কলম্বিয়ার পপ তারকা শাকিরার বিরুদ্ধে কর জালিয়াতি মামলা নিষ্পত্তি করতে চায় স্পেনের কৌঁসুলিরা। কয়েক মাস আগে শুরু হয়েছিল শাকিরার বিরুদ্ধে ৭০ লাখ ডলারের কর জালিয়াতির মামলা। এরপর আজ বুধবার স্পেনের কৌঁসুলিরা জানিয়েছেন, ২০১৮ রাজস্ব বছরের অভিযোগটির নিষ্পত্তির অনুরোধ এসেছে। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
স্পেনের কৌঁসুলির কার্যালয় শাকিরার বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় ইঙ্গিত দিয়ে এক বিবৃতিতে বলেছে যে, আর্থিক অপরাধ বিষয়ক বার্সেলোনার প্রাদেশিক কৌঁসুলির দপ্তর শাকিরার বিরুদ্ধে কর জালিয়াতি মামলার কার্যক্রম নিষ্পত্তির অনুরোধ করেছে।
গত জুলাই মাসে শাকিরার বিরুদ্ধে কর জালিয়াতির মামলার কার্যক্রম শুরু করেন কৌঁসুলিরা। অভিযোগে বলা হয়, কলম্বিয়ার সুপারস্টার শাকিরা ২০১৮ সালে এমন কয়েকটি কোম্পানির একটি নেটওয়ার্ক ব্যবহার করেছিলেন যা দিয়ে কর ফাঁকি দেওয়া যায়। শাকিরার বিরুদ্ধে প্রায় ৭০ লাখ ডলার কর ফাঁকির অভিযোগ তোলা হয়।
শাকিরার এজেন্ট এএফপিকে বলেন, এই অভিযোগের এক মাস পর শাকিরা মামলাটি নিষ্পত্তির জন্য ৭০ লাখ ডলার পরিশোধ করেছেন।
গত ২০ নভেম্বর শাকিরা তার ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে আয় সংশ্লিষ্ট পূর্ববর্তী একটি কর জালিয়াতির মামলার বিষয়ে তার বিচারের প্রথম দিনে বিষয়টি মীমাংসা করেন। সে সময় শাকিরার বিরুদ্ধে প্রায় ১ কোটি ৫৫ লাখ ডলার কর জালিয়াতির অভিযোগ আনা হয়েছিল। কৌঁসুলিরা শাকিরার ৮ বছরের কারাদণ্ডের জন্যও আবেদন করেছিলেন।
এসব অভিযোগ অস্বীকার করে শাকিরা বলেছিলেন যে, তিনি পূর্ণ মেয়াদে স্পেনের বসবাস করতে এসেছিলেন ২০১৫ সালে।
কৌঁসুলিরা সে সময় বলেছিলেন যে, মামলাটি নিষ্পত্তির জন্য শাকিরা প্রায় ১ কোটি ৮৮ লাখ ডলার পরিশোধ করেছিলেন। সে সময় শাকিরা বলেছিলেন যে, কর জালিয়াতির সঙ্গে তার সংশ্লিষ্টতা না থাকলেও সন্তানদের স্বার্থ বিবেচনা করে এই মানসিক চাপ কাটিয়ে উঠতেই তিনি পদক্ষেপ নিয়েছিলেন।
কলম্বিয়ার পপ তারকা শাকিরার বিরুদ্ধে কর জালিয়াতি মামলা নিষ্পত্তি করতে চায় স্পেনের কৌঁসুলিরা। কয়েক মাস আগে শুরু হয়েছিল শাকিরার বিরুদ্ধে ৭০ লাখ ডলারের কর জালিয়াতির মামলা। এরপর আজ বুধবার স্পেনের কৌঁসুলিরা জানিয়েছেন, ২০১৮ রাজস্ব বছরের অভিযোগটির নিষ্পত্তির অনুরোধ এসেছে। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
স্পেনের কৌঁসুলির কার্যালয় শাকিরার বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় ইঙ্গিত দিয়ে এক বিবৃতিতে বলেছে যে, আর্থিক অপরাধ বিষয়ক বার্সেলোনার প্রাদেশিক কৌঁসুলির দপ্তর শাকিরার বিরুদ্ধে কর জালিয়াতি মামলার কার্যক্রম নিষ্পত্তির অনুরোধ করেছে।
গত জুলাই মাসে শাকিরার বিরুদ্ধে কর জালিয়াতির মামলার কার্যক্রম শুরু করেন কৌঁসুলিরা। অভিযোগে বলা হয়, কলম্বিয়ার সুপারস্টার শাকিরা ২০১৮ সালে এমন কয়েকটি কোম্পানির একটি নেটওয়ার্ক ব্যবহার করেছিলেন যা দিয়ে কর ফাঁকি দেওয়া যায়। শাকিরার বিরুদ্ধে প্রায় ৭০ লাখ ডলার কর ফাঁকির অভিযোগ তোলা হয়।
শাকিরার এজেন্ট এএফপিকে বলেন, এই অভিযোগের এক মাস পর শাকিরা মামলাটি নিষ্পত্তির জন্য ৭০ লাখ ডলার পরিশোধ করেছেন।
গত ২০ নভেম্বর শাকিরা তার ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে আয় সংশ্লিষ্ট পূর্ববর্তী একটি কর জালিয়াতির মামলার বিষয়ে তার বিচারের প্রথম দিনে বিষয়টি মীমাংসা করেন। সে সময় শাকিরার বিরুদ্ধে প্রায় ১ কোটি ৫৫ লাখ ডলার কর জালিয়াতির অভিযোগ আনা হয়েছিল। কৌঁসুলিরা শাকিরার ৮ বছরের কারাদণ্ডের জন্যও আবেদন করেছিলেন।
এসব অভিযোগ অস্বীকার করে শাকিরা বলেছিলেন যে, তিনি পূর্ণ মেয়াদে স্পেনের বসবাস করতে এসেছিলেন ২০১৫ সালে।
কৌঁসুলিরা সে সময় বলেছিলেন যে, মামলাটি নিষ্পত্তির জন্য শাকিরা প্রায় ১ কোটি ৮৮ লাখ ডলার পরিশোধ করেছিলেন। সে সময় শাকিরা বলেছিলেন যে, কর জালিয়াতির সঙ্গে তার সংশ্লিষ্টতা না থাকলেও সন্তানদের স্বার্থ বিবেচনা করে এই মানসিক চাপ কাটিয়ে উঠতেই তিনি পদক্ষেপ নিয়েছিলেন।
ইরানের তেল, গ্যাস ও পেট্রোকেমিক্যাল স্থাপনাগুলোতে সাম্প্রতিক সময়ে ঘন ঘন অগ্নিকাণ্ড এবং বিস্ফোরণকে ‘অস্বাভাবিক ও বিপজ্জনক’ হিসেবে আখ্যা দিয়েছেন দেশটির একজন জ্যেষ্ঠ সংসদ সদস্য। এসবের মধ্যে অন্তত কিছু ঘটনার জন্য তিনি ইসরায়েলের সম্ভাব্য তৎপরতাকে দায়ী করেছেন।
১০ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার সিডনিতে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে আজ রোববার (৩ আগস্ট) লাখো মানুষ অংশ নিয়েছেন ফিলিস্তিনপন্থী একটি বিক্ষোভে। ‘মার্চ ফর হিউম্যানিটি’ নামে এই বিক্ষোভ মিছিল বিখ্যাত সিডনি হারবার ব্রিজের ওপর অবস্থান নেয়। অস্ট্রেলিয়ার সুপ্রিম কোর্টের অনুমোদনের ভিত্তিতে শেষ মুহূর্তে এই মিছিলের বৈধতা দেয়
১১ ঘণ্টা আগেভারতে একটি সরকারি চিঠিতে বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে উল্লেখ করায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। দিল্লির লোদী কলোনি থানার পুলিশ আধিকারিক অমিত দত্ত সম্প্রতি বঙ্গভবনের অফিসার-ইন-চার্জকে একটি চিঠি পাঠান। সেই চিঠিতেই বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ হিসেবে উল্লেখ করা হয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস।
১১ ঘণ্টা আগেজেরুজালেমের আল-আকসা মসজিদে ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভিরের কর্মকাণ্ডকে ‘উসকানিমূলক’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় আজ রোববার এক বিবৃতিতে সতর্ক করেছে—এ ধরনের কর্মকাণ্ড পুরো অঞ্চলজুড়ে সংঘাতের আগুনে ঘি ঢেলে দেবে।
১২ ঘণ্টা আগে