Ajker Patrika

যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসার নামে আধুনিক দাসত্ব! 

যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসার নামে আধুনিক দাসত্ব! 

যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তির নামে আধুনিক দাস বানাচ্ছে মানবপাচারকারীরা। বিশ্ববিদ্যালয়ে তাদের উপস্থিতি নেই বললেই চলে। অবজারভার একটি তদন্ত প্রতিবেদনে জানায়, পাসপোর্ট বাজেয়াপ্ত করে স্বল্প মজুরিতে বিভিন্ন কাজে বাধ্য করা হচ্ছে তাদের। শ্রম বাজারে চাহিদা থাকায় শিক্ষার্থী ভিসাকে পুঁজি করে সহজেই শ্রমের যোগান দিয়ে আসছে পাচারকারীরা। 

সম্প্রতি গ্রিনিচ, চেস্টার, টিসাইডসহ বিভিন্ন অঞ্চলে পড়তে আসা ভারতীয় শিক্ষার্থীদের ব্যাপক অনুপস্থিতি লক্ষ্য করেছে কর্তৃপক্ষ। ঘিঞ্জি পরিবেশে বসবাস করে তাদের বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানে সপ্তাহে ৮০ ঘণ্টারও বেশি সময় ধরে ন্যূনতম মজুরির কাজ করতে দেখা গেছে। শুধু ভারত নয়, ফিলিপাইন এবং আফ্রিকাতে আগত শিক্ষার্থীদেরও শ্রম শোষণের তথ্য পাওয়া গেছে।

বিষয়টিকে উদ্বেগজনক উল্লেখ করে শ্রম শোষণ নিয়ে গবেষণাকারী মেরি আহ্লবার্গ জানান, নিয়োগকর্তা এ ক্ষেত্রে তাদের নানান ভয়ভীতি দেখিয়ে কাজ করতে বাধ্য করেন। দোষীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার কথা জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র দপ্তর। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত