Ajker Patrika

ইউক্রেন যুদ্ধের চাপ কমাতে একমত মাখোঁ-সালমান

আজকের পত্রিকা ডেস্ক
ইউক্রেন যুদ্ধের চাপ কমাতে একমত মাখোঁ-সালমান

চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বে খাদ্য, জ্বালানি, অর্থনীতি, রাজনীতি প্রভৃতি ক্ষেত্রে ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। এ চাপ কমাতে ঐকমত্য পোষণ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। চলমান সংকট নিরসনে একযোগে কাজ করার কথা জানিয়েছে এই দুই নেতা। 

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় গতকাল শুক্রবার ফরাসি প্রেসিডেন্টের বাসভবন এলিসি প্রাসাদে তাদের মধ্যকার বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে। ফরাসি কর্মকর্তারা জানিয়েছেন, ইমানুয়েল মাখোঁ এবং মোহাম্মদ বিন সালমান এই সংঘাতের অবসান ঘটাতে এবং বিশ্বে বিশেষ করে মধ্যপ্রাচ্য ও ইউরোপে যুদ্ধের প্রভাব কমানোর জন্য সহযোগিতা জোরদার করার প্রয়োজনীয়তার বিষয়ে জোর দিয়েছেন। 

বিশ্বব্যাপী জ্বালানির তেলের দাম কমাতে সৌদি আরবকে তেল উৎপাদন বাড়ানোর অনুরোধ জানান মাখোঁ। নিষেধাজ্ঞার কারণে ইউরোপে তেলের সরবরাহ বন্ধ করেছে রাশিয়া। ফলে জ্বালানির বিকল্প উৎস খুঁজতে মরিয়া ইউরোপের দেশগুলো। এ ক্ষেত্রে সৌদি আরব ইউরোপ তথা ফ্রান্সের জন্য গুরুত্বপূর্ণ জ্বালানি উৎস হতে পারে আশাবাদ ব্যক্ত করেছে ফ্রান্স। বিশ্বে দুর্ভিক্ষ মোকাবিলায় খাদ্য নিরাপত্তা বিষয়েও আলাপ হয়েছে তাদের মধ্যে। 

সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডে যুবরাজ সালমানের সম্পৃক্ততা থাকার অভিযোগে তাদের এ বৈঠক বেশ সমালোচনা করেছে ফ্রান্সের বিরোধী দলগুলো। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত