Ajker Patrika

ইউরোপে উগ্র ডানপন্থার জোয়ারে ভাসছে মাস্ক, মাশুল গুনছে টেসলা

২০২৪ সালে টেসলার বিক্রি কমেছে ১০ দশমিক ৮ শতাংশ। ছবি: সংগৃহীত
২০২৪ সালে টেসলার বিক্রি কমেছে ১০ দশমিক ৮ শতাংশ। ছবি: সংগৃহীত

দুই মাস ধরে টেক মোগল ইলন মাস্ক জার্মানির উগ্র ডানপন্থী দল ‘অলটারনেটিভ ফর জার্মানি’কে (এএফডি) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে প্রকাশ্যে সমর্থন দিয়েছেন। তিনি দলটির পক্ষে প্রচারণার জন্য ৭০টির বেশি পোস্ট দিয়েছেন। তাঁর ২১৯ মিলিয়ন ফলোয়ারকে বলেছেন, এই দলই জার্মানির ‘একমাত্র ভরসা’।

রয়টার্সের এক বিশ্লেষণে উঠে এসেছে মাস্কের এই সমর্থন গত ২৩ ফেব্রুয়ারির নির্বাচনে এএফডির দ্বিতীয় স্থান অর্জনে খুব সামান্য ভূমিকা রেখেছে। মাস্কের পোস্ট, জনমত জরিপের তথ্য এবং রাজনৈতিক বিশ্লেষকদের সাক্ষাৎকারের ভিত্তিতে এই বিশ্লেষণ করে রয়টার্স।

তবে টেসলার সিইও মাস্ককে এতে দমিয়ে রাখা যায়নি। তিনি ইউরোপজুড়ে এখনো ডানপন্থী প্রচার চালিয়ে যাচ্ছেন। বিশ্লেষকেরা বলছেন, এর সবচেয়ে দৃশ্যমান প্রভাব সম্ভবত টেসলার ক্ষতি। তবে এর পেছনে মাস্কের ব্যবসায়িক সাম্রাজ্যের দীর্ঘমেয়াদি লক্ষ্য থাকতে পারে। যেমন এমন রাজনৈতিক দলগুলোকে সমর্থন করা, যারা ভবিষ্যতে ক্ষমতায় এলে মাস্কের প্রযুক্তি বা উদ্ভাবনের পথে বাধা হবে না।

এই প্রতিবেদন তৈরির সময় ইলন মাস্ক এবং টেসলার কাছে মন্তব্যের অনুরোধ করা হয়েছিল। তবে কোনো সাড়া পাওয়া যায়নি।

গত জানুয়ারিতে মাস্ক ইউরোপের ‘নিয়মকানুন ও আমলাতন্ত্রের স্তূপ’ নিয়ে দুঃখ প্রকাশ করেছিলেন। এর আগে গত বছর ইউরোপীয় ইউনিয়নের এক কর্মকর্তা তাঁকে নিষেধাজ্ঞা দিলে মাস্ক এক্সে একটি মিম পোস্ট করে প্রতিক্রিয়া জানিয়েছিলেন। যেখানে ‘ট্রপিক থান্ডার’ সিনেমার একটি উদ্ধৃতি ছিল, ‘টেক আ বিগ স্টেপ ব্যাক অ্যান্ড লিটারেলি, ফাক ইউর ওউন ফেস!’

জার্মানির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এরই মধ্যে এএফডিকে একটি সন্দেহভাজন উগ্রবাদী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছে। তা সত্ত্বেও দলটি গত মাসের নির্বাচনে জার্মানির বৃহত্তম বিরোধী দল হিসেবে উঠে এসেছে। জার্মানির নাৎসি অতীতের কারণে উগ্র ডানপন্থার ওপর ঐতিহাসিকভাবে যে কলঙ্ক লেগে আছে, তা সত্ত্বেও এই উত্থান তাৎপর্যপূর্ণ। দলটির একজন জ্যেষ্ঠ রাজনীতিবিদ গত বছর একটি মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন। তিনি বলেছিলেন, নাৎসিদের প্রধান আধা সামরিক বাহিনী এসএস ‘পুরোপুরি অপরাধী ছিল না’।

এদিকে গত ৯ জানুয়ারি ইলন মাস্ক এক্সে এএফডি নেত্রী অ্যালিস ভাইডেলের সাক্ষাৎকার প্রচার করেন।

এএফডির ক্রমবর্ধমান জনপ্রিয়তা ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া একটি ঘটনার দৃষ্টান্ত। যা থেকে বোঝা যায়, জনতুষ্টিবাদী উগ্র ডানপন্থী দলগুলো ইউরোপে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সাফল্য পাচ্ছে। একসময় রাজনৈতিক প্রান্তিক অবস্থানে থাকা এই দলগুলো এখন ইতালি, নেদারল্যান্ডস, হাঙ্গেরি, স্লোভাকিয়া, ফিনল্যান্ড ও ক্রোয়েশিয়ায় সরকার চালাচ্ছে অথবা সরকার গঠনে অংশীদার হচ্ছে। সুইডেন, অস্ট্রিয়া ও জার্মানির পার্লামেন্টেও তারা বৃহত্তম বা দ্বিতীয় বৃহত্তম দল এবং ফ্রান্সেও জনমত সমীক্ষায় তাদের সমর্থন বাড়ছে। এ ছাড়া রোমানিয়া, বেলজিয়াম, স্পেন ও পর্তুগালেও উগ্র ডানপন্থার সমর্থন বাড়ছে।

উচ্চ অভিবাসন, অর্থনৈতিক স্থবিরতা এবং বাক্‌স্বাধীনতার ওপর অনুভূত সীমাবদ্ধতা—তাদের জনপ্রিয়তা বাড়াতে সাহায্য করেছে। আর মাস্ক তাঁর ‘এক্সে’ এই বিষয়গুলোকেই বেশি করে তুলে ধরছেন।

রয়টার্স ২০ হাজারের বেশি পোস্ট ও রিপোস্ট পর্যালোচনায় দেখেছে, ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্পকে গত নভেম্বরে হোয়াইট হাউসে ফিরিয়ে আনতে সাহায্য করার পর থেকে ইউরোপীয় রাজনীতিতে বেশি মনোযোগ দিচ্ছেন।

মাস্ক ব্রিটেন, ইতালি ও রোমানিয়ার ডানপন্থী ব্যক্তিত্বদের ‘এক্সে’ প্রচার করেছেন এবং রাজনৈতিক নেতা ও ইইউর সিনিয়র কর্মকর্তাদের প্রতি ঘৃণা প্রকাশ করেছেন।

গত বছরের ২০ ডিসেম্বর মাস্ক যখন জার্মানিতে এএফডিকে প্রথম স্পষ্টভাবে সমর্থন করেন, তখন রয়টার্সের জনমত সমীক্ষা অনুসারে দলটির সমর্থন ছিল মাত্র ১৯ দশমিক ৩ শতাংশ। তারা নির্বাচনে ভোট পেয়েছে ২০ দশমিক ৮ শতাংশ।

রয়টার্সের সঙ্গে একটি সাক্ষাৎকারে তিনজন রাজনৈতিক বিশ্লেষক বলেছেন, এই সংখ্যাগুলো থেকে বোঝা যায়, মাস্কের সমর্থনে নির্বাচনের ওপর খুব কম প্রভাব পড়েছে। তবে মধ্যপ্রাচ্য ও আফগানিস্তান থেকে আসা সন্দেহভাজন ব্যক্তিদের দ্বারা জার্মানিতে তিনটি সহিংস হামলার ঘটনাও এএফডিকে সাহায্য করতে পারে, যারা অভিবাসীদের গণবহিষ্কারের আহ্বান জানিয়েছে।

কিন্তু বিশ্লেষকদের মধ্যে দুজন মনে করেন, মাস্ক কিছু ভোটারের মধ্যে—বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে দলটির আকর্ষণ বাড়িয়েছেন, যা আগামী নির্বাচনে তাদের জন্য ভালো ফল নিয়ে আসতে পারে।

জার্মানির ডব্লিউএইচইউ—অটো বেইশিম স্কুল অব ম্যানেজমেন্টের কৌশল ও মার্কেটিং বিভাগের চেয়ার মার্টিন ফাসনাখট বলেন, ‘তিনি (মাস্ক) এএফডিকে কিছুটা হলেও আকর্ষণীয় ও উদ্ভাবনী দেখাতে সাহায্য করেছেন।’

তবে মাস্কের উগ্র ডানপন্থী দলের প্রতি উৎসাহ সম্ভবত টেসলার জন্য ক্ষতির কারণ হচ্ছে। ইউরোপীয় অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (এসিইএ) তথ্য অনুযায়ী, জানুয়ারিতে ইউরোপে টেসলার বিক্রি আগের বছরের তুলনায় ৪৫ শতাংশ কমে গেছে। অথচ তাদের প্রতিদ্বন্দ্বীদের বিক্রি ৩৭ শতাংশের বেশি বেড়েছে।

ফেব্রুয়ারির প্রথম দিকে ইউরোপে বিক্রির পরিসংখ্যান থেকে দেখা যায়, টেসলার এই পতন অব্যাহত রয়েছে। চারটি করপোরেট-কার ফ্লিট ম্যানেজার রয়টার্সকে জানিয়েছেন, তাদের শোরুমে টেসলার বিক্রি আগের মতোই আছে। কোথাও কমেছে। তবে এই অবস্থা কঠিন সময়ের ইঙ্গিত দিচ্ছে।

২০২৪ সালের শুরু থেকে এক্সে মাস্কের পোস্ট ও রিপোস্টগুলো পর্যালোচনা করেছে রয়টার্স। এতে দেখা গেছে, নভেম্বরে ট্রাম্পকে হোয়াইট হাউসে ফিরিয়ে আনতে ২৫০ বিলিয়নের বেশি ডলার অনুদান দেওয়ার পর তিনি ইউরোপের দিকে মনোযোগ দিয়েছেন।

তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সমালোচনা করেছেন। কারাবন্দী এক উগ্র ডানপন্থী কর্মীর মুক্তির আহ্বান জানিয়েছেন এবং ‘রিফর্ম’ নামক একটি ডানপন্থী দলের সমর্থন করেছেন। যাঁরা ট্রাম্পের মতোই অভিবাসন কমানো এবং জলবায়ু পরিবর্তন ব্যয় ত্যাগ করার অঙ্গীকার করেছে।

মাস্ক ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন। তাঁরা উভয়েই অভিবাসন এবং পশ্চিমা দেশগুলোতে কম জন্মহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সম্প্রতি মেলোনি ইলন মাস্ককে ‘মূল্যবান জিনিয়াস’ বলে অভিহিত করেছেন।

লন্ডন স্কুল অব ইকোনমিকসের মিডিয়া ও কমিউনিকেশনস রেগুলেশন অ্যান্ড পলিসির বিশেষজ্ঞ ড্যামিয়ান টাম্বিনি বলেন, ইউরোপের জনমতকে প্রভাবিত করার ‘অসীম ক্ষমতা’ রয়েছে এক্সের মতো মার্কিন টেক প্ল্যাটফর্মগুলোর।

টাম্বিনি বলেন, ‘এটা অসম্ভব নয় যে তিনি (মাস্ক) যেকোনো দেশের রাজনৈতিক পটপরিবর্তন করে দিতে পারেন। এর ফলে ইইউর অভ্যন্তরে ক্ষমতার ভারসাম্যেরও সম্পূর্ণ পরিবর্তন ঘটতে পারে।’

ফরাসি রাজনৈতিক বিশ্লেষক আসমা মহাল্লা বলেন, ইউরোপীয় সরকারগুলো মাস্কের ক্রমবর্ধমান খ্যাতি নিয়ে ‘উদ্বিগ্ন’। তিনি বলেন, ‘মাস্কের লক্ষ্য ইউরোপীয় নীতিকে দুর্বল করা এবং আমেরিকার আধিপত্য বিস্তার করা।’

তবে আমেরিকার ইউরোপ নীতিতে মাস্কের ভূমিকা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি হোয়াইট হাউস।

ইউরোপের সমালোচনায় মাস্ক প্রায়শই এক্সে যাচাই না করা তথ্য শেয়ার করেন। যার মধ্যে বেনামি অ্যাকাউন্টগুলোও থাকে। যেগুলো তাঁকে ট্যাগ করে এবং তিনি ভুল তথ্য ছড়ানোর জন্য পরিচিত কিছু অ্যাকাউন্ট থেকেও বিভিন্ন তথ্য প্রচার করেন।

রয়টার্সের পর্যালোচনায় দেখা গেছে, মাস্কের বেশির ভাগ পোস্ট গণ-অভিবাসন এবং তথাকথিত বাক্‌স্বাধীনতার বিরুদ্ধে। তিনি ইউরোপের কম জন্মহার এবং ট্রান্সজেন্ডার নীতি নিয়েও সমালোচনা করেছেন। মাস্ক ঐতিহ্যবাহী মিডিয়া, রাজনীতিবিদ ও শিক্ষাবিদদের পাশ কাটিয়ে বরং কট্টর ডানপন্থী কিছু অ্যাকাউন্টের প্রতি বেশি মনোযোগ দিয়েছেন।

এ ধরনের একটি অ্যাকাউন্ট হলো পিটার সুইডেন-৭। সাংবাদিক ও রাজনৈতিক ভাষ্যকার পিটার ইমানুয়েলসেন এই অ্যাকাউন্ট চালান। এই ইমানুয়েলসেন ২০০১ সালের সেপ্টেম্বরে আমেরিকায় আল-কায়েদার হামলাকে ‘ইনসাইড জব’ এবং চাঁদে অবতরণকে ‘ভুয়া’ বলে অভিহিত করেছিলেন।

মাস্ক অন্তত অর্ধডজন বিভ্রান্তিকর পোস্টে ইমানুয়েলসেনকে প্রচার করেছেন। গত জানুয়ারিতে তিনি ইমানুয়েলসেনের একটি পোস্ট রিপোস্ট করেন। যেখানে বলা হয়েছিল, ফেসবুক পোস্টের জন্য এক ব্যক্তিকে ২০ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। অথচ বাস্তবে ওই ব্যক্তি তাঁর পোস্টে উদ্বাস্তুদের আশ্রয় দেওয়া একটি হোটেলে হামলার জন্য লোকজনকে উসকানি দিয়েছিলেন। তাই তাঁকে সাজা দেওয়া হয়। কিন্তু মাস্ক বিষয়টি যাচাই করেননি, এমনকি তাঁর পোস্টে উল্লেখও করেননি।

ইউরোপের বিষয়ে মাস্ক যে অ্যাকাউন্টের সঙ্গে যোগাযোগ রাখেন, সেটি হলো টমি রবিনসন নামের একজন ডানপন্থী আন্দোলনকারীর। যিনি প্রতারণা ও হামলার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। তাঁর আসল নাম স্টিফেন ইয়াক্সলি-লেনন। লন্ডনের একটি আদালতের আদেশ অমান্য করায় বর্তমানে তিনি কারাগারে বন্দী।

মাস্ক এই রবিনসনের মুক্তির আহ্বান জানিয়েছেন এবং একটি মিথ্যা পোস্ট রিপোস্ট করেছেন। যেখানে রবিনসনকে ‘রাজনৈতিক বন্দী’ বলা হয়েছে। অন্যদিকে রবিনসনের অ্যাকাউন্ট থেকে গত ২০ জানুয়ারির একটি পোস্টে বলা হয়েছিল, বিলিয়নিয়ার মাস্ক তাঁর আইনি খরচের কিছু অংশ পরিশোধ করছেন।

বিষয়টির সত্যতা যাচাই করতে রয়টার্স রবিনসনের আইনজীবীর সঙ্গে যোগাযোগ করে। তবে তিনি কোনো সাড়া দেননি।

ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষক মের্ট ক্যান বায়ার মাস্কের সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক নিয়ে গবেষণা করছেন। তিনি বলেন, মাস্কের কাছে এই অ্যাকাউন্টগুলোর মালিকেরা ডানপন্থীদের যুদ্ধের পদাতিক সৈনিক। যেখানে একদিকে আছে সীমাবদ্ধতা আরোপকারী বামপন্থী রাজনীতিবিদ এবং অন্যদিকে বাক্‌স্বাধীনতার পক্ষে থাকা ডানপন্থীরা।

ইউরোপীয় রাজনীতিতে মাস্কের প্রভাব এখনো অস্পষ্ট। তবে তাঁর সক্রিয়তা টেসলার ক্ষতি করছে বলেই মনে হচ্ছে। ২০২৪ সালে টেসলার বিক্রি কমেছে ১০ দশমিক ৮ শতাংশ। যেখানে সামগ্রিকভাবে গাড়ির বাজার মাত্র ১ দশমিক ৩ শতাংশ সংকুচিত হয়েছে।

জানুয়ারির শেষের দিকে একটি বৈদ্যুতিক গাড়ি পর্যালোচনা ওয়েবসাইটের এক সমীক্ষায় দেখা গেছে, যুক্তরাজ্যের ৫৯ শতাংশ মানুষ বৈদ্যুতিক গাড়ি কিনতে ইচ্ছুক। তবে তারা মাস্কের কারণে টেসলা কিনবেন না। তারা ‘টেসলাটেকডাউন’ ও ‘স্বস্তিকার’ হ্যাশট্যাগ ব্যবহার করেও এক্সে টেসলাবিরোধী প্রচার চালাচ্ছেন।

ব্রিটেনের একটি কমিউনিকেশনস ও মার্কেট ইন্টেলিজেন্স ফার্ম চালান বেন কিলবি। তিনি তিন বছর ধরে টেসলার ওয়াই মডেল চালাচ্ছেন। তবে মাস্কের কারণে এখন সেটি বিক্রি করে দিতে চাচ্ছেন। কিলবি বলেন, ‘আমি আমার টেসলাকে ভালোবাসি, এর প্রযুক্তিকে ভালোবাসি। কিন্তু আমি মাস্কের রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে চাই না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত