Ajker Patrika

ফরাসি প্রেসিডেন্টকে চড় মারা যুবকের চার মাসের জেল

আপডেট : ১১ জুন ২০২১, ১১: ৫২
ফরাসি প্রেসিডেন্টকে চড় মারা যুবকের চার মাসের জেল

ঢাকা: ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁকে প্রকাশ্যে চড় মারার দায়ে দামিয়েন তারেলকে চার মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ফ্রান্সের একটি আদালত এই রায় দেন।

আদালতকে তারেল বলেন, প্ররোচিত হয়ে তিনি মাখোঁকে চড় মেরেছেন। তবে প্রসিকিউটররা বলেছেন, ইচ্ছা করেই সহিংসতার ঘটনা ঘটিয়েছেন তারেল।

তরুণ তারেল বিভিন্ন উগ্র-ডানপন্থী ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার। এ ছাড়াও তিনি মধ্যযুগীয় তলোয়ারযুদ্ধের ভক্ত। তদন্ত ঘনিষ্ঠ কর্মকর্তাদের বরাতে গতকাল বুধবার আল-জাজিরার প্রতিবেদনে এমনটি বলা হয়।

পুলিশ সূত্র জানিয়েছে, এর আগেও তারেলের অপরাধের রেকর্ড রয়েছে।

বৃহস্পতিবার প্রসিকিউটররা মাখোঁকে চড় মারার অভিযোগে তারেলকে ১৮ মাসের জেল দেওয়ার আবেদন জানান।

এর আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেন, তাঁকে চড় মারার ঘটনা তুচ্ছ ঘটনা ভাবা উচিত হবে না।

গত মঙ্গলবার ফ্রান্সের দক্ষিণাঞ্চলের দ্রোম এলাকায় একদল বাসিন্দার সঙ্গে কুশল বিনিময় করতে গিয়েছিলেন প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। তখন দর্শন প্রত্যাশীদের কাতারে দাঁড়িয়ে থাকা একজন তাঁর গালে চড় দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত