ইউক্রেনকে যত দিন প্রয়োজন প্রতিবছর ৩০০ কোটি পাউন্ড বা ৪১ হাজার কোটি টাকার বেশি সহায়তা দিয়ে যাবে যুক্তরাজ্য। এমনটাই জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন। গত সপ্তাহের বৃহস্পতিবার ইউক্রেনের রাজধানী কিয়েভে তাঁর দ্বিতীয় দফার সফরের সময় তিনি এই প্রতিশ্রুতি দেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনকে প্রতিবছর তিন বিলিয়ন পাউন্ড সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ডেভিড ক্যামেরন বলেছেন, ‘যত দিন প্রয়োজন এই সহায়তা দেওয়া হবে।’ ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের শেষ দিকে রাশিয়া ইউক্রেন আক্রমণের পর যুক্তরাজ্যের তরফ থেকে ইউক্রেনকে দেওয়া এই সহায়তা প্যাকেজই সবচেয়ে বড়।
কিয়েভ সফরে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে ইউক্রেনের জন্য অতিরিক্ত অস্ত্রসহায়তা নিশ্চিত করার বিষয়টিকে তিনি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তাঁর অন্যতম শীর্ষ অগ্রাধিকার বলেও ঘোষণা করেন।
এর আগে, চলতি বছরের জানুয়ারিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ঘোষণা দেন, তাঁর দেশ ২০২৪-২৫ সালে ইউক্রেনকে ২৫০ কোটি ব্রিটিশ পাউন্ড সামরিক সহায়তা দেবে। যা আগের দুই বছরের তুলনায় ২০০ মিলিয়ন পাউন্ড বেশি। তবে তিনি এরপর আর কোনো প্রতিশ্রুতি দেননি। সর্বশেষ, ক্যামেরনের তরফ থেকে এই সহায়তার ঘোষণা এল।
এদিকে, যুক্তরাজ্য আগামী ১০ বছরে ব্রিটিশ অস্ত্রশিল্পে আরও এক হাজার কোটি পাউন্ড বিনিয়োগের পরিকল্পনা করেছে, যাতে দেশীয় অস্ত্রের উৎপাদন দ্বিগুণ করা সম্ভব হয়। মূলত, এই উৎপাদনের লক্ষ্য—ইউক্রেনের জাতীয় নিরাপত্তা নিশ্চিতে ব্রিটিশ সামরিক সহায়তা নিশ্চিত করা এবং কিয়েভে অস্ত্রের প্রবাহ বজায় রাখা। এ ছাড়া, যতক্ষণ সময় লাগে ততক্ষণ যুদ্ধে ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যুক্ত রাখা।
এ ছাড়া, ইউক্রেনে বাড়তি সামরিক সহায়তা দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে একত্র করার প্রতিও গুরুত্বারোপ করেন ক্যামেরন। তিনি বলেন, ‘ইউক্রেনের জরুরি সক্ষমতার প্রয়োজনীয়তা পূরণে আন্তর্জাতিক তহবিলে অতিরিক্ত অবদান নিশ্চিত করতে আগামী (জুন) মাসে যুক্তরাজ্য আন্তর্জাতিক অংশীদারদের একত্র করবে।’
ইউক্রেনকে যত দিন প্রয়োজন প্রতিবছর ৩০০ কোটি পাউন্ড বা ৪১ হাজার কোটি টাকার বেশি সহায়তা দিয়ে যাবে যুক্তরাজ্য। এমনটাই জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন। গত সপ্তাহের বৃহস্পতিবার ইউক্রেনের রাজধানী কিয়েভে তাঁর দ্বিতীয় দফার সফরের সময় তিনি এই প্রতিশ্রুতি দেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনকে প্রতিবছর তিন বিলিয়ন পাউন্ড সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ডেভিড ক্যামেরন বলেছেন, ‘যত দিন প্রয়োজন এই সহায়তা দেওয়া হবে।’ ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের শেষ দিকে রাশিয়া ইউক্রেন আক্রমণের পর যুক্তরাজ্যের তরফ থেকে ইউক্রেনকে দেওয়া এই সহায়তা প্যাকেজই সবচেয়ে বড়।
কিয়েভ সফরে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে ইউক্রেনের জন্য অতিরিক্ত অস্ত্রসহায়তা নিশ্চিত করার বিষয়টিকে তিনি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তাঁর অন্যতম শীর্ষ অগ্রাধিকার বলেও ঘোষণা করেন।
এর আগে, চলতি বছরের জানুয়ারিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ঘোষণা দেন, তাঁর দেশ ২০২৪-২৫ সালে ইউক্রেনকে ২৫০ কোটি ব্রিটিশ পাউন্ড সামরিক সহায়তা দেবে। যা আগের দুই বছরের তুলনায় ২০০ মিলিয়ন পাউন্ড বেশি। তবে তিনি এরপর আর কোনো প্রতিশ্রুতি দেননি। সর্বশেষ, ক্যামেরনের তরফ থেকে এই সহায়তার ঘোষণা এল।
এদিকে, যুক্তরাজ্য আগামী ১০ বছরে ব্রিটিশ অস্ত্রশিল্পে আরও এক হাজার কোটি পাউন্ড বিনিয়োগের পরিকল্পনা করেছে, যাতে দেশীয় অস্ত্রের উৎপাদন দ্বিগুণ করা সম্ভব হয়। মূলত, এই উৎপাদনের লক্ষ্য—ইউক্রেনের জাতীয় নিরাপত্তা নিশ্চিতে ব্রিটিশ সামরিক সহায়তা নিশ্চিত করা এবং কিয়েভে অস্ত্রের প্রবাহ বজায় রাখা। এ ছাড়া, যতক্ষণ সময় লাগে ততক্ষণ যুদ্ধে ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যুক্ত রাখা।
এ ছাড়া, ইউক্রেনে বাড়তি সামরিক সহায়তা দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে একত্র করার প্রতিও গুরুত্বারোপ করেন ক্যামেরন। তিনি বলেন, ‘ইউক্রেনের জরুরি সক্ষমতার প্রয়োজনীয়তা পূরণে আন্তর্জাতিক তহবিলে অতিরিক্ত অবদান নিশ্চিত করতে আগামী (জুন) মাসে যুক্তরাজ্য আন্তর্জাতিক অংশীদারদের একত্র করবে।’
ইউক্রেন ও রাশিয়া পরস্পরের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কেবল প্রচারের উদ্দেশ্যে’ এই যুদ্ধবিরতি ঘোষণার করেছেন।
৬ ঘণ্টা আগেসৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে...
১০ ঘণ্টা আগেগতকাল শনিবার, চিফ অব জেনারেল স্টাফ ভ্যালারি গেরাসিমভের সঙ্গে বৈঠকের পর বিশেষ এই ‘ইস্টার ট্রুস’ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখবে রাশিয়ার সেনাবাহিনী।
১৩ ঘণ্টা আগেঅস্ত্রসমর্পণ করছে না ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত শুক্রবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান নাঈম কাশেম। ইসরায়েলের আগ্রাসী আচরণ বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো আলোচনায় বসবে না বলেও জানান তিনি।
১৪ ঘণ্টা আগে