Ajker Patrika

মুসলিম হওয়ার কারণে মন্ত্রিত্ব কেড়ে নেওয়ার অভিযোগ সাবেক ব্রিটিশ মন্ত্রীর

আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১৪: ০২
মুসলিম হওয়ার কারণে মন্ত্রিত্ব কেড়ে নেওয়ার অভিযোগ সাবেক ব্রিটিশ মন্ত্রীর

মুসলিম হওয়ার কারণে মন্ত্রিত্ব কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন সাবেক ব্রিটিশ মন্ত্রী নুসরাত ঘানি। ২০২০ সালে তাঁকে মন্ত্রিত্ব থেকে বরখাস্ত করে বরিস জনসনের নেতৃত্বাধীন সরকার। আজ রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

সানডে টাইমসের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বরখাস্তের কারণ সম্পর্কে জানতে চাইলে ব্রিটিশ সরকারের চিফ হুইপ মার্ক স্পেন্সার সাবেক ব্রিটিশ মন্ত্রী নুসরাত ঘানিকে বলেন, মুসলিম হওয়ার কারণে অন্য সহকর্মীদের মধ্যে অস্বস্তি সৃষ্টি করছে। 

টুইটারে দেওয়া এক বার্তায় ব্রিটিশ সরকারের চিফ হুইপ মার্ক স্পেন্সার অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘এই অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা এবং এগুলোকে আমি মানহানিকর বলে মনে করি। আমার নামে যেগুলো বলা হচ্ছে, সেসব কথা আমি কখনোই বলিনি।’

ক্যাবিনেট মন্ত্রী নাদিম জাহাভি বলেছেন, অভিযোগের তদন্ত হওয়া উচিত। 

উল্লেখ্য, নুসরাত ঘানি প্রথম মুসলিম নারী হিসেবে ব্রিটিশ সরকারের মন্ত্রী হন। তিনি পরিবহন বিভাগের দায়িত্বে ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত