অনলাইন ডেস্ক
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোয়ান বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে প্রায় তিন বছর ধরে চলমান যুদ্ধের অবসান ঘটাতে তুরস্ক হতে পারে আদর্শ স্থান। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির সঙ্গে প্রায় তিন ঘণ্টার বৈঠকের পর এই প্রস্তাব দেন তুর্কি প্রেসিডেন্ট।
বৈঠকের পর আঙ্কারায় এক যৌথ সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন, ‘রাশিয়া, ইউক্রেন ও আমেরিকার মধ্যে সম্ভাব্য আলোচনা তুরস্কে আয়োজন করলে সবচেয়ে ভালো হবে।’
তিনি জানান, ২০২২ সালে ইস্তানবুলে অনুষ্ঠিত শান্তি আলোচনাটি ছিল একটি গুরুত্বপূর্ণ রেফারেন্স পয়েন্ট। সেই সময় দুই পক্ষ চুক্তির প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছিল।
এরদোয়ান তাঁর বক্তব্যে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন কূটনৈতিক উদ্যোগের কথাও উল্লেখ করেন। এই কূটনীতির অংশ হিসেবে আজই সৌদি আরবে একটি বৈঠকে মিলিত হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। তবে এই আলোচনায় ইউক্রেনকে না রাখার জন্য প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেন ছাড়া কোনো শান্তি চুক্তি মেনে নেওয়া হবে না। তিনি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সৌদি আরবে হওয়া আলোচনার সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করে বলেন, ‘আবারও ইউক্রেন নিয়ে আলোচনা চলছে, কিন্তু ইউক্রেনকে ছাড়া।’
এর আগে, গত সপ্তাহেও জেলেনস্কি বলেছিলেন, যদি কোনো শান্তি চুক্তি হয়, তবে সেটিতে ইউক্রেনের উপস্থিতি ও অংশগ্রহণ থাকতে হবে।
উল্লেখ্য, সৌদি আরবের রিয়াদে যখন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে শান্তি আলোচনা চলছিল, তখন তুরস্কের আঙ্কারায় প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে বৈঠকে বসেন জেলেনস্কি। এর আগে সোমবার রাতেই তিনি সংযুক্ত আরব আমিরাত থেকে তুরস্কে পৌঁছান।
বৈঠকটি এরদোয়ানের প্রেসিডেন্ট প্রাসাদে অনুষ্ঠিত হয়। এরদোয়ানের ঘনিষ্ঠ সহকারী ফাহরেত্তিন আলতুন জানিয়েছেন, আলোচনায় দুই দেশের সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা হয়েছে।
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোয়ান বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে প্রায় তিন বছর ধরে চলমান যুদ্ধের অবসান ঘটাতে তুরস্ক হতে পারে আদর্শ স্থান। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির সঙ্গে প্রায় তিন ঘণ্টার বৈঠকের পর এই প্রস্তাব দেন তুর্কি প্রেসিডেন্ট।
বৈঠকের পর আঙ্কারায় এক যৌথ সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন, ‘রাশিয়া, ইউক্রেন ও আমেরিকার মধ্যে সম্ভাব্য আলোচনা তুরস্কে আয়োজন করলে সবচেয়ে ভালো হবে।’
তিনি জানান, ২০২২ সালে ইস্তানবুলে অনুষ্ঠিত শান্তি আলোচনাটি ছিল একটি গুরুত্বপূর্ণ রেফারেন্স পয়েন্ট। সেই সময় দুই পক্ষ চুক্তির প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছিল।
এরদোয়ান তাঁর বক্তব্যে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন কূটনৈতিক উদ্যোগের কথাও উল্লেখ করেন। এই কূটনীতির অংশ হিসেবে আজই সৌদি আরবে একটি বৈঠকে মিলিত হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। তবে এই আলোচনায় ইউক্রেনকে না রাখার জন্য প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেন ছাড়া কোনো শান্তি চুক্তি মেনে নেওয়া হবে না। তিনি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সৌদি আরবে হওয়া আলোচনার সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করে বলেন, ‘আবারও ইউক্রেন নিয়ে আলোচনা চলছে, কিন্তু ইউক্রেনকে ছাড়া।’
এর আগে, গত সপ্তাহেও জেলেনস্কি বলেছিলেন, যদি কোনো শান্তি চুক্তি হয়, তবে সেটিতে ইউক্রেনের উপস্থিতি ও অংশগ্রহণ থাকতে হবে।
উল্লেখ্য, সৌদি আরবের রিয়াদে যখন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে শান্তি আলোচনা চলছিল, তখন তুরস্কের আঙ্কারায় প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে বৈঠকে বসেন জেলেনস্কি। এর আগে সোমবার রাতেই তিনি সংযুক্ত আরব আমিরাত থেকে তুরস্কে পৌঁছান।
বৈঠকটি এরদোয়ানের প্রেসিডেন্ট প্রাসাদে অনুষ্ঠিত হয়। এরদোয়ানের ঘনিষ্ঠ সহকারী ফাহরেত্তিন আলতুন জানিয়েছেন, আলোচনায় দুই দেশের সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা হয়েছে।
প্রতিবেশী যুক্তরাষ্ট্র মেক্সিকোর পণ্যের ওপর ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করায় মেক্সিকো সিটি জ্বালানি তেল বিক্রির জন্য এশিয়ার বাজারে নজর দিয়েছে। মেক্সিকোর রাষ্ট্র পরিচালিত জ্বালানি কোম্পানি পেমেক্স তেল বিক্রির জন্য এশিয়া, বিশেষ করে চীন এবং ইউরোপের...
৩১ মিনিট আগেইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবহরে যুক্ত হলো ড্রোন ও হেলিকপ্টার বহনে সক্ষম যুদ্ধজাহাজ। আজ বৃহস্পতিবার ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। শহীদ বাঘেরি নামের ড্রোন ক্যারিয়ারটি মূলত বাণিজ্যিক কন্টেইনারবাহী জাহাজ ছিল। পরে এটিকে ৫৯০ ফুট দীর্ঘ রানওয়েসহ সামরিক অভিযানের উপযো
১ ঘণ্টা আগেপাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার আগামী এপ্রিলে ঢাকা সফর করতে পারেন। এ লক্ষ্য প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান। দেশটির সংবাদমাধ্যম দ্য ডন দাবি করেছে, ঢাকাও এই বিষয়ে প্রস্তুতি নিচ্ছে। গত ফেব্রুয়ারিতে দারের ঢাকা সফরের কথা থাকলেও তা হয়নি।
১ ঘণ্টা আগেট্রাম্প প্রশাসন মার্কিন বন্দীদের মুক্তি ও যুদ্ধের অবসানের সম্ভাব্য চুক্তি নিয়ে গাজায় হামাসের সঙ্গে সরাসরি আলোচনা চালিয়ে যাচ্ছে। এই বিষয়ে অবগত দুটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে এই তথ্য জানিয়েছে। কয়েক সপ্তাহ ধরে বোহলার ও হামাস কর্মকর্তাদের মধ্যে কয়েক দফায় এসব বৈঠক অনুষ্
৩ ঘণ্টা আগে