Ajker Patrika

গ্রীষ্মে টানা কয়েক দিন ৩ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না যুক্তরাজ্যে

আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ১১: ০৯
গ্রীষ্মে টানা কয়েক দিন ৩ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না যুক্তরাজ্যে

আসন্ন গ্রীষ্মে টানা কয়েক দিন বিদ্যুৎ থাকবে না বলে জানিয়েছে ব্রিটিশ ন্যাশনাল গ্রিড। রাশিয়া যদি ইউরোপে গ্যাস রপ্তানি বন্ধ করে দেয় এবং ব্রিটেন যদি বিদ্যুৎ আমদানিতে ব্যর্থ হয়, তবে এই বিপর্যয় দেখা দিতে পারে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিকল্পিত বিদ্যুৎ বিভ্রাট ঘটবে দেশটির বাসা-বাড়ি ও ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোতে। এই ঘোষণা এমন সময়ে এল, যখন দেশটি প্রধানমন্ত্রী লিজ ট্রাস স্থানীয় সময় আজ বৃহস্পতিবার টাইমস পত্রিকায় একটি মতামত কলামে শীতকালে ব্রিটেনে জ্বালানি রপ্তানি রাখতে ইউরোপের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

ইউরোপের দেশগুলো এরই মধ্যে আসন্ন শীতে জ্বালানি সংকটের বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে। দেশগুলো আশঙ্কা করছে, ইউক্রেনে যুদ্ধের কারণে রাশিয়ার ওপর ব্যাপক হারে নিষেধাজ্ঞা আরোপ করায় রাশিয়া ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে পারে। ফলে আগামী দিনে ইউরোপের দেশগুলো জনগণকে জ্বালানি রেশনিং করার প্রয়োজন হতে পারে বলে আগাম সতর্ক করে রেখেছে।

এদিকে, বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন না থাকার ব্যাপারে ব্রিটেনের ন্যাশনাল গ্রিড ইলেকট্রিসিটি সিস্টেম অপারেটর (ইএসও) তাদের শীতকালীন পূর্বাভাসে বৃহস্পতিবার বলেছে, ‘এটি খুবই অনাকাঙ্ক্ষিত যে আমরা এমন একটি পরিস্থিতির মধ্যে এসে পড়েছি। এর অর্থ হলো, আমাদের কিছু গ্রাহক দিনের বেলায় পূর্বনির্ধারিত সময়ে বিদ্যুতের সুবিধা পাবেন না। ধারণা করা হচ্ছে, দিনে তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে না।’

অন্যদিকে, ব্রিটেনের ন্যাশনাল গ্রিডস গ্যাস ট্রান্সমিশন তাদের শীতকালীন পূর্বাভাসে বলেছে, ‘ইউরোপ মহাদেশজুড়ে গ্যাস সরবরাহে সম্ভাব্য সংকট গ্রেট ব্রিটেনের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে গ্রেট ব্রিটেনে ইউরোপ থেকে বিদ্যুৎ আমদানি ঝুঁকির মুখে পড়তে পারে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত