে থাকতে পারে। এই হামলায় নিহত ও বেঁচে যাওয়া সব ক্রুকে উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে ফাইটবোম্বার।

ভয়েনি ওসভেডোমিটেল নামের আরেক ব্লগার বলেছেন, ভূপাতিত যুদ্ধবিমানগুলো সম্ভবত দিনিপ্রো নদীর রুশ-নিয়ন্ত্রিত অংশের। যেখানে ইউক্রেনীয়দের অবস্থান, সেখানে গ্লাইড বোমা ফেলার জন্য ব্যবহার করা হয়েছিল।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকেই লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেন। গোলাবারুদের ঘাটতির সম্মুখীন এখন দেশটি। শীতের শুরুতে পাল্টা স্থল আক্রমণ স্থগিত রেখেছিল কিয়েভ। ইউক্রেনের সবচেয়ে বড় সামরিক সহায়তাকারী দেশ যুক্তরাষ্ট্রও রিপাবলিকানদের অনিচ্ছার মুখে কিয়েভে অর্থ ও সামরিক সহায়তা দেওয়ার ব্যাপারে গড়িমসি করছে।

তবে বছর সমাপনী ভাষণে এ সপ্তাহেই ভলোদিমির জেলেনস্কি জোর দিয়ে বলেছিলেন যে, ইউক্রেন রাশিয়ার কাছে যুদ্ধে হেরে যাচ্ছে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত