ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেছেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আসন্ন কয়েক সপ্তাহের মধ্যেই একটি যুদ্ধবিরতি চুক্তি হতে পারে। ওয়াশিংটন সফররত এই নেতা হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ফক্স নিউজকে এই কথা বলেন। ট্রাম্প নিজেও জানিয়েছে, কয়েক সপ্তাহের মধ্যেই যুদ্ধ শেষ হয়ে যেতে পারে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, গতকাল সোমবার রাশিয়ার ইউক্রেন আক্রমণের তৃতীয় বর্ষপূর্তির দিনে হোয়াইট হাউসে ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে মাখো সাক্ষাৎ করেন। সেখানে মূলত ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের অবস্থান পরিবর্তনের চেষ্টা চালান মাখোঁ।
বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, ‘যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যেই’ শেষ হতে পারে। তবে তিনি জোর দিয়ে বলেন, ইউক্রেনের শান্তিরক্ষার খরচ ও দায়িত্ব ইউরোপকেই বহন করতে হবে। বিপরীতে মাখোঁ বলেছেন, ইউক্রেনে শান্তিচুক্তি এমন হওয়া যাবে না, যা দেশটির আত্মসমর্পণ হিসেবে বিবেচিত হবে, বরং এতে নিরাপত্তার নিশ্চয়তা থাকতে হবে।
হোয়াইট হাউসে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের সূচনা ইউক্রেন পরিস্থিতির জন্য ‘গেম চেঞ্জার’ বলে মন্তব্য করেছেন মাখোঁ। তিনি বলেন, ‘আমি মনে করি, যুদ্ধবিরতি ও একটি টেকসই শান্তি আলোচনার সূচনা কয়েক সপ্তাহের মধ্যেই সম্ভব।’ তিনি জানান, তিনি ইউরোপের ৩০ জনের বেশি নেতা ও মিত্রদের সঙ্গে কথা বলেছেন এবং তাঁদের মধ্যে অনেকে ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার জন্য প্রস্তুত।
ফরাসি প্রেসিডেন্ট আরও বলেন, তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে একটি প্রস্তাব নিয়ে কাজ করছেন। এই প্রস্তাবের অধীনে ইউক্রেনে ইউরোপীয় সেনা মোতায়েন করা হতে পারে। এই বিষয়ে মাখোঁ বলেন, ‘কিন্তু তারা (ইউরোপীয় সেনারা) ফ্রন্টলাইনে যাবে না, তারা কোনো সংঘর্ষে জড়াবে না; বরং চুক্তির মাধ্যমে নির্ধারিত কিছু স্থানে থাকবে, শান্তি বজায় রাখা ও আমাদের সম্মিলিত বিশ্বাসযোগ্যতা ধরে রাখার জন্য, যেখানে মার্কিন সমর্থন থাকবে।’
তিনি আরও বলেন, যুদ্ধের অবসান ঘটানোর আলোচনা ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা, ভূমি ও ভূখণ্ড সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীভূত থাকবে। মাখোঁ মনে করেন, ইউক্রেনের সার্বভৌমত্বে মার্কিন প্রতিশ্রুতি নিশ্চিত করার অন্যতম কার্যকর উপায় হতে পারে ওয়াশিংটন ও কিয়েভের মধ্যে চলমান গুরুত্বপূর্ণ খনিজসম্পদ-সংক্রান্ত একটি চুক্তি।
মাখোঁর সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার বিষয়ে কিছু বলেননি। তবে তিনি জোর দিয়ে বলেন, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার ব্যয় ও দায়িত্ব ইউরোপেরই বহন করা উচিত, কেবল যুক্তরাষ্ট্রের নয়। মাখোঁ জবাবে বলেন, ইউরোপ বুঝতে পারছে যে নিরাপত্তার দায়িত্ব ‘আরও ন্যায্যভাবে ভাগ করে নেওয়া’ দরকার এবং বৈঠকে এই বিষয়ে একটি রূপরেখা উঠে এসেছে।
ট্রাম্প বলেন, তিনি যত দ্রুত সম্ভব একটি যুদ্ধবিরতি চান এবং একবার তা কার্যকর হলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে রাশিয়ায় যাবেন। তবে মাখোঁ এই বিষয়ে আরও সংযত দৃষ্টিভঙ্গি পোষণ করেন। তাঁর মতে, প্রথমে যুদ্ধবিরতি এবং তারপর একটি দীর্ঘমেয়াদি শান্তিচুক্তির জন্য আলোচনা হবে, যাতে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা সুস্পষ্টভাবে নিশ্চিত করা যায়। তিনি বলেন, ‘আমরা দ্রুত শান্তি চাই, তবে আমরা এমন একটি চুক্তি চাই না, যা দুর্বল হবে।’
তবে উভয় নেতা একমত হন, যেকোনো শান্তিচুক্তির আওতায় ইউক্রেনে ইউরোপীয় শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা উচিত। যদিও রাশিয়া এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে। এরপর ট্রাম্প দাবি করেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এটি মেনে নেবেন। তিনি বলেন, ‘আমি বিশেষভাবে তাঁকে এই প্রশ্ন করেছি। তিনি এতে কোনো আপত্তি করেননি।’
ফরাসি প্রেসিডেন্ট সাম্প্রতিক সময়ে পুতিনের সঙ্গে ট্রাম্পের যোগাযোগের প্রশংসা করে বলেন, ‘এটি করার ভালো কারণ ছিল।’
এদিকে, ট্রাম্প গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্টকে ‘একনায়ক’ বললেও পুতিনকে একই বিশেষণে অভিহিত করতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, ‘আমি জানি না কবে আমরা কথা বলব। কিন্তু কোনো এক সময় আমি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা করব।’
ট্রাম্প আরও জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন, যাতে একটি চুক্তির আওতায় ইউক্রেনের কিছু প্রাকৃতিক সম্পদের ভাগাভাগি নিয়ে আলোচনা করা যায়। তিনি বলেন, ‘তিনি এ সপ্তাহে বা আগামী সপ্তাহে আসতে পারেন। আমি তাঁর সঙ্গে দেখা করতে চাই।’
এদিকে কিয়েভে এক বৈঠকে বৈশ্বিক প্রতিনিধিদের সামনে জেলেনস্কি বলেন, ‘আমরা আশা করি, এই বছরই আমরা যুদ্ধ শেষ করতে পারব।’ সম্মেলনে যুক্তরাজ্য, জার্মানি ও জাপানের নেতারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে বক্তব্য দেন, তবে যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন না।
জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমায়ার মস্কো ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক উষ্ণ হওয়া নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, ‘রাশিয়া হোয়াইট হাউসে মনোযোগ পেতে পারে, কিন্তু তাঁরা এক ইঞ্চিও বৈধতা পায়নি।’
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়ন বৈঠকে বলেন, ‘আমাদের অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের গতি বাড়াতে হবে।’ তিনি বলেন, ইউক্রেন যুদ্ধ এখনো ‘ইউরোপের ভবিষ্যতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সংকটপূর্ণ বিষয়’।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেছেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আসন্ন কয়েক সপ্তাহের মধ্যেই একটি যুদ্ধবিরতি চুক্তি হতে পারে। ওয়াশিংটন সফররত এই নেতা হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ফক্স নিউজকে এই কথা বলেন। ট্রাম্প নিজেও জানিয়েছে, কয়েক সপ্তাহের মধ্যেই যুদ্ধ শেষ হয়ে যেতে পারে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, গতকাল সোমবার রাশিয়ার ইউক্রেন আক্রমণের তৃতীয় বর্ষপূর্তির দিনে হোয়াইট হাউসে ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে মাখো সাক্ষাৎ করেন। সেখানে মূলত ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের অবস্থান পরিবর্তনের চেষ্টা চালান মাখোঁ।
বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, ‘যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যেই’ শেষ হতে পারে। তবে তিনি জোর দিয়ে বলেন, ইউক্রেনের শান্তিরক্ষার খরচ ও দায়িত্ব ইউরোপকেই বহন করতে হবে। বিপরীতে মাখোঁ বলেছেন, ইউক্রেনে শান্তিচুক্তি এমন হওয়া যাবে না, যা দেশটির আত্মসমর্পণ হিসেবে বিবেচিত হবে, বরং এতে নিরাপত্তার নিশ্চয়তা থাকতে হবে।
হোয়াইট হাউসে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের সূচনা ইউক্রেন পরিস্থিতির জন্য ‘গেম চেঞ্জার’ বলে মন্তব্য করেছেন মাখোঁ। তিনি বলেন, ‘আমি মনে করি, যুদ্ধবিরতি ও একটি টেকসই শান্তি আলোচনার সূচনা কয়েক সপ্তাহের মধ্যেই সম্ভব।’ তিনি জানান, তিনি ইউরোপের ৩০ জনের বেশি নেতা ও মিত্রদের সঙ্গে কথা বলেছেন এবং তাঁদের মধ্যে অনেকে ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার জন্য প্রস্তুত।
ফরাসি প্রেসিডেন্ট আরও বলেন, তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে একটি প্রস্তাব নিয়ে কাজ করছেন। এই প্রস্তাবের অধীনে ইউক্রেনে ইউরোপীয় সেনা মোতায়েন করা হতে পারে। এই বিষয়ে মাখোঁ বলেন, ‘কিন্তু তারা (ইউরোপীয় সেনারা) ফ্রন্টলাইনে যাবে না, তারা কোনো সংঘর্ষে জড়াবে না; বরং চুক্তির মাধ্যমে নির্ধারিত কিছু স্থানে থাকবে, শান্তি বজায় রাখা ও আমাদের সম্মিলিত বিশ্বাসযোগ্যতা ধরে রাখার জন্য, যেখানে মার্কিন সমর্থন থাকবে।’
তিনি আরও বলেন, যুদ্ধের অবসান ঘটানোর আলোচনা ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা, ভূমি ও ভূখণ্ড সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীভূত থাকবে। মাখোঁ মনে করেন, ইউক্রেনের সার্বভৌমত্বে মার্কিন প্রতিশ্রুতি নিশ্চিত করার অন্যতম কার্যকর উপায় হতে পারে ওয়াশিংটন ও কিয়েভের মধ্যে চলমান গুরুত্বপূর্ণ খনিজসম্পদ-সংক্রান্ত একটি চুক্তি।
মাখোঁর সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার বিষয়ে কিছু বলেননি। তবে তিনি জোর দিয়ে বলেন, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার ব্যয় ও দায়িত্ব ইউরোপেরই বহন করা উচিত, কেবল যুক্তরাষ্ট্রের নয়। মাখোঁ জবাবে বলেন, ইউরোপ বুঝতে পারছে যে নিরাপত্তার দায়িত্ব ‘আরও ন্যায্যভাবে ভাগ করে নেওয়া’ দরকার এবং বৈঠকে এই বিষয়ে একটি রূপরেখা উঠে এসেছে।
ট্রাম্প বলেন, তিনি যত দ্রুত সম্ভব একটি যুদ্ধবিরতি চান এবং একবার তা কার্যকর হলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে রাশিয়ায় যাবেন। তবে মাখোঁ এই বিষয়ে আরও সংযত দৃষ্টিভঙ্গি পোষণ করেন। তাঁর মতে, প্রথমে যুদ্ধবিরতি এবং তারপর একটি দীর্ঘমেয়াদি শান্তিচুক্তির জন্য আলোচনা হবে, যাতে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা সুস্পষ্টভাবে নিশ্চিত করা যায়। তিনি বলেন, ‘আমরা দ্রুত শান্তি চাই, তবে আমরা এমন একটি চুক্তি চাই না, যা দুর্বল হবে।’
তবে উভয় নেতা একমত হন, যেকোনো শান্তিচুক্তির আওতায় ইউক্রেনে ইউরোপীয় শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা উচিত। যদিও রাশিয়া এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে। এরপর ট্রাম্প দাবি করেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এটি মেনে নেবেন। তিনি বলেন, ‘আমি বিশেষভাবে তাঁকে এই প্রশ্ন করেছি। তিনি এতে কোনো আপত্তি করেননি।’
ফরাসি প্রেসিডেন্ট সাম্প্রতিক সময়ে পুতিনের সঙ্গে ট্রাম্পের যোগাযোগের প্রশংসা করে বলেন, ‘এটি করার ভালো কারণ ছিল।’
এদিকে, ট্রাম্প গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্টকে ‘একনায়ক’ বললেও পুতিনকে একই বিশেষণে অভিহিত করতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, ‘আমি জানি না কবে আমরা কথা বলব। কিন্তু কোনো এক সময় আমি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা করব।’
ট্রাম্প আরও জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন, যাতে একটি চুক্তির আওতায় ইউক্রেনের কিছু প্রাকৃতিক সম্পদের ভাগাভাগি নিয়ে আলোচনা করা যায়। তিনি বলেন, ‘তিনি এ সপ্তাহে বা আগামী সপ্তাহে আসতে পারেন। আমি তাঁর সঙ্গে দেখা করতে চাই।’
এদিকে কিয়েভে এক বৈঠকে বৈশ্বিক প্রতিনিধিদের সামনে জেলেনস্কি বলেন, ‘আমরা আশা করি, এই বছরই আমরা যুদ্ধ শেষ করতে পারব।’ সম্মেলনে যুক্তরাজ্য, জার্মানি ও জাপানের নেতারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে বক্তব্য দেন, তবে যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন না।
জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমায়ার মস্কো ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক উষ্ণ হওয়া নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, ‘রাশিয়া হোয়াইট হাউসে মনোযোগ পেতে পারে, কিন্তু তাঁরা এক ইঞ্চিও বৈধতা পায়নি।’
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়ন বৈঠকে বলেন, ‘আমাদের অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের গতি বাড়াতে হবে।’ তিনি বলেন, ইউক্রেন যুদ্ধ এখনো ‘ইউরোপের ভবিষ্যতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সংকটপূর্ণ বিষয়’।
সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা হটাতে দেশটির নতুন অন্তর্বর্তী সরকার করে বেশ কিছু শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে সন্ত্রাসবাদ দমনে সক্রিয় প্রচেষ্টা অন্যতম। সম্প্রতি মার্কিন সরকার সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের নতুন নীতি গ্রহণ করেছে। গতকাল বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক
২ ঘণ্টা আগেরাশিয়া-ইউক্রেন শান্তিচুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে খুব শিগগির স্পষ্ট অগ্রগতির ইঙ্গিত না পেলে এই প্রচেষ্টা থেকে সরে দাঁড়াতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শুক্রবার প্যারিসে ইউরোপীয় ও ইউক্রেনীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর এমন মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বার্তা সংস্থা
৩ ঘণ্টা আগেবিশ্বের চতুর্থ বৃহত্তম চা উৎপাদক দেশ কেনিয়া। দেশটির পশ্চিমাঞ্চলের নান্দি কাউন্টির সিতোই এস্টেটের পাহাড়ি এলাকায় রয়েছে চা শিল্প। ১৯৪৮ সালে এই নান্দিতে জমি অধিগ্রহণ করে চা বাগান গড়ে তোলে ব্রিটিশ-মালিকানাধীন চা উৎপাদনকারী কোম্পানি ইস্টার্ন প্রোডিউস কেনিয়া (ইপিকে)। বহু দশক ধরে নান্দিসহ কেনিয়ার অনেক...
৪ ঘণ্টা আগেঅনলাইন গেমিং প্ল্যাটফর্ম রোবলক্স ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ডিসকর্ডে পরিচয়ের সূত্রে ১০ বছর বয়সী এক শিশুকে অপহরণ করেছেন এক ব্যক্তি। এমন অভিযোগে ক্যালিফোর্নিয়ার ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। ২৭ বছর বয়সী ওই ব্যক্তির নাম ম্যাথিউ ম্যাকাটুনো নাভাল। গত রোববার (১২ এপ্রিল) তাঁকে গ্রেপ্তার করা হয়।
৫ ঘণ্টা আগে