ডয়চে ভেলে
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার হামলার কয়েক মাস আগে ভ্যালেরি জালুঝনি সেনাপ্রধান হয়েছিলেন। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তম উমেরভ গতকাল বৃহস্পতিবার তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়ার কথা জানান।
পরে প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, তিনি জেনারেল সিরস্কিকে ইউক্রেনের সেনাপ্রধানের পদে নিয়োগ করেছেন।
জেলেনস্কি বলেছেন, ‘আজ থেকেই নতুন টিম সেনাবাহিনীকে নেতৃত্ব দেবে। ইউক্রেনের সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ হিসাবে আমি জেনারেল সিরস্কিকে নিয়োগ করেছি।’
কী বললেন জালুঝনি ও জেলেনস্কি?
জেলেনস্কি লিখেছেন, ‘আমি জালুঝনির সঙ্গে দেখা করে বলেছিলাম, এবার নতুন কোনো নেতা সেনার দায়িত্ব নিক। আমরা বিষয়টা নিয়ে আলোচনা করি এবং ঠিক হয়, এবার নেতৃত্বে নতুন কারো আসা উচিত। আমি জেনারেলকে টিমের অংশ হিসাবে কাজ করার অনুরোধ করেছি।’
জালুঝনি বলেছেন, জেলেনস্কির সঙ্গে তাঁর গুরুত্বপূর্ণ ও গভীর আলোচনা হয়েছে। লড়াইয়ের ময়দানে কৌশল বদল করা নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেছেন, ‘২০২২ সালের কাজ এবং ২০২৪ সালের কাজের মধ্য়ে ফারাক আছে। নতুন বাস্তবতার সঙ্গে পরিবর্তন দরকার। সবাই মিলে আমরা জিতব।’
এরপর যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা জেনারেল সিরস্কির সঙ্গে একযোগে কাজ করবে।
জালুঝনি সাফল্যের সঙ্গে রাশিয়ার আক্রমণ থেকে কিয়েভকে বাঁচিয়েছিলেন এবং পরবর্তীকালে রাশিয়ার হাত থেকে ইউক্রেনের কিছু এলাকা আবার দখল করতে পেরেছিলেন। কিন্তু বলা হয়, তাঁর রাজনৈতিক উচ্চাশা ছিল। তিনি অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন।
গত বছর থেকেই জেলেনস্কি ও জালুঝনির মধ্যে মতবিরোধের বিষয়টি সামনে এসেছে। মিডিয়া রিপোর্ট বলছে, গত সপ্তাহেই তিনি জালুঝনিকে সরিয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু তখন তাঁকে সরানো সম্ভব হয়নি।
বৃহস্পতিবার জেলেনস্কি ও জালুঝনি সামাজিক মাধ্যমে দুটি বিবৃতি দিয়েছেন যা দেখে মনে হয়েছে, তারা দুজনে ঐক্যের একটা ছবি তুলে ধরতে চেয়েছেন।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার হামলার কয়েক মাস আগে ভ্যালেরি জালুঝনি সেনাপ্রধান হয়েছিলেন। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তম উমেরভ গতকাল বৃহস্পতিবার তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়ার কথা জানান।
পরে প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, তিনি জেনারেল সিরস্কিকে ইউক্রেনের সেনাপ্রধানের পদে নিয়োগ করেছেন।
জেলেনস্কি বলেছেন, ‘আজ থেকেই নতুন টিম সেনাবাহিনীকে নেতৃত্ব দেবে। ইউক্রেনের সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ হিসাবে আমি জেনারেল সিরস্কিকে নিয়োগ করেছি।’
কী বললেন জালুঝনি ও জেলেনস্কি?
জেলেনস্কি লিখেছেন, ‘আমি জালুঝনির সঙ্গে দেখা করে বলেছিলাম, এবার নতুন কোনো নেতা সেনার দায়িত্ব নিক। আমরা বিষয়টা নিয়ে আলোচনা করি এবং ঠিক হয়, এবার নেতৃত্বে নতুন কারো আসা উচিত। আমি জেনারেলকে টিমের অংশ হিসাবে কাজ করার অনুরোধ করেছি।’
জালুঝনি বলেছেন, জেলেনস্কির সঙ্গে তাঁর গুরুত্বপূর্ণ ও গভীর আলোচনা হয়েছে। লড়াইয়ের ময়দানে কৌশল বদল করা নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেছেন, ‘২০২২ সালের কাজ এবং ২০২৪ সালের কাজের মধ্য়ে ফারাক আছে। নতুন বাস্তবতার সঙ্গে পরিবর্তন দরকার। সবাই মিলে আমরা জিতব।’
এরপর যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা জেনারেল সিরস্কির সঙ্গে একযোগে কাজ করবে।
জালুঝনি সাফল্যের সঙ্গে রাশিয়ার আক্রমণ থেকে কিয়েভকে বাঁচিয়েছিলেন এবং পরবর্তীকালে রাশিয়ার হাত থেকে ইউক্রেনের কিছু এলাকা আবার দখল করতে পেরেছিলেন। কিন্তু বলা হয়, তাঁর রাজনৈতিক উচ্চাশা ছিল। তিনি অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন।
গত বছর থেকেই জেলেনস্কি ও জালুঝনির মধ্যে মতবিরোধের বিষয়টি সামনে এসেছে। মিডিয়া রিপোর্ট বলছে, গত সপ্তাহেই তিনি জালুঝনিকে সরিয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু তখন তাঁকে সরানো সম্ভব হয়নি।
বৃহস্পতিবার জেলেনস্কি ও জালুঝনি সামাজিক মাধ্যমে দুটি বিবৃতি দিয়েছেন যা দেখে মনে হয়েছে, তারা দুজনে ঐক্যের একটা ছবি তুলে ধরতে চেয়েছেন।
যুক্তরাষ্ট্রের প্রধান সহায়তা সংস্থা ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএইড) কর্মীদের আগামীকাল শুক্রবার থেকে ছুটিতে পাঠানো হচ্ছে। সংস্থাটি গত মঙ্গলবার রাতে তাদের ওয়েবসাইটে এ নথি প্রকাশ করেছে। এটি গত মঙ্গলবার রাতে অনলাইনে প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।
৭ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর সব কর্মীকে আর্থিক সুবিধার বিনিময়ে চাকরি ছাড়ার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেডারেল সরকারকে সংকুচিত করার নীতির আলোকে তাঁদের এই প্রস্তাব দিয়েছে কর্তৃপক্ষ। এতে বলা হয়, চাকরি ছেড়ে দিলে কর্মীরা প্রায় আট মাসের বেতন এবং অন্যান্য সুবিধা
৯ ঘণ্টা আগেফিলিস্তিনিদের জন্য জাতিসংঘের ত্রাণ সংস্থা (ইউএনআরডব্লিউএ) থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবার নিজ প্রশাসনের প্রতি এ নির্দেশ দেন তিনি। এদিন জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল (ইউএনএইচআরসি) থেকেও যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের কার্যনির্বাহী আদেশে স্ব
৯ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা থেকে ফিলিস্তিনিদের অন্যত্র পুনর্বাসন করে এই ভূখণ্ডের দখল নেওয়ার কথা বলেছেন। তিনি আরও বলেছেন, একটি ব্যতিক্রমী পুনর্নির্মাণ পরিকল্পনা ঘোষণা করে গাজাকে ‘মধ্যপ্রাচ্যের রিভেরায়’ পরিণত করা হবে। গতকাল মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে
৯ ঘণ্টা আগে